![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
শীতের এক প্রাতে,কাননে তোমাকে দেখেছিলাম,
সেইদিন থেকেই মম হৃদয়ে তোমাকে আমি একেছিলাম ।
কিশোরী তোমার মুখে ছিল সূর্যের হাসি,
হৃদয় সেদিন বলেছিল তোমায় ভালবাসি ।
তপ্ত রোদে তোমার ঐ সুন্দর কেশ,
সেদিন বাতাশে উড়েছিল বেশ ।
চতুর দিকে সেদিন ভেসেছিল বোধহয় জান্নাতি সুগন্ধি,
অবশেষে বিধাতা আমার জীবনে করে দিয়েছিল তোমায় বন্দি ।
তুমি প্রিয়া আমার ছিলে সকল দুঃখ-কষ্টের সাথী,
মম এই অন্ধকার জীবনের তুমিই ছিলে বাতি ।
একটি ছেলে ও একটি মেয়ে বিধাতা দিল মোদের উপহার,
তার চেয়েও প্রিয়া তুমি ছিলে মোর জীবনের সবচেয়ে বড় পুরুষ্কার ।
যেই বিধাতা একদিন তোমায় আমাকে উপহার দিল,
সেই বিধাতা আজ তোমায় কেড়ে নিয়ে গেল ।
কেমনও করিয়া ভুলি সখি দীর্ঘ চল্লিশ বছরের দাম্পত্য জীবন?
তাহলে কী এই জীবনে সবচেয়ে বড় ভুল তোমার এই মরন ।
বৃদ্ধ আমার তুমিই ছিলে সবচেয়ে বড় সাথী,
মম এই বার্ধক্যের জীবনে আজ কে ধরাবে বাতি?
মনে পড়ে সেদিন,যেদিন আমি তোমায় দেখেছিলাম শীতেরও প্রাতে ।
জানি,তুমি বেধহয় স্বর্গে আছো আমার অপেক্ষাতে ।।
জন্ম হলে হবে মরন!
এইতো জীবন,এইতো জীবন ।।
©somewhere in net ltd.