![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
আমি যে এক জিন্দালাশ,
কেমনে করি বসবাস?
চারিদিকে সর্বনাশ,
আমি যে এক জিন্দালাশ।
মান আছে মন নাই,
কেমনে আমি মানুষ হই?
বিধি মোরে দেছে দেহ,সেই দেহতে দিছেরে প্রান।
মোর সেই প্রানেতে বিধি নাইতোরে ঘ্রান।।
বিধি মোরে ধরাতে পাঠিয়ে করিলো এ কেমনও চাষ?
আমি যে এক জিন্দালাশ।
কেমনে করি বসবাস?
চারিদিকে সর্বনাশ।
আমি যে এক জিন্দালাশ।
মারা গেলে দেহতে যে পঁচন ধরে রে,
মোর দেহের পঁচন বিধি কই গেলোরে?
বিধি মোরে জিন্দা রেখে করলো কেমন ফাঁস?
আমি যে এক জিন্দালাশ।
মারা গেলে গোর হয়,নয়তো হয় শ্মশান,
মোর গেলো কই গোর,গেলো কই মোর মান?
বিধি মোরে বাঁচিয়ে রেখে করলো কোন এ নতুন সর্বনাশ?
আমি যে এক জিন্দালাশ,
কেমনে করি বসবাস?
চারিদিকে সর্বনাশ,
আমি যে এক জিন্দালাশ।
আমি যে এক জিন্দা লাশরে।।
২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
মো: নিজাম গাজী বলেছেন: ঠিক আপনার মন্তব্যটি বুঝলাম না লেখক। দয়া করে একটু খোলাসা করে বলুন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১
বিজন রয় বলেছেন: খবর কি?
আপনার কবিতায় বাস্তবতার মিশেল থাকে।
++++