![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
দাবি একটাই দাবি,
নামায যেনো পড়ে সবাই-
কেননা নামায বেহেস্তর চাবি ।
চাবিহীনা তালা কি খোলে কখনো?
তাই সকলে নামায পড়ে যেনো ।
নামায পড়িলে জান্নাতের দেখা মেলে,
নিজ হৃদয়ে শুধু আল্লাহর প্রেমের সুখ খেলে ।
পড়িলে নামায পবিত্র হয় মন,
তাই নামায যেনো পড়ে সর্বোজন ।
নামায না পড়িলে নরকে হবে ঠাই,
নামায যেনো সকলে পড়ে তাই ।
নামায দ্বারা সকল অপশক্তি করা যায় বদ,
নামাযই হচ্ছে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ইবাদত ।
©somewhere in net ltd.