![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
আমার জীবনে ঢেউ লেগেছে
ওরে সে পাগলা ঢেউয়ের মেলা।
আমায় নিয়ে সেযে ওরে করে দিবানিশি খেলা।
ওরে সে এক পাগলা ঢেউয়ের মেলা।।(২)
দিনকে সে রাত বানিয়ে রাতকে করে দিন,
বড় থেকে আমায় ওরে করেছে সে হীন।
আমায় নিয়ে সে ওরে করে হেলাফেলা,
ওরে সেযে এক পাগলা ঢেউয়ের মেলা।।(২)
ঢেউয়ের তালে নদীর দুপার যেমন করে ভাঙ্গে,
তেমন করে আমার জীবন সে ওরে রাঙ্গে।
নিঠুর ঢেউ তুই আর খেলবি কতো খেলা,
এযে এক পাগলা ঢেউয়ের মেলা।।(২)
খেলায় খেলায় বাজিমাত,মাতবি আর কতো?
আমায় নিয়ে পাগলা ঢেউ খেলবি কতশত?
ঢেউয়ের তালে জীবন তরী হলো হেলাফেলা,
ওরে সেযে এক পাগলা ঢেউয়ের মেলা।।(২)
সময়ঃ ৫.১১(বিকেল)
১১/০১/২০১৮
মোরেলগঞ্জ,বাগেরহাট।।
১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।
২| ১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫
মরুচারী বেদুঈন বলেছেন: ভালোই লিখলেন!
আমার ব্লগে আমন্ত্রণ
১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০১
প্রামানিক বলেছেন: দারুণ
১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।