![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
ছোটকাল ছিল কত মধুর কতনা আনন্দবিধুর,
কিণ্তু আজ শুধু আধার,নেই কোন নূর ।
ছোটকালে ছিলাম কত চোর,
অন্যের কলাগাছ কাটিয়া বানাইতাম ভোঢ় ।
ভোঢ়ে উঠিয়া ভিজিতাম কত বার,
বাড়িতে গিয়ে মায়ের হাতে খেতাম কত মার ।
কত মাজাদার খেলা,কত যে স্মৃতি,
কত করেছি মারামারি,কত গেয়েছি গীতি ।
বন্ধুদের নিয়ে সেই আগোছালো খেলাধুলা,
আজও হৃদয় কোঠরে আঘাত দেয় লেগে আছে যেন ধূলা ।
কিণ্তু আজ ওরা হারিয়ে গেছে,চলে গেছে দূরে,
আজ আর বাজেনা বাঁশি একই সূরে ।
আজ চাইনা আমি বীরত্ব,চাইনা আমি যৌবন,
বারবার ছোটকালের দিকে ছুটে যায় মোর মন ।
দাও দাও তুমি ফেরত দাও আমায় ছোটকাল,
আজ আমায় ছোট করে জীবনটাকে করে দাও লাল ।
জানি আর ফিরে আসবেনা সেই ছোটকাল জীবনে,
তবুও আমি স্মরন করবো মরনে ।
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
মো: নিজাম গাজী বলেছেন: জ্বি অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। ভালো থাকুন সর্বদা।
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
নজসু বলেছেন: বেশ সুখময় স্মৃতিচারণ।
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
মো: নিজাম গাজী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় লেখক। ভালো থাকুন সর্বদা।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
আকিব হাসান জাভেদ বলেছেন: বাল্যকালের স্মৃতিতে কেনো জানি বারাবার ফিরে যেতে চায় মন । সুন্দর কবিতা ।
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
মো: নিজাম গাজী বলেছেন: বারই সেখানে ফিরে যেতে চায় বাট?? অনেক ধন্যবাদ প্রিয় লেখক। ভালো থাকুন সর্বদা।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।মন চায় ফিরে যেতে সেই ফেলে আসা শৈশবে।
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
মো: নিজাম গাজী বলেছেন: মন চায় কিন্তু সেখানে তো কখনও ফিরে যাওয়া যাবেনা। অনেক ধন্যবাদ প্রিয় লেখক। ভালো থাকুন সর্বদা।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা ভাই।
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১
মো: নিজাম গাজী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় লেখক। ভালো থাকুন সর্বদা।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
সনেট কবি বলেছেন: সুন্দর
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১
মো: নিজাম গাজী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় লেখক। ভালো থাকুন সর্বদা।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবিতায় বাল্যকালকে সুন্দর অংকিত করেছেন। ভালো
।