![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি বন্ধুত্ব করতে, আড্ডা দিতে, সুপারন্যাচারাল বিষয়গুলো নিয়ে পড়তে, প্রচুর মুভি দেখতে, বই পড়তে, নিজে সবসময় হাসিখুশি থাকতে এবং মানুষকে হাসিখুশি রাখতে।
Tv-Series এর বেশ বড় ধরণের ভক্ত আমি। আমার মতো আরো অনেকেই আছে যারা মুভির পাশাপাশি সিরিজও দেখতে পছন্দ করেন। 30min and 1hour এর এই সিরিজগুলো কিন্তু দেখতে খারাপ লাগে না। IMDB তে এগুলোর রেটিংও কিন্তু বেশ ভালো। সময়ের ব্যপ্তি কম হওয়ায় সাধারণত এগুলোর প্রতিটি এপিসোডের উপর আলাদাভাবে বেশ জোর দেওয়া হয়। এজন্যই এগুলো দারুন উপভোগ্য হয়ে থাকে। মুভি দেখছেন...দেখুন না। মাঝে মাঝে এগুলো দু-একটি পর্বও দেখে ফেলুন। কিছুটা হলেও refreshment পাবেন। নিচে আমি মূলত আমার প্রিয় এবং জনপ্রিয় ২০টি সিরিজের নাম ও মিনি রিভিউ দিয়েছি। Tv-series দেখতে চাইলে এগুলো দিয়ে শুরু করতে পারেন। আশা করি খারাপ লাগবে না।
Friends
IMDB rating : 8.9
Comedy + 30min
এটির রিভিউ দেওয়া হাস্যকর একটি কাজ। Classic এই সিরিজটি দেখেনি এমন মানুষ খুব কমই আছে। এর গল্প Ross, Rachel, Monica, Phoebe, Chandler and Joey কে নিয়ে। ৬জনই খুব ঘনিষ্ঠ বন্ধু। নিজ নিজ চাকরীর বাইরে বেশিরভাগটা সময়ই এরা আড্ডা, হাসি-তামাশা করেই কাটিয়ে দেয়। এদের সেই জীবনের নানা মজার ঘটনা নিয়েই এই সিরিজটি। ‘বন্ধুত্ব’ শব্দটি অবশ্যই আপনাকে নতুন করে ভাবাবে এই সিরিজটি। দেখা না হলে অবশ্যই দেখবেন। জনপ্রিয় Actress Jennifer Aniston এর জনপ্রিয়তার শুরু কিন্তু এই সিরিজ থেকেই।
The Big Bang Theory
IMDB rating : 8.7
Comedy + 30min
সাম্প্রতিক সময়ের তুমুল জনপ্রিয় ও মজার একটি সিরিজ। Leonard, Sheldon, Howard and Raj এই ৪জন খুব ঘনিষ্ঠ বন্ধু এবং বিজ্ঞানী। তাদের প্রতিবেশী হলো Penny। যার প্রেমে Leonard পাগল। ৪জনের মাঝেই তুমুল মাথা খারাপের লক্ষণ আছে। তবে Leonard কে এদের মাঝে কিছুটা সুস্হ বলে মনে হবে, Sheldon এর সামনে কোন কিছু নিয়ে ভুল বলে দেখুন না...আপনাকে কাদিয়ে ছাড়বে, Howard নিজেকে খুব lady killer মনে করে এবং Raj মেয়েদের সামনে পড়লে একদম চুপ !! একটা কথাও বলতে পারে না। Howard and Rajকে আবার অনেকে couple বলেও মনে করে। এদের সেই বিজ্ঞানী জীবনের নানা অসম্ভব মজার ঘটনা নিয়েই সিরিজটি।
Two and A Half Men
IMDB rating : 7.4
Comedy + 30min
আরেকটি বেশ মজার ও জনপ্রিয় সিরিজ। দুই ভাই Charlie and Alan এবং Alanএর ছেলে Jack নিয়ে এই সিরিজ। Alan একজন Divorced লোক এবং বেশ বোকা টাইপের একজন মানুষ। অপরদিকে Charlie হলো মধ্যবয়স্ক কিন্তু চার্মিং মানুষ। Divorce এরপর সব হারিয়ে Alan বড়ভাই Charlie এর বাসায় আশ্রয় নেয়। Weekend এ বেড়াতে আসে ইচড়েপাকা ছেলে Jack। আরো আছে Charlie and Alan এর মা, দাপুটে গৃহপরিচীকা Berta, Charlie এর জন্য পাগল Rose এবং Alan এর ভয়ানক x-wife Judith। এদের নিয়েই মজার এই সিরিজটি এগিয়ে যেতে থাকে। সবাইকে দেখতে বলবো।
That 70s Show
IMDB rating : 8.4
Comedy + 30min
70 দশকের কথা। Mr. Red and Mrs. Kitty এর ১৭ বছরের ছেলে Eric। Eric এর best friend রা হলো Donna, Hyde, Jackie, Kelso and Fez। যাদের কাজ হলো কলেজ শেষে সারাদিন Eric এর বাসার basement এ আড্ডা দেওয়া। এদের জীবনের নানা মজাদার কাহিনী নিয়েই চরম হাসির এই সিরিজটি এগিয়ে চলতে থাকে। খুব ভালো একটি সিরিজ। সম্পূর্ণ comedy এই সিরিজটির ভক্ত সংখ্যা কিন্তু অনেক। যারা প্রাণ খুলে হাসতে পছন্দ করেন, তারা এটা দেখতে পারেন। ভালো লাগবে। Topher Grace, Mila Kunis and Ashton Kuchar কিন্তু এই সিরিজ দিয়েই জনপ্রিয় হয়েছিলো।
Rules Of Engagement
IMDB rating : 7.3
Comedy + 30min
এই সিরিজটির কাহিনী Audrey + Jeff ও Adam + Jenn এই দুই দম্পতি এবং তাদের স্বঘোষিত playboy friend Russell and Russell এর Secretary Timmy কে নিয়ে। তারা সবাই New York city তে থাকে। এদের চলমান জীবনের নানা মজার ঘটনা নিয়ে টিভি সিরিজটির কাহিনী এগিয়ে যেতে থাকে। আরেকটি বেশ মজার সিরিজ। এটাও কমেডিপ্রেমীদের ভালো লাগার কথা। যারা বড়দের পাগলামী দেখতে পছন্দ করেন, এটা তাদের জন্য।
How I Met Your Mother
IMDB rating : 8.7
Comedy + 30min
New York শহরের অধিবাসী Ted। তার ঘনিষ্ঠ ৪জন বন্ধু হলো Marshall, Lily, Barney and Robin। চাকরীজীবনে সবাই প্রতিষ্ঠিত। এদের নিয়েই Ted তার জীবনের perfect মেয়েকে খুজতে থাকে। আর সেই মজার ঘটনাগুলো দেখবো আমরা এই সিরিজে। সম্পূর্ণ কমেডি এই সিরিজটি সবার ভালো লাগবে বলেই মনে হয়।
The King Of The Queens
IMDB rating : 7.8
Comedy + 30min
এটি একটি কমেডি সিরিয়াল। এই সিরিয়ালটি দিয়েই Kevin James এর জনপ্রিয়তা শুরু। Doug একজন ডেলিভারী ম্যান। তার সুন্দরী বৌ, তার পাগলাটে কিছু বন্ধু এবং আরো বেশী পাটলাটে শ্বশুরকে নিয়েই তার নরমাল জীবন। সেই জীবনের নানা মজার ঘটনা নিয়ে প্রচন্ড হাসির একটি সিরিয়াল।
Community
IMDB rating : 8.9
Comedy + 30min
Jeff একজন lawyer। কিছু ঘটনার কারণে তাকে একটি community school এ এসে ভর্তি হতে হয় graduation complete করার জন্য। এখানে এসে পরিচয় হয় Britta, Annie, Abed, Sherly, Troy and Pierce এর সাথে। নি:সঙ্গ এ স্বার্থপর Jeff বন্ধুত্ব ও জীবনের নতুন মানে খুঁজে পায়। একইসাথে খুঁজে পায় নিজের ভালোবাসাকে। প্রশংসিত এই সিরিজটি ভালো লাগবে।
Freaks and Geeks
IMDB rating : 9.3
Comedy/Drama + 1hour
খুব প্রশংসিত ও জনপ্রিয় একটি সিরিজ। 1980 দশকের দুই টিনএজ গ্রুপের লাইফ-স্টাইল ও জীবন নিয়ে এর কাহিনী। Freaks গ্রুপে আছে – Daniel, Lindsay, Ken, Nick and Kim। আর Geeks গ্রুপে আছে Sam, Neal and Bill। এদের স্কুল-ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে সিরিজটির এগিয়ে চলা। এই সিরিজটি নিয়ে আমার মতো অনেক ভক্তের একটিই আফসোস মাত্র ১টি season করেই সিরিজটি শেষ করে দেওয়া হয়। দেখে ফেলুন। আপনাদেরও তাই মনে হবে। এই সিরিজকে বলা talent hunt এর কারখানা। James Franco, Linda Cardellini, Seth Rogan and James Segal নামগুলো খেয়াল করেছেন ? এই সময়ের জনপ্রিয় এই Actor/Actress দের জনপ্রিয়তার শুরু ও পরিচিতি কিন্তু এই সিরিজ দিয়েই।
Chuck
IMDB rating : 8.1
Comedy/Action + 1hour
Chuck Bartowsky একজন নির্ভেজাল মানুষ। Buy-more কোম্পানীর চাকরী, ছোটবেলার বন্ধু Morgan এবং বোন Ellie কে নিয়ে তার সুখের জীবনই ছিলো। কিন্তু ঘটনাক্রমে মার্কিন গোয়েন্দাসংস্হার একমাত্র Intersect এর সব ক্ষমতা তার মাঝে চলে আসে এবং সেটি ধ্বংস হয়ে যায়। বলা যায় আমেরিকার সুপার কম্পিউটার হলো এখন Chuck। আমেরিকার এবং বিশ্বের সব গোপন তথ্য এখন Chuck এর মাথায়। ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়েই তাকে এখন গোপনীয় ও গুরুত্বপূর্ণ সব মিশনে যেতে হবে। তাকে রক্ষার জন্য এবং মিশনে সাহায্য করার জন্য যোগ হয় Sarah এবং Casey । কমেডির মিশ্রন থাকা সিরিয়ালটি ভালো লাগারই কথা।
Castle
IMDB rating : 8.4
Comedy/Crime/Mystery + 1hour
Richard Castle একজন খুব জনপ্রিয় mystery/thriller writer। বয়সে বড় হলেও মাঝে মাঝে তার আচরণে তা প্রকাশ পায় না। তো নিজের উপন্যাসের জন্য আরো বেশী প্লট নিতে সে চিন্তা করে কয়েকদিন Police department এ একজন observer হিসেবে কাজ করে দেখবে। Police department এর প্রধানও ভেবে দেখলেন এতে করে হয়তো তাদের নিজেদের অনেক case ও সাহায্য আসবে। তো Castle জোট বাধে Homicide detective Kate Beckett এর সাথে। যে আবার Castleকে একেবারেই পছন্দ করে না। কিন্তু একসাথে বেশ কয়েকটি case solve করার পর তারা দেখে একসাথে তারা দুজন আসলে খুব ভালো একটি টিম এবং একসাথে যেকোন case তারা solve করে ফেলতে পারে। হালকা কমেডির মিশ্রণ থাকা সিরিজটি ভালোই লাগবে।
Leverage
IMDB rating : 7.8
Crime/Mystery/Thriller/Comedy + 1hour
Nathan Ford একজন প্রাক্তন সৎ ইন্সুরেন্স ইনভেস্টিগেটর অফিসার। কিন্তু সমাজের বড়লোকদের অতিমুনাফালোভী মনোভাবের কারণে সে আলাদা হয়ে যায়। তাই Sophie(grifter), Eliot(hitter), Hardison(hacker) and Parker(thief) এই ৪জনকে নিয়ে Nathan(planner) সমাজের বড়লোকদের দ্বারা নির্যাতিত এবং আইনের সাহায্য থেকে বঞ্চিত মানুষদের সাহায্য করার জন্য একটা টিম গঠন করে এবং মানুষের উপকার করে যেতে থাকে। হালকা কমেডির মিশ্রণে নির্মিত সিরিজটি আপনাদের ভালই লাগবে।
The A-Team
IMDB rating : 7.5
Action/Adventure/Crime + 1hour
লিস্টের সবচেয়ে পুরনো সেই 1983 সালের এই সিরিজটির কথা আমাদের সবার মনে আছে বলেই ধারণা। Hannibal, ‘Faceman’ Pec, Murdock and B.A. ৪জন x army officer। আপনি কি সমস্যায় পড়েছেন ? কেউ আর আপনাকে সাহায্য করতে পারবে না ? তাহলে যোগাযোগ করুন A-Team এর সাথে। যেখানে সাহায্য করার মতো আর কেউ নেই সেখানে A-Team এর সদস্যরাই আপনাকে সেই বিপদ থেকে উদ্দার করতে। ‘নষ্টালজিক’ এই একটি কথাই বলবো এই সিরিজটি নিয়ে। সেই শৈশবের কথাই মনে করিয়ে দেয় এটি।
Smallville
IMDB rating : 7.6
Adventure/Drama/Sci-Fi + 1hour
Superman কে চিনেন তো সবাই! না এটি superman নিয়ে নয়। এই সিরিজটি হলো টিনএজ অবস্হায় Clark Kent এর জীবনের ঘটনাগুলো নিয়ে। Clark Kent হলো Smallville নামের এক ছোট শহরের ছেলে। পালক বাবা-মার সাথে থাকলেও সে এই পৃথিবীর কেউ নয়। দূর কোন গ্রহ থেকেই তার আগমন। স্হানীয় একটি college এ সে পড়ে। কিন্তু Clark এর অসাধারণ কিছু ক্ষমতা এবং মানুষকে সাহায্য করার অদম্য ইচ্ছা। এক মহামানব হবার সব গুণ আছে তার মাঝে। কিন্তু এসব কারণে তার স্বাভাবিক জীবন মাঝে মাঝেই বাধার মুখে দাড়ায়। মাঝে মাঝে Clark এর মনে ভাবনা আসে কেন সে অন্য সবার মতো সাধারণ হয়ে জন্ম নিলো না ??
24
IMDB rating : 8.7
Action/Crime/Thriller + 1hour
শত্রুরা আমেরিকায় হামলা চালানোর জন্য এবার খুব কঠিন প্ল্যান করে রেখেছে। বড় ধরণের আঘাত এসে হানা আমেরিকান মানুষদের উপর। হাতে মাত্র ২৪ঘন্টা সময় আছে। এই ২৪ঘন্টার মাঝেই আমেরিকার উপর ভয়াবহ হামলা আসবে। কিন্তু কে করবে? কিভাবে করবে? এই ব্যাপারে কোন তথ্যই CIA, FBI, NSA এর কাছে নেই। শেষ ভরসা এখন CTU agent Jack Bauer। যেভাবেই হোক এই ২৪ঘন্টার মাঝে Jack Bauer শত্রুদের ধ্বংস করবেই। চরম টানটান উত্তেজনায় ভরপুর এই সিরিজটি অনেক জনপ্রিয়।
Lost
IMDB rating : 8.5
Adventure/Drama/Mystery/Thriller + 1hour
টিভি ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় টিভি শো হিসেবে এটিকে সবাই একবাক্যেই মেনে নেয়। একটি প্ল্যান ক্র্যাশ করার পর এর বেঁচে যাওয়া যাত্রীরা একটি সূদুর নির্জন দ্বীপে আটকে পরে। যেখানে আর কেউ নেই। প্রতিকূল সেই পরিবেশে তারা বেঁচে থাকার সংগ্রাম করতে থাকে। এরপর এসব মানুষদের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার সংগ্রাম, একে ওপরের সাথে অন্তদন্দ্ব নিয়ে সিরিয়ালটির এগিয়ে যাওয়া। অনেকের অতীত আবার ফিরে আসে। সবই মেনে নেয়া যায়....কিন্তু!! এককথায় অসাধারণ।
Prison Break
IMDB rating : 8.7
Action/Crime/Drama/Thriller + 1hour
নাম শুনেই হয়তো বুঝে ফেলেছেন এর কাহিনী জেল পালানো নিয়ে। নির্দোষ বড় ভাই Lincoln কে অন্যায়ভাবে শাস্তি হিসেবে মৃত্যুদন্ড দেয়া হবে। তাকে বাচাতে ছোট ভাই Michaelও সেই জেলে আসামী হিসেবে হাজির হয়। পরিকল্পনা একটিই। যা আগে কেউ কখনো করে নি সেই অসম্ভবকে সম্ভব করে জেল থেকে ভাইকে নিয়ে পালিয়ে যাবে। সেই জেলের আরো নানা আসামীও জুড়ে যায় তাদের সাথে। কিন্তু পরে তারা বুঝতে পারে আরো অনেক বড় ঘটনার সাথে তারা জড়িয়ে পড়েছে। টানটান উত্তেজনার এই সিরিজটি এক নি:শ্বাসে দেখে শেষ করে ফেলতে ইচ্ছে হয়।
Dexter
IMDB rating : 9.2
Crime/Drama/Mystery/Thriller + 1hour
আরেকটি অসাধারণ সিরিয়াল। এর কাহিনী একজন সিরিয়াল কিলার Dexter Morgan কে নিয়ে.....যে আবার মায়ামী পুলিশ বিভাগের ফরেসনিক কর্মকর্তা। কিন্তু সে কোন সাধারণ মানুষকে খুন করে না। কেবলমাত্র আইনের ফাঁক গলে বেঁচে ঘৃণ্যতম অপরাধীদেরকেই সে খুন করে। যাদের এই সমাজে বেঁচে থাকার কোন মানেই নেই। খুব ভাল একটি সিরিয়াল।
Supernatural
IMDB rating : 8.7
Fantasy/Horror/Mystery/Thriller + 1hour
Dean and Sam দুইভাই। তাদের প্রফেশন হলো তার Hunter। কোন সাধারণ কিছুর Hunter বলে আবার ভেবে বসবেন না। এরা হলো Ghost/Demon/Spirit/Vampire Hunter। আমেরিকার যেখানেই এসব supernatural ঘটনার সন্ধান পাওয়া যায় দুভাই তাদের গাড়ি নিয়ে ছুটে যায় সেখানে। যেভাবেই হোক এগুলোকে ধ্বংস করে মানুষের জীবন বাচাতে হবে। কাজের দরকারে এরা কখনো FBI, কখনো Health Inspector আবার কখনো journalist হয়ে দেখা দেয়। হরর ভক্তদের এটি ভালো লাগবে।
The X-Files
IMDB rating : 8.9
Drama/Mystery/Sci-Fi/Thriller + 1hour
এই সিরিজটি নিয়ে আমি আর কি বলবো ? এর একটি পর্ব হলেও দেখেনি এমন মানুষ মনে হয় খুব কমই খুঁজে পাওয়া যাবে আমাদের মাঝে। Fox Mulder and Dana Scully দুজন FBI officer। FBI এর যতো paranormal case নিয়েই এদের কারবার। Mulder হলো এই দুজনের মাঝে বিশ্বাসীজন। অর্থাৎ সে শেষ ব্যাখ্যা হিসেবে paranormal ঘটনাকেই মেনে নেয়। কিন্তু Scully হলো অবিশ্বাসী ও যুক্তিবাদী। প্রমাণ না থাকায় সে এসব বিশ্বাস করতে চায়না এবং যুক্তি দিয়েই সে সব case এর পরিণতি ঘটায়। এটিকে Tv-seriesটিকে Icon বলে মেনে নেয়া হয়। এর অনেক পর্ব থেকে আইডিয়া নিয়ে পরবর্তীতে অনেক movie and tv-series নির্মিত হয়েছিলো।
সবশেষে একটা কথা বলি। অনেক movies and tv-series এর দর্শক হলেও আমি রিভিউটা তেমন গুছিয়ে লেখতে পারি না। এখানে ২০টির সবগুলোই আমার দেখা আবার কোনটি এখনো দেখছি। ভুল কিছু হলে মনে কিছু নিবেন না। কোনটিই আমার ইচ্ছাকৃত ভুল নয়।
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:২৮
নাফিজ মুনতাসির বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৩৩
নতুন বলেছেন: এক্স ফাইল'স ... আমার দেখা সেরা টিভি সিরিজ.... ১০০++
আমি কিছুদিন আগে একটা দেখছি.... দ্যা গেম অফ থ`ন ..
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৩৬
নাফিজ মুনতাসির বলেছেন: এক্স ফাইল প্রায় সবারই ফেভারিট।
ধন্যবাদ।
৩| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৩৬
প্লাগ এন প্লে বলেছেন: Prison Break one of the best
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৩৭
নাফিজ মুনতাসির বলেছেন: অবশ্যই।
৪| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:০২
chai বলেছেন: আমি খুব কম সিরিজ দেখছি । আমার কাছে মনে হয় Prison Break শুধু Tv-Series না Much more than that . The Big Bang Theory খুব ভাল লাগছে । Dexter এর ৪ Season pc তে আছে কিন্তু দেখার সময় পাচ্ছি না । ++++
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৭
নাফিজ মুনতাসির বলেছেন: বাকিগুলোও দেখতে পারেন। সিরিজগুলো ভালো।
৫| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:১১
টিনটিন` বলেছেন: ভ্যাম্পায়ার ডায়েরী সম্পর্কে কোন ধারনা দিতে পারেন?
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:১৯
নাফিজ মুনতাসির বলেছেন: আমি এখনো দেখিনি কিন্তু কাহিনী যতটুকু জানি Twilight এর সাথে মিল আছে। কিন্তু twilight থেকে হাজার গুণ বেটার। আমার পরিচিত যারা দেখেছে সবাই প্রশংসাই করেছে।
৬| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:২২
টিনটিন` বলেছেন: ট্রু ব্লাড টা দেখে খুব একটা মজা পাইনি। তাই ভ্যাম্পায়ার ডায়েরী সম্পর্কে একটু খুত খুতানি ছিল।
আমার মনে হয় বাংলাদেশে সবচেয়ে ডেক্সটার টাই জনপ্রিয়।
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩১
নাফিজ মুনতাসির বলেছেন: আবারও বলছি ভ্যাম্পায়ার ডায়েরী মনে হয় দেখতে পারেন। আমার পরিচিত সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে।
৭| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৩
chai বলেছেন: আমি ভ্যাম্পায়ার ডায়েরী দেখি । Season 1,2 ভাল ছিল । কিন্তু Season 3 তেমন ভাল হচ্ছে না ।
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৩
নাফিজ মুনতাসির বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
৮| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৪
বেসিক আলী বলেছেন: A-team সিরিজটা আবার যদি দেখতে পারতাম । এক্সফাইলস্ আমার কাছে অনেক কঠিন মনেহত ।
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৫
নাফিজ মুনতাসির বলেছেন: আমার কাছে সব আছে
।
এক্স ফাইলস নিয়ে কোন রিভিউ লেখা কেমন যেনো হাস্যকর মনে হয়।
৯| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৮
রিফাত হোসেন বলেছেন: দাদার কি সবই ইংরেজী ভাল লাগে ? বাংলা হিন্দী, পশ্চিম বাংলা, জার্মান, ফ্রেঞ্চ লিস্ট এ নাই কেন ?
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫১
নাফিজ মুনতাসির বলেছেন: অনেকদিন পর আপনার কমেন্ট পেলাম।
দাদা ইংলিশগুলো দেখেই কুলাতে পারছি না সেখানে বাংলা , হিন্দী
, পশ্চিম বাংলা
, জার্মান, ফ্রেঞ্চ দেখা সম্ভব না।
১০| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:৪২
আশফাক উদ্দোজা বলেছেন: আপনি মনে হয় সিরিয়াল দেখেন প্রচুর। The Vampire Diaries কি দেখেছেন? সাম্প্রতিক সিরিয়াল গুলোর মধ্যে এটি আমার সবচেয়ে ভাল লাগে।
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫২
নাফিজ মুনতাসির বলেছেন: আসলে অনেক প্রশংসা শুনেছি কিন্তু এখনো দেখা হয়ে উঠেনি।
১১| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:৪৮
আশফাক উদ্দোজা বলেছেন: একজন বলেছেন vampire diaries এর সিজন ৩ ভালো লাগেনি। আমার কাছে তো এখন আরো জমজমাট মনে হচ্ছে। season 3 episode 8 পর্যন্ত দেখেছি আমি।
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫২
নাফিজ মুনতাসির বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
১২| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:৪৮
ইঞ্জিঃ সাইফুল বলেছেন: The X-Files one of the best
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫৩
নাফিজ মুনতাসির বলেছেন: without any doubt......
১৩| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৩৯
মেকগাইভার বলেছেন: লস্ট এর সব ডায়লোগ মোটামোটি মুখস্ত আছে। এটার উপর জিনিশ নাই।
বাট আমার নাম টা লি্টে নাই কেন? নিউ জেনারেশনরা অবশ্য ম্যকগাইভারের তেমন গুরত্ব দেয় না। কিন্তু বিটিভির আমলের জেনারশনদের কাছে এটা লেজেন্ড।
১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৪
নাফিজ মুনতাসির বলেছেন: আসলে এই সিরিয়ালটির ব্যাপারে ঝাপসা কাছু মনে পড়ে। তাই দিতে পারিনি।
১৪| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৪৬
সীমানা পেরিয়ে বলেছেন: বেশীরভাগই দেখা শেষ বা দেখতেছি..... +++
১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৫
নাফিজ মুনতাসির বলেছেন: আমার দলের লোক।
১৫| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৫২
অবচেতন মন বলেছেন: walking dead কি দেখেছেন
পুরোনো home improvement দেখছি এখন।
আমার সবচেয়ে প্রিয় ফ্রেন্ডস
পোস্ট এ (+)
১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৬
নাফিজ মুনতাসির বলেছেন: walking dead এখনো দেখা হয়নি। home improvement কিনে রেখেছি। শুভ দিন দেখে শুরু করে দিব।
১৬| ১৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:১০
সাগর রহমান বলেছেন: প্রিয়তে,
এখন দেখছি লেভারেজ...
সুন্দর পোষ্ট।।
১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৭
নাফিজ মুনতাসির বলেছেন: লেভারেজ আমার কাছে বেশ ভালই লেগেছে।
১৭| ১৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:২৪
tshahrear বলেছেন: মিয়া ,'ম্যাকগাইভার' আর 'নাইট রাইডার' এর কথা নাই কেন ??? আমার দেখা একমাত্র দুটো টিভি সিরিজ ......................
১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৭
নাফিজ মুনতাসির বলেছেন: ভাই এগুলোর কাহিনী হালকা মনে পড়ে।
১৮| ১৮ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:০৫
এসএস বলেছেন: Prison Break এর ১ম সিজন আমার দেখা যে কোনো মুভি বা সিরিয়াল এর মধ্যে সেরা।
Chuck ও বেশ ভালো লেগেছে।
এক্স ফাইলস এর কথা বলতে চাচ্ছিনা।
friends এবং dextar দেখতে হবে।
১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৯
নাফিজ মুনতাসির বলেছেন: বলেন কি??? Friends and Dexter এখনো দেখেননি?? তাড়াতাড়ি দেখে ফেলুন।
১৯| ১৮ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:০৬
বাদ দেন বলেছেন: 16TA dekhsi, baki 4ta dekhte hbe
১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৯
নাফিজ মুনতাসির বলেছেন: আমার দলের লোক।
২০| ১৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৩৮
তন্ময় ফেরদৌস বলেছেন: কমেডি সিটকম প্রায় সবগুলাই দেখেছি।
রিভিউ খুব দারুন হয়েছে।
ফ্রেন্ডস ক্লাসিক। এটার সাথে আর কোন কমেডির তুলনা হয় না।
বৃটিশ সিরিয়াল দেখেন ? তাহলে ১৯৭৮ এর মাইন্ড ইওর ল্যাঙ্গোয়েজ দেখতে পারেন। অনেক জোস।
পোস্টে প্লাস।
১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২০
নাফিজ মুনতাসির বলেছেন: মাইন্ড ইন ল্যাঙ্গোয়েজ এখনো দেখেনি। দেখতে হবে। ধন্যবাদ।
২১| ১৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৫৩
একাকি জীবন বলেছেন: এই টিভি সিরিয়ালগুলো ডিভিডি তে পাওয়া যায় ??? কেউ বলতে পারেন কি?
১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২১
নাফিজ মুনতাসির বলেছেন: সবগুলোই ডিভিডিতে কিনতে পাওয়া যায়। রাইফেলস স্কয়ার ও বসুন্ধরা সিটিতে সব পাবেন।
২২| ১৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৫৬
ভালো কথা বলেছেন: প্রিয়তে..... এরকম কিছুই খুজতে ছিলাম। ধন্যবাদ..
১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২১
নাফিজ মুনতাসির বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
২৩| ১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩৪
ডেজা-ভু বলেছেন: ব্যাপক!!
১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩৬
নাফিজ মুনতাসির বলেছেন:
২৪| ১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪৩
নীরব দর্শক বলেছেন: অনেকগুলো কমন পড়ছে।
১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৬
নাফিজ মুনতাসির বলেছেন: স্বাভাবিক। প্রায় বেশীরভাগই বাংলাদেশে জনপ্রিয় ও সহজলভ্য।
২৫| ১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:২০
রায়হান কবীর বলেছেন: home improvement কেমন? এটা নামাচ্ছি এখন। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো কমেডি সিরিয়াল।
১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৮
নাফিজ মুনতাসির বলেছেন: home improvement কয়েকটি পর্ব দেখেছি। বেশ ভাল। মজা পাবেন।
২৬| ১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:২০
দোয়েল_পাখি বলেছেন: game of thrones
terra nova
১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৮
নাফিজ মুনতাসির বলেছেন: একটাও দেখা হয়নি।
২৭| ১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৩৭
পিকরিক এসিড বলেছেন: ভাই, ডেক্সটার তো ভাল লাগে নাই। সিক মনে হইছে। স্পার্টাকাস আর রোম ও ভাল লাগছে। প্রিজন ব্রেক টাই বেস্ট লাগছে। ইদানিং গেম অফ থ্রোনস আর হাউ আই মেট ইউর মাদার দেখতেছি। গেম অফ থ্রনস টা অনেক মজা। মিডিয়াফায়ার লিঙ্ক দিলাম। দেইখা লন।
00
http://www.mediafire.com/?8g7a15tta8yr2nx
01
http://www.mediafire.com/?b5hvtxfrh5jt8kq
02
http://www.mediafire.com/?9g1747wp8ye43t2
03
http://www.mediafire.com/?94ntx8sjll590i6
04
http://www.mediafire.com/?e68c5imj8a08xb4
05
http://www.mediafire.com/?fopuw2ngoxhkscb
06
http://www.mediafire.com/?z3pgf9rbhoqdrj1
07
http://www.mediafire.com/?5add15dp9nrp9z2
08
http://www.mediafire.com/?stmol6ur3fn6m3s
http://www.mediafire.com/?a8abgw4qhep22i5
09
http://www.mediafire.com/?fntb0o6ilxb0biz
10
http://www.mediafire.com/?uqvvbw1giw63usw
Mediafire Password = MediafireRocks.Com
১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৯
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
২৮| ১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৩৯
পিকরিক এসিড বলেছেন: টেরানোভা এ যাবত কালের সবচেয়ে ব্যয় বহুল সিরিয়াল। ভালই লাগছে।
১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪০
নাফিজ মুনতাসির বলেছেন: হুমমম। খোজখবর লাগালাম। অবশ্যই দেখবো।
২৯| ১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৫০
একটি শিশিরবিন্দু বলেছেন: আপনি Bones দেখেন নাই? এক্স ফাইলসের পরে এই একটা সিরিজ দারুন লাগছে। ক্যাসল ভাল্লাগলে এইটাও ভাল্লাগবে।
১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪২
নাফিজ মুনতাসির বলেছেন: প্রশংসা শুনলেও Bones এখনও দেখা হয়ে উঠেনি। তবে অবশ্যই দেখবো।
৩০| ১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩১
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: "two and half men" সবচেয়ে জোস লাগে.... মাথ নষ্ট টাইপ....
১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৩
নাফিজ মুনতাসির বলেছেন: সহমত
৩১| ১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৭
chai বলেছেন: ভাই Tv-Series গুলো কোন সাইট থেকে ডাউনলোড করেন ? কেও কোন সাইটের নাম দিতে পারবেন ? আমি আগে minishares.org থেকে ডাউনলোড করতাম কিন্তু এখন problem হচ্ছে।
১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৮
নাফিজ মুনতাসির বলেছেন: এগুলোর বেশিরভাগই আমার কিনে নেওয়া।
ভাইরে minishares.org এর server down হবার পর আমিও কানা হয়ে গেছি। এটির মতো এত ভাল কোয়ালিটির কম সাইজে রিপ করা টিভি সিরিজ আর কোথাও পাচ্ছি না। তবে http://mediafirefreaks.blogspot.com/ ট্রাই করে দেখতে পারেন। minishares.org এর মতো না হলেও ভাল বলা যায়।
৩২| ১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:১১
সাকিব বাপি বলেছেন: ++++
১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৮
নাফিজ মুনতাসির বলেছেন:
৩৩| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৬
chai বলেছেন: অনেক ধন্যবাদ নতুন সাইটের নাম দেবার জন্য।
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৯
নাফিজ মুনতাসির বলেছেন:
৩৪| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:০৫
পিকরিক এসিড বলেছেন: এই সাইট টা দেখেন
স্মল সাইজ, বেস্ট কোয়ালিটি।
১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩৮
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। কাজে লাগবে।
৩৫| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৩
পিকরিক এসিড বলেছেন: শার্লক হোমস এর আধুনিক রূপ নিয়ে করা সিরিয়াল শার্লক টাও অসাধারন।
আইএমডিবি রেটিং এ ১ নাম্বার এ থাকা প্লানেট আর্থ তো বেস্ট অফ অল বেস্টস।
১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৪০
নাফিজ মুনতাসির বলেছেন: শার্লক হোমস দেখেছি। অনেক Enjoyable ।
Planet Earth নামিয়ে রেখেছি। দিনক্ষণ দেখে শুরু করে দিবো।
ধন্যবাদ।
৩৬| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৫০
আমি অতি সাধারণ বলেছেন: আহারে ! টাইটেলটা দেইখা মায়া হইল এজন্য ভিতরে ঢুকলাম ! পোস্ট দিছেন ভাল করছেন লিঙ্ক দেন নাই কেন? নিজে মিষ্টি খাইবেন আর সবাইরে বলবেন, “আহ কি মজা ! কাউরে দিমুনা !” এমন করা ত ভাল না !
কাজের কথা শোনেন , rules of engagement আর friends এই দুইটা সিরিয়ালের কোন download link (mediafire হলে ভাল হয়) থাকলে দেন । সবগুলা এপিসোডের !! এ জাতি আপনার এ অবদান golden অক্ষরে লিখে রাখবে !! ধন্যবাদ !
১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৫৯
নাফিজ মুনতাসির বলেছেন: মায়া :!> :!> শরম দিয়েন না।
প্রায় সবগুলো আমি কিনে রেখেছি। আমার রুমের ড্রয়ারে ডিভিডি আছে।
সবগুলো ডাউনলোড করতে চাইলে.....
এখানে ক্লিক করে একটু খুজেন।
শুধু rules of engagement and friends ডাউনলোড করতে চাইলে...
http://mediafirefreaks.blogspot.com/
http://www.mediatvzones.blogspot.com/
এই দুটাতে একটু খুজেন। পেয়ে যাবেন।
৩৭| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:০০
itzprohor বলেছেন: ভাই আপনার পোস্ট দেইখা আমার ও Tv-Series দেখতে মন চাইতাছে!
কোনটা সবচেয়ে ভালো হবে?
তাইলে ওটা আগে ডাউনলোড করব...।
১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:২০
নাফিজ মুনতাসির বলেছেন: আপনি এক কাজ করেন.....Friends and the big bang theory দিয়ে শুরু করেন। এই দুটো দেখার সময় prison break, dexter, 24, two and a half men ডাউনলোডে দিয়ে রাখবেন। তাহলে আপনিই বুঝে যাবেন আপনার পছন্দের সাথে যায় কোনটি.....
৩৮| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৮
itzprohor বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ...ও আর বলতে ত মনেই নাই http://mediafirefreaks.blogspot.com/ or
http://mediatvzones.blogspot.com
প্রিন্ট কোনটার ভালো?
না দুইটাই এক?
১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:১৭
নাফিজ মুনতাসির বলেছেন: আসলে আমি সবসময় minishares.org এইখান থেকে সবসময় ডাউনলোড দিয়েছি। কিন্তু এখন এটা বন্ধ।
এখন দিচ্ছি http://mediafirefreaks.blogspot.com/ এটা থেকে। কিন্তু কোয়ালিটি তেমন সুবিধার না।
পিকরিক এসিড http://mediatvzones.blogspot.com এই সাইটটির লিংক দিয়েছেন। এটার প্রিন্ট কোয়ালিটি বেশ ভালো ও সাইজও ছোট। এটাতে চেষ্টা করে দেখতে পারেন।
সাধারণত mkv format hdrip হয়ে থাকে। তাই mkv পেলে সাথে সাথে ডাউনলোডে দিয়ে দিবেন।
.rmv formatগুলো দিয়েন না। আমি একটারও কোয়ালিটি ভালো পাইনি।
৩৯| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:২৭
itzprohor বলেছেন:
১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:৩১
নাফিজ মুনতাসির বলেছেন:
৪০| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ৩:২২
দুখুমিয়া বলেছেন: vaia,onek dhonnobad.amr fav almost sob serial e ekhane ase.two and a half man&friends to beshi jose.tobe macgyver,knight rider,burn notice r baywatch thakle aro valo lagto..tobe vai,1ta ktha,cartoon bolen r jai bolen,the simpsons na dekhle kintu jibon oshompurno,beshi jose:p
১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:১৩
নাফিজ মুনতাসির বলেছেন: ভাইয়া ম্যাকগাইভার, নাইট রাইডার অনেক আগের দেখা। তাই বেশী কিছু মনে নেই।
Simpsons দেখার ইচ্ছা আছে। ধন্যবাদ।
৪১| ১৯ শে নভেম্বর, ২০১১ ভোর ৪:৫৮
শিবলী১২৩ বলেছেন: দা ওয়াকিং ডেড.।.।না খাইসেন তো মিছ করছেন
১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:১৪
নাফিজ মুনতাসির বলেছেন: বলেন কি ??? দেখতে হবে তো তাহলে.....অনেক ধন্যবাদ।
৪২| ১৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৪
chai বলেছেন: ভাই আমি http://mediatvzones.blogspot.com এই সাইট open করতে পারছিনা । আপনারা কি পারছেন ?
১৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৩
নাফিজ মুনতাসির বলেছেন: আমার তো ওপেন হচ্ছে !!! সমস্যাটা বুঝতে পারছি না। চেষ্টা করতে থাকুন।
৪৩| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৩১
ফেলুদার চারমিনার বলেছেন: ব্যাপক পোস্ট।টিভি সিরিজ খুব বেশি কিছু দেখি না, কিন্তু এইখানে বেশ কয়েকটাই কমন পড়ছে
++++++++
১৯ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৩৬
নাফিজ মুনতাসির বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি আবার টিভি সিরিজের বেশ বড় একজন ভক্ত।
৪৪| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫১
কবি রাজ বলেছেন: চমৎকার পোস্ট।সংগ্রহে রাখার মত।প্রিজন ব্রেকটা বেশ ভাল লেগেছে,যদিও শেষের দিকে একটু বেশীই গেজিয়ে ফেলছে।এক্স ফাইলস ওটার ক্যাটাগরিতে সর্বকালের সেরা সন্দেহাতীতভাবে।
ওই মিয়া,আপনি করছেন কি?সর্বকালের সর্বশ্রেষ্ঠ টিভি সিরিয়াল আলিফ লায়লা কই?
১৯ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫৯
নাফিজ মুনতাসির বলেছেন: প্রিজন ব্রেকটা অনেক ফেভারিট তো তাই শেষের দিকে নেগেটিভ কিছু চোখে পড়লেও এড়িয়ে চলেছি।
এক্স ফাইলস নিয়ে কিছু বলার নাই।
একটা সত্যি কথা বলি আলিফ লায়লা সেই সময় এক পর্ব মিস হলে চোখে পানি এসে পড়তো। :!> :!>
ধন্যবাদ।
৪৫| ২২ শে নভেম্বর, ২০১১ ভোর ৪:৫১
এসএস বলেছেন: friends আসলেই কেমন। দুই ধরনের কথা শুনা যায়। কেউ বলে অসাধারন আবার কেউ বলে স্লো।কেউ যদি একটু বুঝিয়ে বলতেন দয়া করে। আসলে শিওর না হয়ে দেখতে ইচ্ছে করতেছেনা।
২২ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:২৫
নাফিজ মুনতাসির বলেছেন: friends স্লো কে বলেছে??? এত বড় সাবাস!!!!!
আপনি এখানের friends কে নিয়ে সব কমেন্টগুলো পড়ে দেখেন। সবাই খুব বলেই রায় দিয়েছে। friends কে যারা স্লো বলে তারা আসলে কমেডি কি মনে হয় বুঝেই না। আপনি এত কিছু শুনার দরকার নেই। ১টা সিজন দেখলেই বুঝতে পারবেন।
৪৬| ২৬ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৪৩
রূম্মান বলেছেন: ভাই টিম নাইট রাইডার আর স্পেলবাইন্ডার এর লিঙ্ক কি পাওয়া যাবে। আমার খুব ফেবারিট ছিল।
আর বাংলাদেশ এর সুপ্রিমকোর্ট এর ওয়েবসাইট হ্যাকিং এর অভিযোগে RAB এর হাতে গ্রেফতার হওয়া বাক্তিরা দেশবাসির কাছে চরম মিথ্যাচার করছেন। আসুন আমরা এর প্রকৃত ঘটনা জানি ও প্রতিবাদ করি।
সবাই একটু দেখে আস্তে পারেন। Click This Link
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১৮
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক সরি ভাই। আপনার কমেন্ট খেয়ালই করিনি। নাইট রাইডার আর স্পেলবাইন্ডার এর লিংক আমার কাছে নেই। সরি ভাই।
৪৭| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ২:৩৯
মজার মানুষ বলেছেন: পোস্টে প্লাস। ম্যাকগাইভার থাকা উচিৎ ছিল।
এমন কিছু সিরিয়ালের নাম দিতে পারেন যার কাহিনীতে কন্টিনিউয়েশন আছে Prison Break বা 24 এর মত। যে গুলোর কাহিনী এক পর্বে শেষ হয় না।
ধন্যবাদ।
২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:২২
নাফিজ মুনতাসির বলেছেন: ধরে নিলাম কমেডির কথা বলেন নি.....আপনি Lost and Dexter দেখতে পারেন।
৪৮| ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:২৫
মজার মানুষ বলেছেন: আমার জানা মতে Dexter এক পর্বের প্রতিটা পর্ব আলাদা ঘটনা নিয়ে একটার সাথে আরেকটার কোন সম্পর্ক নেই। কিন্তু আমি এমন চাচ্ছি না।
ধন্যবাদ।
২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৮
নাফিজ মুনতাসির বলেছেন: Dexter টা ঠিক এরকম না। আপনি কয়েকটি পর্ব দেখলেই বুঝতে পারবেন।
৪৯| ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:৩৯
অন্ধ দাঁড়কাক বলেছেন: Entourage, Heroes রাখতে পারতেন
২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:০০
নাফিজ মুনতাসির বলেছেন: Entourage যে দেখা হয়নি এখনো। Heroes এর ২টা সিজন পর আর ভালো লাগেনি আমার কাছে।
৫০| ২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:১৫
সািময়া রুপন্তি বলেছেন: Dexter ভালো লাগলে Criminal Minds টা অবশ্যই দেখবেন। X-files হলো best। ম্যাকগাইভার এর কথা আমার একেবারেই মনে নেই, খালি মনে আছে আমার বড় ভাই পাগলের মত দেখত। Bones টা দেখতেও ভুলবেন না কিন্তু!!
২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৬
নাফিজ মুনতাসির বলেছেন: অনেকে ম্যাকগাইভার কেন নেই সেটি জিজ্ঞাসা করলো আমাকে। সত্যি কথা আমার একেবারেই মনে নেই এর সম্পর্কে। শুধু এর থিম মিউজিক এর কথা মনে আছে।
৫১| ১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
ইল্যুশনিস্ট বলেছেন: ওয়াও..........আগের চারটার কথাতো বললামই..........X files এর কথাতো বলা লাগে না..........সেই সাথে Two and A Half Men আর Friends টাও just awesome..........
১৪ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫০
নাফিজ মুনতাসির বলেছেন: কমেডি আরো কিছু আছে অসাধারণ.......ওগুলোও দেখে ফেলুন। ভালো লাগবে।
৫২| ১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৩৫
অনিমেষ হৃদয় বলেছেন: এক্স-ফাইলস আমার চোখে বেস্ট
১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৪০
নাফিজ মুনতাসির বলেছেন: মেরা ভি....
৫৩| ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০২
প্যারানয়েড টীন বলেছেন: ডেক্সটার দারুণ একটা সিরিজ!
০৯ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
নাফিজ মুনতাসির বলেছেন: ডেক্সটার রকজ............
৫৪| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৫
মোতাব্বির কাগু বলেছেন: ভাই আমাকে কি কেউ উপরের DEXTAR সিরিজ টি ডিভিডিতে কপি করে পাঠাতে পারবেন?? আমি সব খরক দিব...
১৩ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৩২
নাফিজ মুনতাসির বলেছেন:
তারচেয়ে ভালো হয় আপনি বসুন্ধরা বা রাইফেলস স্কয়ার থেকে পুরো ডিভিডি সেট কিনে নেন............অনেক ভালো কোয়ালিটি এবং প্রায় একই খরচ পড়বে..........
৫৫| ১৩ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৫৬
লিন্কিন পার্ক বলেছেন: !! প+প !!! .....
খারাও সব দেইক্ষা লই , এর পর কমেন্টস করতাছি
১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:০৮
নাফিজ মুনতাসির বলেছেন:
২/৩ বছর লাগবে তাইলে.....অপেক্ষা করতাছি
৫৬| ০৯ ই মে, ২০১২ রাত ৮:০৭
আমি অতি সাধারণ বলেছেন: Rules of Engagement টা এত মজার !! আমি প্রতিবার দেখি আর হাসি... এমন কমেডি আমার মনে হয় খুব কমই আছে।
কিছুদিন ধরে mediatvzone নামের ওয়েব সাইটটা বন্ধ আছে তাই এখন আর বাকি এপিসোডগুলা download করতে পারতেছিনা, youtube এ ও rules of engagement এর পুরা সিরিজটা নাই , অনেক খুজছি , আফসোস !! আমেরিকার সরকার pipa & SOPA আইনের মাধ্যমে mediatvzone সহ হাজার হাজার ওয়েব বন্ধ করে দিছে! এখন আমাদের হইছে জ্বালা, rules of engagement season 4 & 5 (all episodes) download করছিলাম , কিন্তু সাইট বন্ধ হবার কারনে season 1, 2, 3,6 এর এপিসোডগুলা download দিতে পারতেছিনা। কি যে করি? কিছু একটা উপায় বাইর করেন!!
দাম নিশ্চয়ই অনেক হবে, তাই রাইফেলস স্কয়ার এ গিয়ে কিনতে ও চাই না , আচ্ছা, দাম কত করে পড়বে একটু বিস্তারিত বলেন দেখি!
আর rules of engagement download করার জন্য নতুন কোন ওয়েবসাইট পাইলে আমারে অবশ্যই জানাবেন!
পরিশেষে, আম্রিকার সরকাররে গদাম দিয়ে লেখা শেষ করছি!
০৯ ই মে, ২০১২ রাত ৯:২৪
নাফিজ মুনতাসির বলেছেন: আমার কাছে Rules of Engagement এর সবগুলা আছে
প্রতি সিজন এর দাম মনে হয় ৬০-৮০টাকার মাঝে পড়বে.........প্রিন্ট ভালোই হবে..........চেক করে নিয়েন কিনার সময়............
এই আম্রিকার ক্যাচালের পড়ে অনেক দারুণ সব টিভি সিরিজ এবং মুভি নামানোর সাইট বন্ধ হয়ে যাচ্ছে..........মেজাজ খ্রাপ.........আমিও গদাম দিলাম...........
৫৭| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১২
আমার শরৎ বলেছেন: আমি ফ্রেন্ডস এর ১০টা সিজন কিনে ঠকছি প্রিন্ট ভাল না আবার কয়েকটার সিকুএন্স ও ঠিক নাই
৫৮| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++
সবগুলি দেখা লাগব..............
৫৯| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৬
দুর্বার ফখরুল বলেছেন: অসাধারন। আমি সম্প্রতি প্রিসন ব্রেক দেখছি। এখন আমি আরো এই ধরনের সিরিয়ালের খোজ করছি। আপনার পোস্ট পড়ে খুব বেশী উপকৃত হয়েছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:২৩
কাউসার রুশো বলেছেন: পোস্ট না পড়েই + দিলাম।
এত কষ্ট করে সিরিয়ালগুলো দেখছেন সেজন্য