নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশী

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। মনে হয় না এর থেকে বেশী কিছু চাওয়ার আছে।

নাফিজ মুনতাসির

ভালোবাসি বন্ধুত্ব করতে, আড্ডা দিতে, সুপারন্যাচারাল বিষয়গুলো নিয়ে পড়তে, প্রচুর মুভি দেখতে, বই পড়তে, নিজে সবসময় হাসিখুশি থাকতে এবং মানুষকে হাসিখুশি রাখতে।

নাফিজ মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার হতভাগাদের জন্য ১০টি মুভি :( + ডাউনলোড লিংক

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২১

সামনে 'ভালোবাসা দিবস' :( আসেন সবাই একসাথে কান্নাকাটি করি :(( :((



The Classic



অসাধারণ সুন্দর একটি মুভি। দেখতে বসলে মনে হতে থাকবে যেন স্বপ্ন দেখছি!!! কিছু কিছু দৃশ্য এত সুন্দর করে দেখানো হয়েছে যে মাঝে মাঝে ঘোরে চলে যেতে হয়। একদম পিওর রোমান্টিক-ড্রামা মুভি। একজন মেয়ে ও একজন ছেলের ভালোবাসার মুভি। একদম সহজ মুভিটি শুরুতে কিছুটা কঠিন মনে হতে পারে। কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। মনোযোগ হারিয়ে ফেললে কিন্তু মুভি শেষে বুঝবেন এক জিনিস কিন্তু পরে দেখবেন দেখানো হয়েছে আরেক জিনিস। অসাধারণ লাগবে মুভিটি। মন খারাপ করে দিবেই।

stagevu link



A Millionaire's First Love



আরেকটি ভালো রোমান্টিক মুভি। খুব বড়লোকের একজন বখে যাওয়া ছেলে। মৃত বাবার দেয়া কিছু শর্তের কারণে তাকে গ্রামে এসে কয়েকদিন থাকতে হয়। সেখানেই তার সাথে একটি মেয়ের পরিচয় হয়। তারপর ছেলেটি জীবন সম্পর্কে বুঝতে পারে। জীবনে অর্থের মূল্য যে ভালোবাসার কাছে খুব কম তা সে বুঝতে থাকে। মেয়েটির খুব খারাপ সময়ে তখন সে নিজের সব অর্থকে বিসর্জন দিয়ে মেয়েটির পাশে এসে দাড়াঁয়। মন খারাপ করবে।

Mediafire link: part 1 part 2 part 3



Daisy



২/৩বার দেখে ফেলেছেন মনে হয় অনেকে !!! একেবারে কমন মুভি। যারা দেখেন নি তারা তাড়াতাড়ি দেখে ফেলুন। একজন গ্যাংস্টারের প্রেমের গল্পের মুভি। অসাধারণ কিছু দৃশ্য আছে মুভিটিতে। খুব ভালো লেগেছিলো মুভিটা। শেষে এসে মন খারাপ হবে না এমন মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে। নায়কটার অভিনয় এবং হাসির একদম ফ্যান হয়ে গেছি। এটাসহ নীচের Sad Movie and A Moment to Remember একই নায়কের।

stagevu link: part 1 part 2



Sad Movie



এই মুভিটা দেখতে মনটা একটু শক্ত করে রাখতে হবে। কারণ পোষ্টের সব মুভিগুলোই একটি কাহিনী নিয়ে নির্মিত। কিন্তু এই মুভিটিতে একইসাথে ৪টি কাহিনী দেখানো হয়েছে। ৪টি গল্পকে সুখ-দু:খ এবং ভালোবাসা-কষ্টকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই মুভিতে। খুব মন খারাপ করিয়ে দেয়। বিশেষ করে বৃষ্টির মাঝে একলা দাড়িয়ে ছোট্ট সেই শিশুটির কান্নার দৃশ্যটি দেখলে যেকোন মানুষের মন খারাপ হতে বাধ্য। অসাধারণ লেগেছিলো।

Mediafire link: part 1 part 2 part 3 part 4



A Moment to Remember



৪/৫বার দেখা হয়ে গেছে মনে হয় সবার। আরেকটি অনেক কমন মুভি। কিন্তু অসাধারণ। ভালোবাসার যেকোন মুভির মাঝে সবসময় সেরার মাঝে থাকবে এই মুভিটি। বদমেজাজী এক স্হপতির সাথে একটি মেয়ের পরিচয় হয়। তাদের বিয়েও হয়ে যায়। অনেক স্বপ্নের মাঝে তাদের পথচলা শুরু। কিন্তু কয়েকদিন পরেই এক ভয়ানক সত্য এসে হাজির হয় সবার মাঝে। ভালোবাসার কাউকে যে মানুষ শেষ পর্যন্তও ভালোবেসে যায় সেটিই খুব সুন্দর করে দেখানো হয়েছে। রোমান্টিক মুভির ট্রেডমার্ক এই মুভি। খুব মন খারাপ করে দেয়া।

Mediafire Password: doridro.com

part 1 part 2 part 3 part 4



Windstruck



কিছু বলার নাই। এইরকম অসাধারণ মানের রোমান্টিক মুভি খুব কমই হয়। কোরিয়ানরা রোমান্টিক মুভিগুলোকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। মুভির নায়িকা একজন পুলিশ অফিসার এবং নায়ক একজন বোকাসোকা শিক্ষক। ঘটনাক্রমে দুজনের সাথে পরিচয় হয়। তাদের জীবনের সাথে আরো জড়িয়ে যায় ভয়ংকর গ্যাংস্টাররা। তারপরই নানা ঘটনা। অসাধারণ কিছু দৃশ্যের সাথে অসাধারণ একটি মুভি। ব্যাপক মন খারাপ ব্যাপার স্যাপার আছে। অসাম একটা মুভি।

stagevu link



Lovers Concerto



হঠাৎ প্রথম দেখাতেই মেয়েটিকে ভালো লেগে যায় ছেলেটির। আস্তে আস্তে মেয়েটি ও তার ঘনিষ্ঠ বান্ধবীর খুব ভালো বন্ধু হয়ে যায় সে। কিন্তু কিছু ভুলের কারণে সবাই আলাদা হয়ে যায়। ছেলেটি কয়েক বছর পর আবার তাদের খুজতে আসে। কিন্তু এসময় কিছু অপ্রিয় সত্য কাছে এসে ধরা দেয়। আমার কাছে খুব ভালো লেগেছে মুভিটি। বেশ মন খারাপ করার উপাদান আছে।

stagevu link



Failan



এইটা একটা মুভি!! এরকম ইউনিক আইডিয়া কোরিয়ানদের মাঝে কিভাবে আসে অবাকই লাগে মাঝে মাঝে। পুরোদস্তর রোমান্টিক মুভি। কিন্তু বাজি ধরে বলতে পারি এরকম মুভি আগে দেখেননি। একটি খুব সাধারণ মেয়ে এবং একজন গ্যাংস্টারের ভালোবাসা নিয়ে এই মুভি। কিন্তু তাদের সেই প্রেম খুব অদ্ভূত এক সময়ের আগে-পরে। চিঠি পড়তে পড়তে সমুদ্রের তীরে দাড়িয়ে নায়কের কান্নার একটি দৃশ্য হৃদয়কে নাড়িয়ে যায়। বিশাল মন খারাপ ও হতাশায় মন ভরে দেয়ার মুভি।

stagevu link



Christmas in August



একদম পিওর রোমান্টিক/ড্রামা মুভি। নায়িকা একজন ট্রাফিক অফিসার এবং নায়ক একজন ফটোগ্রাফার। তাদের একে অপরের সাথে প্রথম পরিচয় অত:পর ভালোলাগা। কিন্তু খুব কষ্টের একটি মুখোমুখি হতে হয় সবাইকে। মুভিটা দেখে নায়কটিকে খুব আপন মনে হয়েছিলাম। মধ্যবিত্ত পরিবারের একদম সহজসরল হাসিখুশি একটি ছেলের চরিত্রে নায়কটিকে একদম খুব ভাল লেগেছে। তার এই হাসিখুশি চেহারা দেখে কেন জানি খুব খারাপ লাগে। বেশ মন খারাপ করে দেয়া মুভি। হাসিখুশি ছেলেটা আসলেই মন খারাপ করে দেয়।

Direct Download

এটার স্টাজেভু লিংকটাও রাখেন। এখন ডেড। কিন্তু ঠিক হয়ে যেতে পারে কয়েকদিন পর। এটার প্রিন্ট একটু বেশী ভালো।

stagevu link



More than Blue



অসাধারণ এবং মাস্ট সি মুভি। বস আরেকটি পিওর রোমান্টিক মুভি। ছেলে ও মেয়েটি একে অপরের খুব ভালো বন্ধু। কিন্তু ছেলেটির হাতে বেশী সময় নেই। সে ক্যান্সার রোগে আক্রান্ত। তাই সে মেয়েটির কাছে নিজের রোগের কথা ও নিজের ভালোবাসার কথা গোপন রাখে। মেয়েটিকে সে কখনো কষ্ট দিতে চায়না। তাই সে সেই মেয়েটির জন্য একসাথে মিলে খুব ভালো একজন মানুষ খুজতে থাকে। খুজেও পায়। ছেলেটি সবার সামনে খুব খুশি হবার ভান করে যায় সবসময়। কিন্তু মনে তীব্র কষ্ট বয়ে বেড়াচ্ছে। তারপর আসে মেয়েটির বিয়ের দিন। এত মন খারাপ হয়েছিলো বলার মতো না মুভিটি দেখে। অসম্ভব মন খারাপ করে দেয়া মারাত্মক একটি মুভি।

আগের সব লিংক থেকে ফাইল রিমুভড :(



প্রশ্ন আসতে পারে সবগুলো কোরিয়ান কেন ?? আমার কাছে মনে হলো একদম পিওর রোমান্টিক-ড্রামা মুভি বানানোর জায়গায় হলিওডরা কোরিয়ানদের ধারেকাছেও নেই। একেবারেই ইউনিক কাহিনীসহ হৃদয় ছুয়ে যাওয়া অসাধারণ মুভি বানায় এরা।



সাবটাইটেল লাগলে একটু সার্চ দিলেই পেয়ে যাবেন

মন্তব্য ২১৪ টি রেটিং +৬৭/-০

মন্তব্য (২১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৪

অণুজীব বলেছেন: :(

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩২

নাফিজ মুনতাসির বলেছেন: ভাই :( :(

২| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৭

মিরাজ is বলেছেন: সবগুলায় বললেন মন খারাপ করা :( ইদানিং মন খারাপ করতে ইচ্ছা করেনা কেনো যেনো।



ভালো লাগা রইলো।

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৩

নাফিজ মুনতাসির বলেছেন:
সবগুলা ব্যাপক মন খারাপ করা ভাই :(

যখন করবে তখন দেখে ফেলবেন।

ধন্যবাদ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৭

নাঈম আহমেদ আকাশ বলেছেন: এতক্ষণে একটা পোষ্ট । পিলাস ।

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৩

নাফিজ মুনতাসির বলেছেন: দেখতে পারেন। সবগুলোই বেশ ভালো মুভি।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৭

বোরহান উদদীন বলেছেন:
অনেক ভাল লাগলো!!!

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২৭

নাফিজ মুনতাসির বলেছেন: পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩০

অক্টোপাস পল বলেছেন: মুভিগুলোর জন্য ধন্যবাদ। ++

অনেকগুলোই দেখছি। কোরিয়া মুভি ভাল্লাগে :D

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৪

নাফিজ মুনতাসির বলেছেন: রোমান্টিক ড্রামায় কোরিয়ানরা বস।

ধন্যবাদ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩২

ফেলুদার চারমিনার বলেছেন: একটা মাত্র দেখছি,বলেনতো কোনটা? পোস্ট প্রিয়তে গেলো :)

অ.ট. ছ্যাঁক খাইছেন নাকি?

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৬

নাফিজ মুনতাসির বলেছেন: A Moment to Remember অথবা Daisy এই দুটার মাঝে যেকোন একটা। হয়েছে ???

অ.ট. ছ্যাঁক খাইছেন নাকি? :( :(

৭| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৫

পীরসাহেব বলেছেন: শেকেসে গেলো, আমি সাবলাইট ইউজ করি সাবটাইটেল খুঁজতে, ফ্রি।

২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৫

নাফিজ মুনতাসির বলেছেন: আমি সবগুলোর দেখার আগে সাবটাইটেল নামিয়েই দেখেছিলাম। সমস্যা হলো কোথা থেকে নামিয়েছি মনে করতে পারছি না। তাই দিতে পারলাম না। সালাইট আমিও ব্যবহার করি।

ধন্যবাদ।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৫

রং রিয়াজ বলেছেন: এতদিন খুজতেছিলাম। আইজ পাইছি। বেশির ভাগই দেখা। তবুও ধন্যবাদ।

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:২৫

নাফিজ মুনতাসির বলেছেন: দেখার বাকিগুলোও দেখে ফেলুন।

ধন্যবাদ।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৬

জোনাকি বলেছেন: ব্লগের সব কি মন খারাপ দিবস পালন করতেছে নাকি সবাই দেখি কান্নাকাটি করতেছে !
আর ভালোবাসা দিবসে খালি প্রেমিকা বা গার্ল ফ্রেন্ড থাকতে হবে এমন তো না!

বুকমার্ক করে রাখলাম আগামিকালসব গুলা হজম করা হবে
তবে একটা জিনিস, করিয়ানরা রমান্টিক মুভি অনেক ভালো বানাইতে পারে আমার এতো দিনে যা মনে হইছে ! :#>

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪০

নাফিজ মুনতাসির বলেছেন: যার যেটার অভাব সেটার জন্যই কান্নাকাটি আর কি :( :(

কোরিয়ানদের রোমান্টিক মুভির কাছে হলিওড কিছুই না।

ধন্যবাদ।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৬

নিরব সাক্ষী বলেছেন: প্রিয়তে নিয়া নিলাম সময় কইরা দেখমু ....... :)

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫১

নাফিজ মুনতাসির বলেছেন: ভালো মুভি। দেখে ফেলুন।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৭

""ফয়সল অভি "" বলেছেন: এটা মিস গেছে_না দেখলে দেখা অত্যাবশ্যক : A Moment to Remember এর পর যে চলচ্চিত্রটি দেখা ফরজ Bungee Jumping of their Own (2001)

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪১

নাফিজ মুনতাসির বলেছেন: আপনার পোষ্ট দেখে আগেই নামিয়েছিলাম। এখনো দেখা হয়নি। তাই দিতে পারি নাই।

ধন্যবাদ।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৮

"আহসান" বলেছেন: আমি প্রথম কোরিয়ান মুভি দেখেছিলাম My Sassy Girl অসম্ভব রকমের সুন্দর রোমান্টিক মুভি। তার পর থেকেই কোরিয়ান মুভি ভাল লাগে।
চমৎকার পোস্ট। অনেক....

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪২

নাফিজ মুনতাসির বলেছেন: My Sassy Girl ও ভালো মুভি। কিন্তু হ্যাপি এন্ডিং X( X(

তাই দেই নাই।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৮

গেমার বয় বলেছেন: ভাই এগুলো কি দিলেন, মন ভাল হয় এমন কিছু দেন !!! :( :( :(

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৩

নাফিজ মুনতাসির বলেছেন: এখন একটু মনটন খারাপ করেন। পরে ভালো করার কিছু দিয়ে দিবো।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৬

মেঘ বলেছে যাব যাব বলেছেন: Windstruc,A Moment to Remember, Daisy, The Classic দেখছি,অসাধারন।বাকি গুলুও নামাইতে হবে।
My Girl And I এটাও দেখতে পারেন।

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৯

নাফিজ মুনতাসির বলেছেন: এগুলো তো মারাত্মক মুভি। বাকিগুলোও বেশ ভালো। দেখে ফেলবেন।

My Girl And I মুভিটার জন্য ধন্যবাদ। দেখতে হবে।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৯

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ১০ ভাললাগা


লিস্টে নিলাম :)

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫১

নাফিজ মুনতাসির বলেছেন: সময় করে দেখে ফেলুন। খারাপ লাগবে না।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫১

রবিন মিলফোর্ড বলেছেন: প্রিয়তে !! :)

৩ টি দেখা আছে এর মধ্যে ।


+++++++

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১৪

নাফিজ মুনতাসির বলেছেন: ৭টা বাকি তাহলে.....সময় করে দেখে ফেলো রবিন। ভালোই লাগবে।

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৫

প িথক বলেছেন: প্রি্য়তে নিলাম.

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ২:০১

নাফিজ মুনতাসির বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৯

আমি তানভীর বলেছেন: আর কত মন খারাপ করে থাকব :( :(

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৬

নাফিজ মুনতাসির বলেছেন: এইবার আর টাইম ছাড়া যতদিন লাগে :( :(

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০০

আব্রাহাম মোর্শেদ বলেছেন: Click This Link

ভাই, এই মুভি টার লিংক দিলে খুব খুশি হব। একটু হেল্পান।

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৭

নাফিজ মুনতাসির বলেছেন: খুশি তো ভাই ?? 8-| 8-|

২০| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০১

স্বর্ণমৃগ বলেছেন: Christmas in August বাদে বাকি সব গুলোই দেখা হয়ে গেছে।
এরমধ্যে A moment to remember, The classic এবং Windstruck
এই তিনটিকে এগিয়ে রাখবো।
পোস্ট অনেক ভাল লেগেছে তবে পোস্টের পেছনের কারনের জন্য মন খারাপ লাগছে।
ভাল থাকবেন নাফিজ ভাই।

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৯

নাফিজ মুনতাসির বলেছেন: আরে বাপরে সব দেখা শেষ!!!! এই তিনটা তো লেগেছেই আমার কাছে ওভারওল সবগুলোই বেশ ভালো লেগেছে।

আমার কারণ তো বাদই দিলাম আপনার এই টাইপের সব মুভি দেখার কারণ কি বস?? :( :(

ধন্যবাদ।

২১| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৩

সাকিন উল আলম ইভান বলেছেন: A WALK TO REMEMBER এটাও এড কইরা দিয়েন .........:((

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৪

নাফিজ মুনতাসির বলেছেন: অনেক আগে দেখেছিলাম....তাই নাম মনে ছিলো না :( :(

২২| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৫

দিশেহারা আমি বলেছেন: সোকেজে রাখলাম সময় করে দেখবো।
কোরিয়ান মুভি অথবা ড্রামার জন্য এই সাইটটি ভাল

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৪

নাফিজ মুনতাসির বলেছেন: এই সাইটাও বেশ ভালো। লিংক দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

২৩| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৩

তন্ময় ফেরদৌস বলেছেন: :(

হ্যাপি মুভি ভালা পাই।

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৫

নাফিজ মুনতাসির বলেছেন:
হ্যাপি মুভির খেতা পুরি এখন আমি X(

দু:খ মুভি ভালো লাগে এখন :(

২৪| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২৭

স্বর্ণমৃগ বলেছেন: তেমন কোন কাহিনী নেই! তবে এই ধরনের মুভিগুলো বেশ টাচি হয় আর জীবনের অনেক দর্শন থাকে তাই ভাল লাগে! :)

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৪২

নাফিজ মুনতাসির বলেছেন: আমারও.....অনেক কিছু মনে করিয়ে দিয়ে যায় :( :(

২৫| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৪১

হাসান মাহবুব বলেছেন: এক্টাও দেহি নাই =p~

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৪৩

নাফিজ মুনতাসির বলেছেন:
আপনার দেখার টাইম শেষ :| :|

এখন দেখলে হাসি হাসবে আপনার :| :|

২৬| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৫৭

কাউন্সেলর বলেছেন: সব দেখি ভালোবাসা, আর মন খারাপ করা ম্যুভি (আপনার বর্ণনা মতে)!
তবে আপনার বর্ণনায় দেখার আগ্রহ পাচ্ছি।

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ২:১০

নাফিজ মুনতাসির বলেছেন: ঠিক। সবগুলোই ভালোবাসা এবং মন খারাপ করা মুভি :(

ধন্যবাদ।

২৭| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ২:০০

টানজিমা বলেছেন: ঝামশে একটা কিস সহ প্রিয়তে.... তবে More than Blue and Christmas in August এর ডাওনলোড লিং ঠিক নাই তাই মাইনাচ।

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ২:১৪

নাফিজ মুনতাসির বলেছেন:
:!> :!> :!>

More than Blue এর সব ঠিক আছেতো !!! আমি এখনও চেক করলাম। আরেকবার দেখেন তো।

Christmas in August টা আমি নামিয়েছিলাম স্টাজেভু থেকে। কিন্তু লিংকটা এখন ডেড দেখাচ্ছে। তাই বহুত খুজে ১মটা দিলাম। সেটা থেকে আমার হচ্ছে তো। মাত্র আবারো চেক করলাম। স্টাজেভুটার জন্য কয়েকটা দিন দেখেন। লিংক ঠিক হয়ে যেতে পারে।

২৮| ২৫ শে জানুয়ারি, ২০১২ ভোর ৬:৫৯

অন্ধকারের রাজপুত্র বলেছেন: Daisy, A Moment to Remember.. Lovers Concerto এই তিনটা দেখছি । তিনটাই বেস্ট । :)
বাকি গুলি ও দেখার প্রচন্ড ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি হালার ইউকে-তে থাইক্যাও ব্যন্ডউইথ নাই ! X( :((
প্রিয়তে নিয়ে রাখলাম.. পড়ে অবশ্যই দেখবো ।
অনেক অনেক অনেক ধন্যবাদ ।

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৪

নাফিজ মুনতাসির বলেছেন: এইটা কি শুনালেন !!!! ইউকে থেকেও ব্যান্ডউইথ নাই আপনার!!! দেশেই দেখি আমরা ভালো আছি ;)

সমস্যা নাই। আস্তে আস্তে দেখে ফেলেন।

২৯| ২৫ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:২৪

েজােজা13 বলেছেন: ৪ টা দেখছি। The Classic first দেখে ভালো লাগলো। My sassy girl ও 3 Iron নাই দেখে মন খারাপ হলো। আমার blog ঘুরে আসুন.......

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৬

নাফিজ মুনতাসির বলেছেন: কোন র‍্যাংকিং অনুযায়ী দেই নাই। এমনি ১০টা দিয়েছি।

My sassy girl ও 3 Iron তে হ্যাপি এন্ডিং :( :(

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৫

দূর্যোধন বলেছেন: রোমান্টিক ছবি ভালা পাইনা =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৭

নাফিজ মুনতাসির বলেছেন: এইটা কি শুনাইলেন :| :| :|

৩১| ২৫ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪২

জিসান শা ইকরাম বলেছেন:
হতভাগা :(

প্রিয়তে নিলাম , দেখবো নামিয়ে :)

শুভকামনা......

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৯

নাফিজ মুনতাসির বলেছেন: আসলেই হতভাগা :( :(

দেখতে পারেন ভালো মুভি।

অনেক ধন্যবাদ।

৩২| ২৫ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৯

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: :(

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৯

নাফিজ মুনতাসির বলেছেন: :( :(

৩৩| ২৫ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৬

মহাপাগল বলেছেন: কোরিয়ান মুভি ভাল লাগে, কিন্তু আমার নেটের যে স্প্রীড তাতে ডাউনলোডের কথা ভাবতেই পারি না।

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩১

নাফিজ মুনতাসির বলেছেন: কোরিয়ান মুভি অসাধারণ হয়।

নেটের স্পিড বদলান। সেই দিন কি আর আছে?

৩৪| ২৫ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৪

কাউসার রুশো বলেছেন: ছেলেটা পুরা গেছে!!! :(

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩১

নাফিজ মুনতাসির বলেছেন: :( :(

৩৫| ২৫ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৮

কাউসার রুশো বলেছেন: ভালোবাসার সেরা ৫ হলিউড আর বলিউড পর্ব দিছিলাম আমি।
একজন বলছিলো কোরিয়ান আর ঢালিউড পর্ব দিতে।
কোরিয়ানটা তুমি দিলা। আমি এটা সিক্যুয়াল হিসেবে নিলাম। দেখি ঢালিউডটা কেউ দেয় কিনা।

এ সবগুলো পর্ব যৌথ উদ্যোগে একটা সিরিজ হিসেবে নিলে কেমন হয়?

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৬

নাফিজ মুনতাসির বলেছেন: কোরিয়ান মুভি হিসেবে ভালোবাসার সেরা এগুলোকে বলাই যায়। যদিও হ্যাপি এন্ডিংগুলো বাদ গেছে। আবার একইসাথে কোরিয়ান মুভির হ্যাপি এন্ডিং খুব কম :( :(

কেউ না দিলেও ঢালিউডটা আপনি দিয়ে দিয়েন। সিক্যুয়াল হিসেবে রাখা যায়। কিন্তু আমি পুরনোগুলো দেখিনি। নতুনগুলোই দেখেছি। তাই এগুলোই দেয়া।

ভালো বুদ্ধি। সুন্দর একটা সিরিজ হবে।

ধন্যবাদ।

৩৬| ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩১

ডেজা-ভু বলেছেন: মাত্র ২টা দেখছি। কোরিয়ান কমেডি মুভিগুলা বেশি ভালো লাগে!! :P রুমান্তিক মুভি দেখতে মন চায় না।


তয় ঐ নায়িকাটারে ভালা পাই!! :!> :#>

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৮

নাফিজ মুনতাসির বলেছেন: মাত্র ২টা!!!

কোরিয়ান কমেডিও অনেক ভালো। রোমান্টিকগুলো তো ক্লাসিক।

কোন নায়িকাটা বস??

৩৭| ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০১

ডেজা-ভু বলেছেন: মাই স্যাসি গার্লের নায়িকা। ঐ যে ডেইজিতে দেখা যাইতাছে! :#>

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৭

নাফিজ মুনতাসির বলেছেন: আমারও অনেক পছন্দ হয়ে গেছে :!> :!>

এই আপু কিন্তু উপরের Windstruck এও আছে.... তাড়াতাড়ি দেখেন তাহলে।

৩৮| ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৮

ফয়সাল তূর্য বলেছেন: রুমান্ঠিক মুবি দেখি না, বুরিং লাগে! :| :|

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২১

নাফিজ মুনতাসির বলেছেন: এখনো উনাদের বাড়ি খান নাই মনে হয়। বাড়ি খেলে এগুলো তখন অসাধারণ মনে হবে তূর্য ভাই :( :(

৩৯| ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৭

দিপ বলেছেন: এই টপিকে একটা পোষ্ট প্রায় রেডি করে ফেলেছি।

৬ খানা মুভি কমন ফেলে দিলেন।

এটা কোন কথা হলো।

এখন আবার আনকমন দেখো।

আবার রিভিউ কর, কত ঝামেলা।

যাই হোক।

য়ামার সেরাদের জগতে যোগ হলো ১০ টি মুভি।

এই নামে একটা পোষ্ট দিব।

কি কি মুভি থাকবে তা জানিয়ে দিব ফেসবুকে।

ফেব্রুয়ারির শুরুতেই পোষ্ট দিব।

কমেডি ফিল্মের উপরে একটা পোষ্ট দেন

সম্প্রতি ওয়াকিং ডেড টিভি সিরিজ নিয়ে লেখা শেষ করলাম।

পোষ্ট করে দিব সময় পেলে।

আর আপনার রিভিউ জোশ হয়েছে।

আপনাকে উতসর্গ করে একটা কবিতা লিখেছি।

একটু পরে দিয়ে দিব

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৫

নাফিজ মুনতাসির বলেছেন:
সমস্যা নাই। তোমারটার রিভিউ তুমি পোষ্ট করে ফেলো। তোমার রিভিউ আমার থেকে অনেক ভালো হয়। আর যদি আনকমন দিতে ইচ্ছে হয় সেটা ভিন্ন হয়।

তোমার সেরাদের ১০টা মুভি নিয়ে পোষ্টের অপেক্ষায় রইলাম। তাড়াতাড়িই দিয়ে দিয়ো।

কমেডি আপাতত দেখা অফ আছে। পরে হয়তো দিবো। কারণ কমেডি মুভি আমার সবসময়ের ফেভারিট।

ওয়াকিং ডেড টিভি সিরিজটা দেখা হয়নি। পোষ্ট দিয়ো। পড়ে তারপর দেখা যাক।

আমাকে উৎসর্গ করে কবিতা!!! :| :|

ধন্যবাদ দিপ।


৪০| ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৭

দিপ বলেছেন: ফয়সাল তূর্য শুধু একটা বারির(Beat,Heat) অপেক্ষা।

পরে ঠিকই ভালো লাগবে।

২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২১

নাফিজ মুনতাসির বলেছেন: ভালো কথা বলেছো.......একদম সত্যি কথা।

৪১| ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১০

সাকিব বাপি বলেছেন: মন খারাপ হয়ে যায় এই মুভিগুলো দেখলে!!! :(

পোস্টে প্লাস। লিস্টের বেশ কতগুলো মুভি দেখা হয় নাই! দেখতেও সাহস হচ্ছে না!!

২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৩

নাফিজ মুনতাসির বলেছেন: মন খারাপ হয়ে যায় কথা সত্য :(

সাহস করে দেখার বাকিগুলোও দেখে ফেলুন। ভালো মুভি।

৪২| ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৪

আরজু পনি বলেছেন:

সময় পেলে দেখবো। তবে এতো মন খারাপ করার কিছু নেই, সামনে অনেক সুন্দর সময় অপেক্ষা করছে :)

অনেক শুভকামনা রইলো আমার এই প্রিয় ব্লগারের জন্য।

২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৪

নাফিজ মুনতাসির বলেছেন: দেখে ফেলুন। বেশ ভালো টাইপের মুভি সব।

সামনে অনেক সুন্দর সময় অপেক্ষা করছে :(

অনেক ধন্যবাদ আপু।

৪৩| ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১১

পুশকিন বলেছেন: কোরিয়ান......ভালো লিষ্ট।
ব্যাপক কাজে ব্যাস্ত,মুভি নিয়ে পোষ্ট মিস করি।

২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৫

নাফিজ মুনতাসির বলেছেন: তাড়তাড়ি ফিরে আসুন ভাইয়া।

অনেক ধন্যবাদ।

৪৪| ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৩

মাহমুদা সোনিয়া বলেছেন: হায় হায়, একটাও দেখা হয় নাই। :( :( আপনাকে ধন্যবাদ।

২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৬

নাফিজ মুনতাসির বলেছেন: একটাও দেখেন নাই আপু!!!

রোমান্টিক/ড্রামা মুভি ভালো লাগলে এগুলো মাস্ট সি মুভি।

ধন্যবাদ।

৪৫| ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৭

হিমেল হাসান বলেছেন: একটাও তো দেখি নাই । সমস্যা নাই ডাউনলোডাইতাছি ।

আপনার মন আর ভালো হইলো না । কই কমিক মুভি দেখবেন, তা না এইসব মুভি দেখা শুরু করছেন :(

পোষ্টে ভালো লাগা ।

মনটা একটু ভালো করেন না ভাই :( :(

কিছু ভালো হাসির মুভির নাম দিয়েন,অনুরোধ রইলো ।

২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৯

নাফিজ মুনতাসির বলেছেন: একটাও না!!!

সময় করে নামিয়ে দেখে ফেলুন। সবগুলো বেশ ভালো মুভি।

মনটা একটু ভালো করেন না ভাই :( :(

কমেডি মুভি নিয়ে দেখি সামনে একটু চেষ্টা করবো।

অনেক ধন্যবাদ।

৪৬| ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৩

অন্য মানুষ।। বলেছেন: মাত্র ১ টা দেখা

২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২০

নাফিজ মুনতাসির বলেছেন: ১টা!!!

ভালো মুভি সব। সময় করে দেখে ফেলুন।

ধন্যবাদ।

৪৭| ২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৯

অনিক আহসান বলেছেন: গা ঝাড়া দিয়া উঠেন..টার্গেট সামনের ভ্যালেন্টাইন্স ডে.. ঐ দিন এর মধ্যে আপনারে ডবল দেখাতে চাই..

২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৩

নাফিজ মুনতাসির বলেছেন: গা ঝাড়া দিয়ে উঠার চেষ্টায় আছি।

সামনে ভ্যালেন্টাইন্স ডে :( :(

অনেক ধন্যবাদ আপনাকে।

৪৮| ২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

ফারজুল আরেফিন বলেছেন: ++++++++
:)

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২৮

নাফিজ মুনতাসির বলেছেন: অনেক ধন্যবাদ। :)

৪৯| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৪

সৃজনশীল বলেছেন: লেখার জন্য ++++
এখানের একটাও মুভি দেখা হয়নি :( আসলে কোরিয়ান মুভি তেমন দেখা হয়নি.।. একটা মাত্র কোরিয়ান মুভি দেখেছি সেটা হচ্ছে Shi gan (2006) aka [Time] মুভি গুলো সংগ্রহ করে দেখার চেষ্টা করবো!

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২৬

নাফিজ মুনতাসির বলেছেন: রোমান্টিক ড্রামায় কোরিয়ানরা বস। দেখতে পারেন। সবগুলোই বেশ ভালো মুভি।

ধন্যবাদ।

৫০| ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৪

কাউসার রুশো বলেছেন: তোমারে দুইটা কোরিয়ান মুভি রিকমেন্ড করি। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিয়ো।
In the mood for love
Spring Summer Winter Fall Spring..

In the mood for love রোমান্টিক মুভি সম্পর্কে ধারনা পাল্টে যাবে।
Spring Summer Winter Fall Spring.. এখন পর্যন্ত আমার দেখা সেরা সেলুলয়েডের কবিতা


২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৭

নাফিজ মুনতাসির বলেছেন: আসলেই এখনো দেখি নাই........

অবশ্যই দেখবো। নামগুলোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

৫১| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৩১

নোবিতা রিফু বলেছেন: মাম্মা, আপনার খাবার বিষয়ক পোস্টগুলানরে অনেক মিসাই... :(

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৩৮

নাফিজ মুনতাসির বলেছেন:
ভাগিনা মামার মন বেশী ভালো না ইদানিং :( :(

৫২| ২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৪১

লিন্‌কিন পার্ক বলেছেন: যেকোনো মুভিবিষয়ক পোস্ট আমি ভালা পাই :D

প্রিয়তে নিলাম পরে সময় কইরা দেখপ ;)

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৯

নাফিজ মুনতাসির বলেছেন: ওকে ওকে ওকে :( :(

৫৩| ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫০

চেয়ারম্যান০০৭ বলেছেন: চানকু গো মুভি বালা পাই ;)

২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৭

নাফিজ মুনতাসির বলেছেন: শেষে ব্যাপক মন খারাপ করে দিয়ে যায়... :( :(

৫৪| ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৬

খুশবু বলেছেন: দেখুম না,কষ্ট লাগে না,এহ

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১০

নাফিজ মুনতাসির বলেছেন:
আমার লাগে :( :(

৫৫| ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৩

বাল্যবন্ধু বলেছেন: A Millionaire's First Love ছাড়া একটাও দেখি নাই।
সময় পেলেই দেখবো।
পোষ্টে পিলাচ।

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৫

নাফিজ মুনতাসির বলেছেন:
A Millionaire's First Love ভালো লাগলে বাকিগুলোও ভালো লাগবে আশা করি। দেখতে পারেন।

অনেক ধন্যবাদ।

৫৬| ২৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৪

ঘুমরাজ বলেছেন: :( :( :( :(++++++++++++

২৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৮

নাফিজ মুনতাসির বলেছেন:
অনেক ধন্যবাদ :( :( :(

৫৭| ২৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৭

ঘুমরাজ বলেছেন: ভাই More than Blue'র ডাউনলোড লিংকে ৩নামবার ফাইল ২বার আছে,৭,১৪,১৪ নামবার ফাইল নাই।এই ফাইলগুলা কি মিসিং নাকি যেমনে আছে ওমনি ডাউনলোড কইরা আনজিপ ক র লেই হইবো????

২৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫১

নাফিজ মুনতাসির বলেছেন:
দাড়ান চেক করে দেখি।

৫৮| ২৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৭

ঘুমরাজ বলেছেন: *৭,১৩,১৪

২৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৩

নাফিজ মুনতাসির বলেছেন: এরকম মনে হয় ছিলো না আগে......রিস্ক নেয়ার দরকার নাই ভাই। নতুন মিডিয়াফায়ার লিংক দিয়েছি। সেটা থেকেই নামিয়ে ফেলুন। দু:খিত।

৫৯| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫১

ঘুমরাজ বলেছেন: ধন্যবাদ :)

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৪

নাফিজ মুনতাসির বলেছেন:
B-)

৬০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৯

shapnobilash_cu বলেছেন: কয়েকটা দেখা। বাকিগুলো দু-এক দিনের মধ্যেই নামিয়ে ফেলবো। অনেক ধন্যবাদ ব্রো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২০

নাফিজ মুনতাসির বলেছেন: দেখে ফেলুন.....ভালোই লাগবে....

আপনাকেও ধন্যবাদ।

৬১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৯

shapnobilash_cu বলেছেন: রোমান্টিক মুভি ভীষণ ভাল লাগে। অন্য কোন মুভি দেখি না। তিন ঘন্টা সময় নষ্ট করে মারামারি দেখা আমার কাছে অর্থহীন। এরকম আরো পোস্ট চাই ভাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২১

নাফিজ মুনতাসির বলেছেন: আমার অবশ্য মুভিতে কোন ধরাবাধা নাই.....সবগুলো মুভিই ভালো লাগে।

আবারো ধন্যবাদ।

৬২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩০

মেঘ বলেছে যাব যাব বলেছেন: Failan এই মুভিটার মিডিয়াফায়ার লিংক দিবেন প্লিজ।আমি stagevu থেকে নামাতে গেলে আমাকে IDM এই মেসেজটা দেখায় The server replies that you dont have permission to downlode this file.
HTTP/1.1 403 Forbidden.
আমি ঐ সাইট থেকে কিছুই নামাইতে পারিনা।আমি জিপি ব্যাবহার করি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১০

নাফিজ মুনতাসির বলেছেন: অনেক দু:খিত আমি...অনেক খুজলাম...কিন্তু পাচ্ছি না...কোরিয়ান পুরনোগুলো পেতে বেশ ঝামেলা হয়...আমি মাত্র stagevu থেকে চেষ্টা করলাম....আমার ডাউনলোড হচ্ছে....আপনারটাতে মনে হয় জিপি থেকে অফ করে রেখেছে....

সো সরি ভাইয়া......

৬৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৫১

একজন নিশাচর বলেছেন: অনেকদিন পরে আবার আপনার ব্লগে চিকা মারতে এলাম। B-) B-) B-)

এই লিস্ট এর বেশির ভাগ ই দেখি নাই। তবে A Millionaire First Love টা দেখছিলাম। পরিচালক রে পাইলে পিডায়া মারতাম তাতে কোন ভুল ছিল না।
প্রশ্ন আসতে পারে সবগুলো কোরিয়ান কেন ?? আমার কাছে মনে হলো একদম পিওর রোমান্টিক-ড্রামা মুভি বানানোর জায়গায় হলিওডরা কোরিয়ানদের ধারেকাছেও নেই। একেবারেই ইউনিক কাহিনীসহ হৃদয় ছুয়ে যাওয়া অসাধারণ মুভি বানায় এরা।
সহমত

আর একটা মুভি মনে হয় লিস্ট এ রাখতে পারতেন। "My Sassy Girl" । দেখে থাকলে ভাল লাগার কথা
সবকিছুর পরে লন পিলাস লন :D

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৫

নাফিজ মুনতাসির বলেছেন: অনেকদিন পর কেন /:) /:)

My Sassy Girl দেখেছি....খুব ভালো মুভি.....কিন্তু এই লিস্টে সবগুলো স্যাড এন্ডিং রাখতে চেয়েছি....তাই ভালো মুভি হবার পরও এই মুভিটা দিতে পারি নাই।

অনেক ধন্যবাদ।

৬৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৮

মাহমুদুল হাসান অনিক বলেছেন: ভাইয়া subtitle কিভাবে মুভিতে যোগ করতে হয় এবং কোথায় পাব জানালে মুভি বুঝতে খুব সুবিধা হবে help me please ভাইয়া

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৩

নাফিজ মুনতাসির বলেছেন: সাবটাইটেল এর যে ফাইলটা পাবেন মুভির ফাইলটার নাম কপি করে সেই সাবটাইটেল ফাইলটাতে পেষ্ট করে দিবেন.....অর্থাৎ মুভি এবং সাবটাইটেল দুটোর নাম যাতে একরকম থাকে।

আসলে আমার মনে নেই কোথা থেকে নামিয়েছিলাম....একটু গুগলে সার্চ দেন....পেয়ে যাবেন।

৬৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১৯

রাজামশাই বলেছেন:

সব মাইয়াগুলার নাক বোঁচা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২২

নাফিজ মুনতাসির বলেছেন:
এইটা কি কন /:) /:)

এত কিউট চেহারা সবার :!> :!>

৬৬| ০১ লা মার্চ, ২০১২ সকাল ১১:৫৬

খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন: ভাই ডাউনলুড করার ক্ষ্যামতা নাই। ঢাকা'র কুন দোকানে পাওয়া যাইব সেইটার হদিস দ্যান.. পিলিজ লাগে ভাই..

০১ লা মার্চ, ২০১২ দুপুর ১:০১

নাফিজ মুনতাসির বলেছেন:
এট্টু ধরা দিয়ে দিলেন আমারে :!> :!>

দোকান থেকে কখনো কিনা হয়নাই আগে.....আপনি রাইফেলস স্কয়ারের দোকানগুলোতে দেখেন.....ফরেন মুভির জন্য এদের কালেকশন সবচেয়ে সেরা বলে জানি......

৬৭| ০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৩৭

shapnobilash_cu বলেছেন: সবগুলাই নামাইসি। কয়েকটা আগেই দেখা ছিল। ভাই, More.Than.Blue.MobiQo.com.part2.rar এর বাকি পার্টগুলা ক্যামনে পামু??? লিঙ্ক দেন।

০৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

নাফিজ মুনতাসির বলেছেন:
বাকিগুলো দেখে ফেলুন....চমৎকার কিছু মুভি.......

More.Than.Blue তো শুধু এই দুটাই পার্ট......সমস্যা হবার তো কথা না.....দেখুন তো আবার..........

৬৮| ০২ রা মে, ২০১২ রাত ১১:৪০

নাহিন আজিম বলেছেন: ভাই, Sad Movie ১ পার্ট নামাবার পর সব লিংক এরর্‌ দেখাচ্ছে। কি করব?

০২ রা মে, ২০১২ রাত ১১:৪৬

নাফিজ মুনতাসির বলেছেন: ভাই দেরী করে ফেলেছেন :(

সব লিংক ডেড হয়ে গেছে.......তবে এই মুভিটা নেটে বেশ পরিচিত......একটু খুজলেই পেয়ে যাবেন........

৬৯| ০২ রা মে, ২০১২ রাত ১১:৫১

নাহিন আজিম বলেছেন: ভাইরে অন্য প্রায় সবগুলোই দেখা হইসে। এইটার স্টেজভ্যু লিংকও কাজ করতেসে না :(( :(( :((

০২ রা মে, ২০১২ রাত ১১:৫৭

নাফিজ মুনতাসির বলেছেন: হালকা খোজ দিলাম......পাইতাছি নারে ভাই :(( :((

৭০| ০৮ ই মে, ২০১২ রাত ৯:৪৬

জেনারেশন সুপারস্টার বলেছেন: দারুণ।লিস্টে পার্ল হারবার রে রাখতে পারতেন।এ ওয়াক টু রিমেম্বারও খারাপ না।

০৮ ই মে, ২০১২ রাত ১১:১৬

নাফিজ মুনতাসির বলেছেন: এইখানে শুধু কোরিয়ানগুলোই রেখেছি...........

অনেক ধন্যবাদ...........

৭১| ০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: খালি কোরিয়ান X(
হাসা কৈরা কনতো,কোন চাইনিজ-কোরিয়ান মাইয়া আপনেরে জবাব না দিয়া ভাগসে;)

০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১২

নাফিজ মুনতাসির বলেছেন: বলা যাবে না :#) :#)

৭২| ১৪ ই মে, ২০১২ রাত ১১:০১

অসাদুল ইসলাম বলেছেন: আপনার শেষ লাইন দুইটার সাথে পুরাপুরি একমত।

১৫ ই মে, ২০১২ রাত ১২:১৯

নাফিজ মুনতাসির বলেছেন: কোরিয়ানরা রোমান্টিক মুভির বস..............

৭৩| ১৯ শে জুন, ২০১২ রাত ৮:৪৪

আমি রাইন বলেছেন: স্যাড মুভি আর মোর দ্যান ব্লু বাদে সবগুলোই দেখেছি।
দি ক্ল্যাসিক : শান্ত, সুন্দর একটা মুভি, ।
A Millionaire's First Love : খুব ভাল লেগেছে ।
Daisy : ভাল, বেশ ভাল মুভি।
Windstruck : কষ্টের মুভি।
Lovers Concerto : ভাল মুভি, চমকেছি।
Failan : বেশি ভাল লাগে নাই, মেয়েটার জন্য কষ্ট লেগেছে।
ক্রিসমাস ইন আগস্ট : ভালই, তবে স্লো।

১৯ শে জুন, ২০১২ রাত ৮:৫২

নাফিজ মুনতাসির বলেছেন: সবই দেখি শেষ............দারুণ............আমার অবশ্য সবগুলোই বেশ ভালো লেগেছে...........মাত্র ২টা বাকি আর............দেখে ফেলুন সব............

৭৪| ৩০ শে জুলাই, ২০১২ সকাল ১০:২৭

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমি শুধু একটা কথাই ভাবতেছি, এই পোস্ট আমার চোখ এড়াইয়া গেল কেমনে?

৩০ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৯

নাফিজ মুনতাসির বলেছেন: লিংকও অনেকগুলা এখন ডেড :(

৭৫| ৩০ শে জুলাই, ২০১২ সকাল ১০:৩০

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: উপরের গুলো তো আগেই দেখা। মোর দেন ব্লু টা পাইলাম না। মিডিয়াফার ডেড। স্টেজভ্যুতেও নাই।

আপডেটেড লিঙ্ক থাকলে ভালো হতো।

৩০ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১০

নাফিজ মুনতাসির বলেছেন: বিপদে ফালায়া দিলেন...........আবার খুজতে হবে............রাতে খুজে এখানে দিয়ে যাবো নে :)

৭৬| ৩১ শে জুলাই, ২০১২ সকাল ১১:১৫

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মোর দেন ব্লু -টা দিলেই হবে। আমার খোজার ক্ষমতা শেষ, পাই নাই।

৩১ শে জুলাই, ২০১২ রাত ৯:৫৪

নাফিজ মুনতাসির বলেছেন: সরি বস একটু দেরী হয়ে গেলো.........সারাদিনে মাত্র বসলাম সামুতে.......

এই যে নিন লিংক........
পার্ট ১ পার্ট ২ পার্ট ৩ পার্ট ৪ পার্ট ৫ পার্ট ৬ পার্ট ৭

৭৭| ৩১ শে জুলাই, ২০১২ রাত ৯:৫৬

রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: ৫৮ /:)

৩১ শে জুলাই, ২০১২ রাত ৯:৫৯

নাফিজ মুনতাসির বলেছেন: ধইন্যা /:)

৭৮| ০৮ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৩০

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ দিয়া ছোট করতে চাই না। সেহরীর দাওয়াত রইলো।

০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৮

নাফিজ মুনতাসির বলেছেন: সেহরির দাওয়াত কবুল করলাম..........ঠিকানা পেলে চলে আসবো যেকোনদিন ;)

৭৯| ০৮ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৪৮

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন:

বহুত মন খারাপ করলাম।
কোন উপায় থাকলে বলেন।

০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৯

নাফিজ মুনতাসির বলেছেন: এহরে.......আমি এখান থেকে নামাই নাই......তাই বুঝতে পারি নাই.......করাপ্ট ফাইল......আরেকবার নামিয়ে দেখুন......অন্য জায়গায় একবার এমন হয়েছিলো......আবার নামানোর পর ঠিক হয়ে যায় :)

৮০| ০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪১

জ্বীন কফিল বলেছেন: নাফিজ ভাই নাফিজ ভাই "জিসম টু"র রিভিউ চাই :D

০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫২

নাফিজ মুনতাসির বলেছেন: স্তাগফিরুল্লা..........রোযা-রমযান আর সংযমের মাসে এইটা কি কন? ;) ;)

৮১| ০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০৮

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ধন্যবাদ ভাই। আগামী রোববার আবার নামাতে হবে।
এখন ওলো তে আছি। ওলে ওলে লিমিটেড :P :P

০৯ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪৯

নাফিজ মুনতাসির বলেছেন: আমার আনলিমিটেড.......লিমিটেডের টেনশন আমার নাই ;)

৮২| ০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:১১

জেমস বন্ড বলেছেন: অচাম অচাম অচাম :) :) :) :) :)

০৯ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪৯

নাফিজ মুনতাসির বলেছেন: থ্যাংকু অনেক :)

৮৩| ০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২০

জেমস বন্ড বলেছেন: + দিলাম আর মিডিয়াফায়ার ছাড়া ও আমার টরেন্ট লিঙ্ক হলে বেটার হয় , যদি ও সেটা ২০ কিংবা ৫০ জিবি হউক নু প্রব্লেম ;)

০৯ ই আগস্ট, ২০১২ রাত ৯:৫১

নাফিজ মুনতাসির বলেছেন: আমিও টরেন্টের ভক্ত............তবে সমস্যা হইলো কোরিয়ানের টরেন্ট পাওয়া বেশ টাফ.......অতিবিখ্যাত ছাড়া বাকিগুলো পাওয়াই যায় না :(

৮৪| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪৩

নাট বল্টু... বলেছেন:


^_______________^

০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:৫৫

নাফিজ মুনতাসির বলেছেন: স্পিডি স্ক্যান্ডালের পিচ্চিটা.....আমি পিচ্চির পুরাই ফ্যান :)

৮৫| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:০০

বেঈমান আমি বলেছেন: কয় কি এইগুলা তো জীবনেও দেখি নাই :(

০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:০৭

নাফিজ মুনতাসির বলেছেন: বহুত কষ্টের ছ্যাকা মার্কা মুভি সব..........মনটন খারাপ হয়ে যায় দেখার পর সব :(

৮৬| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:০৬

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: স্পিডি স্ক্যান্ডাল মুভিটা আমার ভালোই লাগছে। Tae-hyun Cha কোরিয়ান সিনেমায় আমার ফেভারিটদের একজন। এ যাবত ৭টা মুভি দেখেছি। বাকিগুলো খুজে পাচ্ছি না।

০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:১০

নাফিজ মুনতাসির বলেছেন: স্পিডি স্ক্যান্ডাল মুভিটা আসলেই বেশ মজার........ফিল গুড মুভি........

আমার অবশ্য ফেভারিট হলো Woo-sung Jung ....দারুণ লাগে এনাকে.......Tae-hyun Cha কেও বেশ ভালো লাগে :)

৮৭| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:১০

মুহাম্মদ শামীম সরকার বলেছেন: .....কিন্তু এই লিস্টে সবগুলো স্যাড এন্ডিং রাখতে চেয়েছি....তাই ভালো মুভি হবার পরও এই মুভিটা দিতে পারি নাই।

ভাইজান, My Girl & I ‍মুভিটাতো মিস কইরা গেছেন৤ যত্তবার দেখছি তত্তবার কান্দছি :(( ৤ আর এই কোরিয়ান বদমাইশগুলো কান্দাইতেও পারে৤

আপনার দেয়া মুভিগুলোর দুই একটা দেখছি, বাকিগুলো নামানো শুরু কইরা দিছি৤ এমন মন খারাপ মুভির পোস্ট দেয়ার জন্য মন খারাপ করে ধন্যবাদ দিলাম৤ :(

০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:১১

নাফিজ মুনতাসির বলেছেন: ভালো একটা মুভির নাম দিলেন..........My Girl & I মুভিটা আসলে দেখাই হয় নাই..........নামাইতে হবে.....লিস্টেড.....

মন খারাপ করা মুভি কেন জানি ভালো লাগে দেখতে :(

৮৮| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১:০৬

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনি এখনো My Girl & I দেখেন নাই? ধূর ছাই, আপনেরে এত মুভিখোর মনে করতাম আমি! :P

যত দ্রুত সম্ভব দেখে ফেলেন। চেজি গার্ল আর উইন্ডস্ট্রাক ঘরানার।

১০ ই আগস্ট, ২০১২ রাত ১:২৬

নাফিজ মুনতাসির বলেছেন: এই মুভিটা কেমনে জানি মিস হইয়া গেছে :( আজকেই নামাইতে দিবো :)

৮৯| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১:০৮

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: http://stagevu.com/video/zhhptawhveho

১০ ই আগস্ট, ২০১২ রাত ১:২৭

নাফিজ মুনতাসির বলেছেন: লিংকের জন্যি ব্যাপক থ্যাংকু :)

৯০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৭

জসীম দ্য গ্রেট বলেছেন: Valo post. Thank you. Torrent namate pari na. Mediafire theke namacchi. Link-er jonno abaro Thank you.
Bhai, "More than blue" movie-tar rar password ki hobe?

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৬

নাফিজ মুনতাসির বলেছেন: More than blue মুভিটার আগের লিংকটা মুছে এইটা নতুন লিংক পরে দিয়েছি...........পাসওয়ার্ডটা আছে নাকি সেটাই মনে নাই..........সরি ফর দ্যাট..........রাতে বাসায় এসে খুজে দিচ্ছি :(

৯১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৯

বালু মিয়া বলেছেন: ভাই, এইগুলার মধ্যে খালি Daisy মুভি টা দেখছি ।।।
বাকি মুভি গুলা কালেকশনে আছে , কোনটা দিয়া শুরু করা যায় ???

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৮

নাফিজ মুনতাসির বলেছেন: A Moment to Remember টা দিয়ে শুরু করেন..........তারপর একটা একটা করে দেখে শেষ করে ফেলুন :)

৯২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪০

তপু দাশ বলেছেন: শোকেসে ভরলাম

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪১

নাফিজ মুনতাসির বলেছেন: ধইন্যা :)

৯৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩৯

নিউ সায়মা বলেছেন: এ্গুলি ডাওনলোড দিতে পারিনা :(

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১৭

নাফিজ মুনতাসির বলেছেন: কিছু বলারও নাই :(

৯৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৪

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মোর দেন ব্লু আজকে আবার নামাইতে হলো কারণ আগে সমস্যা হইছিলো।

@জসীম দ্যা গ্রেট,
পাসওয়ার্ড হলো: EnKteam

১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪০

নাফিজ মুনতাসির বলেছেন: এই একটা মুভি আপনাকে বেশ ভোগান্তি দিয়ে গেলো :(

পাসওয়ার্ডের জন্য ধইন্যা.........

৯৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪২

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভোগান্তিই বলা চলে। কারণ কোরিয়ান মুভি কেউ রিকোমান্ড করলে বাদ দেই না। এইটা দুইবার নামাইতে হইলো। অবশ্য ফাইল সাইজ কোন ব্যাপারে। অফিসের লাইন থেকে মিডিয়াফায়ারে উড়াধুড়া স্পিড পাই। সমস্যা হলে মিডিয়াফায়ার আপলোডের পরপরই ডিলেট করে দেয় বেশিরভাগ সময়। তাই দেরি করলে পরে পাওয়া যায় না।

দু:খের বিষয় হলো মুভিটা দেখার সময় করে উঠতে পারি নাই এখনো। বুধবারের আগে দেখা সম্ভব হবেও না।

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫২

নাফিজ মুনতাসির বলেছেন: সেটা এমনিতেই বুঝতে পারছি..........এই মোর দেন ব্লু অনেক ভোগান্তি দিয়েছে আপনাকে.........আমি নিজেই তো দেখলাম.........

ব্যাপার না.........সময় করে দেখে ফেলুন.........ভালো মুভি............

৯৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৯

মাসরুর চৌধুরী বলেছেন: সবগুলোই নামিয়ে রেখেছি। দেখবো সময় করে। যেগুলো এখন পর্যন্ত দেখেছি, এক কথায় অসাম। ধণ্যবাদ !!!!!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫২

নাফিজ মুনতাসির বলেছেন: কোরিয়ান রোমান্টিক মুভির জবাব হয় না...........বাকিগুলোও দেখে ফেলুন :)

৯৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:০৬

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: পিয়তে নিলাম । টরেনট থেকে নামান গেলে নামামু ।

১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০০

নাফিজ মুনতাসির বলেছেন: এইখানের একটাও মনে হয় টরেন্টের না :(

৯৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৫

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মোর দেন ব্লু আজকে দেখার কথা আছিল।
কিন্তু ভোগান্তির শেষ হলো না। আপনার দেয়া লিঙ্ক থেকে দুইবার ফাইল ডাউনলোড করলাম। ৬৯৯ মেগাবাইট। কিন্তু দেখা গেলো শুধুমাত্র ৪৭ মিনিটের ভিডিও এটি।

সম্ভবত: প্রথম অংশ।
দ্বিতীয় অংশ কিংবা পুরো মুভি কই?

১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১

নাফিজ মুনতাসির বলেছেন: সমস্যা........সমস্যাটা হলো আগেই তো দেখেছিলেন যে মুভিটার আগের লিংকগুলো নষ্ট হয়ে গেছে.......আমি নিজেই সেখান থেকে নামিয়ে দেখেছিলাম........নষ্ট হয়ে যাবার পর আপনি চাওয়ার পর এই লিংকটা বের করি........কিন্তু সমস্যা হলো আমি এখান থেকেই নামাই নাই........তাই চেক করতে পারি নাই........মেজাজ তো আমারও খারাপ লাগতাছে এখন.......এতকিছু করেও মুভিটা দেখতে পারছেন না.......

**যাইহোক আমি এই লিংকটা সরিয়ে দিচ্ছি.......

৯৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৫

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ** লিঙ্কটা সরিয়ে নিলেই হবে না। বাকি অংশের লিংক দেন নয়তো পুরো মুভির লিঙ্ক দেন। এছাড়া কোন উপায় নাই।

আমি গরুখোজা করেও ডাইরেক্ট লিঙ্ক পাই না। আপনি শেষ ভরসা। না দিতে পারলে আপাতত: এই মুভি দেখার ইচ্ছা বাদ দিতে হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪৫

নাফিজ মুনতাসির বলেছেন: দাড়ান ভাই...........আমি কালকে খুজে দেয়ার চেষ্টা করবো :(

১০০| ২৭ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

আমিআকাশেরপাখি বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ mama

২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১১

নাফিজ মুনতাসির বলেছেন: ধন্যবাদ ভাগিনা ;)

১০১| ০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৩

জিদনী বলেছেন: ছবিগুলো দেখিনি আমি।
কিভাবে দেখব আমি তো ডাউনলোড করতে পারি না। |-) |-) :(

২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১২

নাফিজ মুনতাসির বলেছেন: ‌এইটা তো বড় সমস্যা :(

১০২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

নিয়াজ মোরশেদ বলেছেন: a moment to remember ছাড়া একটাও দেখি নাই! সব নামাইতে হবে।
ধন্যবাদ!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১৬

নাফিজ মুনতাসির বলেছেন: দেখে ফেলেন সব..........ভালো লাগবে অবশ্যই :)

১০৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

নুর ফ্য়জুর রেজা বলেছেন: মন মেজাজ ভালো ছিলো না। এই সময় এই পোস্ট দেখলাম। প্রথমটা এখনই ডাউনলোড দিলাম। বাকিগুলাও খুব শীঘ্রই ডাউনলোড দিব। আশা করি নিরাশ হব না ;)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১৬

নাফিজ মুনতাসির বলেছেন: আশা করছি নিরাশ হবেন না.........দেখতে থাকেন........কেমন লাগলো জানাবেন :)

১০৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:০৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: সব মুভি "মন খারাপ" করা কেন ? :(

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১৭

নাফিজ মুনতাসির বলেছেন: ইহা একটি ছ্যাকা প্রোডাকশন :(

১০৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ৫ টা দেখসি । /:) /:) /:)

আর দেখতাম চাই না । :( :( :(


ইরোটিক থ্রিলার , থ্রিলার ড্রামা , একশন থ্রিলার - এই তিন বেসিসে তিনটা পুস্ট রেডি করতেসি । আমার দেখা + দর্শকনন্দিত

আপনার কুনু সাজেশন আছে ;) ?

ভালো পুস্ট । আগেই দেখসিলাম । এখন কমেন্টাই গেলাম ।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫

নাফিজ মুনতাসির বলেছেন: দুক্ষু কষ্টের মুভি..........না দেখলেও চলে :(

আরে জোশ..........রেডি করে ফেলেন পোষ্ট.........দিয়া দেন তাড়াতাড়ি..........ওয়েটে থাকলাম.........

আপনাদের ওইখানের খবর কি ??? টর্নেডোর পর ঠিক আছেন তো আপনাদের বাসার সবাই ???

১০৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: খবর ভালো না ভাই । ২৫ টা গ্রাম একদম শেষ । আমি সন্ধ্যার পর পর বের হয়েছিলাম কিছু ফ্রেন্ড নিয়ে । মৃত অনেক । ৫০+ হবেই । সদর হাসপাতালে এক ফোটা জায়গা নাই । আহত মানুষদের দেখলেই ভয় লাগে । কি যে অবস্থা ।
গ্রামে গিয়ে দেখি সব খালি মাঠ । বাড়ি ঘর মিশে গেছে একদম । মেইন রোডে বাস , সিএনজি উলটো হয়ে পড়ে আছে ,। কিছু পড়ে আছে খালে ।

জেলা কারাগার এর এক পাশ ধসে গেছে

আমাদের সদর এরিয়াতে এই টর্নেডো টের ই পাওয়া যায় নি । বিকেলের দিকে খালি দুই তিন কেজি ওজনের শিলা পড়েছে । ধ্রুম ধ্রাম । আমাদের বাসার ছাদ তো ঘণ্টা তিনেকের জন্য আটলান্টিক হয়ে গেছিল শিলার প্রোকোপে


ক্যাম্পেনের কাজ শুরু করবো আশা করি কাল থেকে । ফান্ডিং করবো ।

পাশে থাকবেন । দুয়া করবেন ।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৮

নাফিজ মুনতাসির বলেছেন: খুব খারাপ অবস্থা.........মনটাই খারাপ হয়ে গেলো..........কি অল্প সময়ের মাঝে ভয়াবহ ঘটনাটা ঘটে গেলো........অনেক বড় একটা দু:সময় যাচ্ছে সেখানকার মানুষদের মাঝে..............আশা করি এই দু:সময়টা সবাই কাটিয়ে উঠতে পারবে.......

অবশ্যই দোয়া করবো সবার জন্য...........ক্যাম্পেনের জন্য শুভকামনা রইলো........

১০৭| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম......

১০৮| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আহারে....! ভালা একটা কাম করছেন অনেকের কামে দিবো ;)
তয় আমার ক্লাসিক ভাল্লাগেনাহ .... /:)

১০৯| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আহারে....! ভালা একটা কাম করছেন অনেকের কামে দিবো ;)
তয় আমার ক্লাসিক ভাল্লাগেনাহ .... /:)

১১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০১

সামিউল ওয়াকিল তমাল বলেছেন: :P :P :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.