![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর দেয়ালের পরে আঁকাবাঁকা অসংখ্য অক্ষরে একবার লিখিয়াছি অন্তরের কথা — সে সব ব্যর্থতা আলো আর অন্ধকারে গিয়াছে মুছিয়া!
বাণিজ্যিকীকরণের যুগে বিলবোর্ড, প্ল্যাকার্ড, ফেস্টুন নি:সন্দেহে গুরুত্বপূর্ন প্রচারযন্ত্র। এগুলো দিনের পর দিন নিরবে ঠাঁয় দাঁড়িয়ে থেকে পণ্যের গুনগান করতে থাকে। পরিকল্পিতভাবে হলে, অনেকক্ষেত্রে এগুলো নগরীর শোভাও বাড়িয়ে তোলে।
কিন্তু আমাদের দেশে সবকিছুই (নৈতিকতা থেকে জীবন) যেখানে পন্য, সবই যেখানে অর্থের বিনিময়ে পাওয়া যায় ...বিজ্ঞাপনের প্রয়োজন সে দেশেই বেশী হবে। আর তাই পথেঘাটে, রাস্তার আইল্যান্ডে, ফুটপাথে, ভবনের ছাদে, দেয়ালে, সীমানা প্রাচীরে, বাসে, ট্রাকে, রিকশাতে, গাছে, বিদ্যুতের খুঁটিতে, ধানের ক্ষেতে, ব্রিজে, ওভারপাসে, ফ্লাইওভারে, ওভারব্রিজে, হাইওয়ের ঝুঁকিপূর্ণ মোড়ে, নগরীর শোভাবর্ধক ভাষ্কর্য সবজায়গায় উঁকি দিচ্ছে প্রকট বিকট বিজ্ঞাপন।
আসুন, দেখি কিছু নমুনা...
পৃথিবীর সবদেশেই বিলবোর্ড, প্ল্যাকার্ড বা ফেস্টুনের প্রচলন আছে। কিন্তু সেগুলো এমনভাবে স্থাপন করা হয় যাতে তা সাধারণ দৃষ্টিসীমার বাইরে থাকে এবং কোনভাবেই তা রোড সাইন বা সিগনাল বা পথ নির্দেশনাকে ঢেকে না ফেলে।আর তাই, নিজের দেশে নিজের বাসা খুঁজে পেতে সমস্যা হলেও আপনি বিদেশে গিয়ে কখনই পথ হারাবেন না
(উপরের চারটি ছবি সংগৃহীত)
এইসব অযাচিত বিজ্ঞাপন বা নির্বাচনী প্রচারণামূলক ব্যানার-ফেস্টুনগুলো আপনার অজান্তে আপনার ব্রেনের ভিতর তথ্য প্রবেশ করাতে থাকে। আপনি হয়তো সরাসরি তাকাচ্ছেন না কিন্তু দৃষ্টিসীমায় থাকায় তা অবচেতনভাবে চলে যাচ্ছে আপনার মষ্তিষ্কে। আপনার ব্রেনসেল গুলো ব্যাস্ত হয়ে পড়ছে পণ্যেযের তুলনা করতে কিংবা মডেলের নাম খুঁজতে কিংবা কাকে সামনে ভোট দেবেন সেই হিসাব করতে...আর এ সবই হচ্ছে আপনার অজান্তে আর অহেতুক কাজ করতে করতে আপনার ব্রেন এবং সংগে সংগে আপনিও একসময় ক্লান্ত হয়ে পড়ছেন
আসুন, দেখি আরও কিছু নমুনা...
আমি নিশ্চিত করে বলতে পারি পরিচ্ছন্ন বৃক্ষশোভিত পথে ২ দুই কিমি হেঁটে আপনি যতখানি ক্লান্ত হবেন, তারচেয়ে অনেক বেশী অবসন্ন বোধ করবেন মৌচাক-মগবাজার হেঁটে আসতে।
আসুন এবার বাইরের কিছু দৃশ্য দেখি...
(উপরের দুটি ছবি সংগৃহীত)
এসব করতে উন্নত বা ধনী দেশ হবার দরকার নেই। প্রয়োজন শুধু রাজনৈতিক সদিচ্ছা। বরং পরিকল্পনামাফিক করলে যেমন এর সংখ্যাও কমে আসবে, তেমনি বন্ধ হবে পণ্য বিক্রয়ের প্রকটতাও। আর তখন আপনার-আমার সবার জানালা দিয়ে বাইরে তাকালে আকাশই দেখা যাবে, এ কথা নিশ্চত করে বলা যায়
১৯ শে মে, ২০১৩ রাত ৯:০৬
মাঘের নীল আকাশ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ...আমাদের সমস্যা আমাদেরকেই চোখ বন্ধ করে সহ্য করে যেতে হবে
২| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:০১
মেহেরুন বলেছেন: ভালো!! ভালো!!!
৩| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:২৫
স্বপনবাজ বলেছেন: দরকারী পোষ্ট! সচেতনতা গড়ে উঠুক!
১৯ শে মে, ২০১৩ রাত ৯:০৮
মাঘের নীল আকাশ বলেছেন: যাদের জন্য লেখা...তারা তো আর ব্লগ পড়ে না...(
৪| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫৪
সিয়ন খান বলেছেন: সচেতন মূলক পোস্ট। ভাল লাগলো।
১৯ শে মে, ২০১৩ রাত ৯:০৯
মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ
৫| ১৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৭
Kawsar Siddiqui বলেছেন: সচেতনতা-বৃদ্ধিমূলক পোস্ট ; ভালো লাগলো ।
১৯ শে মে, ২০১৩ রাত ৯:০৯
মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ
৬| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০৩
দুঃখিত বলেছেন: ভালো লিখেছেন। ++ ভালো থাকুন সবসময় আপু
১৯ শে মে, ২০১৩ রাত ৯:০৯
মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ
৭| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আপুনি সুন্দর পোস্ট ২য় ভাল লাগা ।
১৯ শে মে, ২০১৩ রাত ৯:১০
মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ কিন্তু পোস্ট আপুনি লেখে নাই...
৮| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০
মুনসী১৬১২ বলেছেন: সচেতন হতে হবে সবাইকে
১৯ শে মে, ২০১৩ রাত ৯:১১
মাঘের নীল আকাশ বলেছেন: ঠিক ঠিক...আমরা সচেতন...তাই আমরা ব্যানার বিলবোর্ড লাগাই না...কিন্তু যারা লাগায় তারা কি সচেতন হবে?
৯| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লেখকের চিন্তাধারা আমার ভাল লেগেছে । ছবিগুলি ঝাপসা দেখলাম ।
জানি ব্যস্ত , তার পরও আমরা সবাইই কমেন্টের রিপ্লাই আশা করি।
জামাই বাবুর সাথে মশকরা স্বরূপ আমার সর্ব শেষ লিঙ্ক সর্বস্ব পোস্ট টিতে আমন্ত্রন জানাচ্ছি ।
১৯ শে মে, ২০১৩ রাত ৯:১৩
মাঘের নীল আকাশ বলেছেন: ভাই...আমিও ছবি ঝাপসা দেখতাসি...কিন্তু পুরা এইচ ডি প্রিন্ট আপলোড দিসি...!!!
১০| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:১৬
আমিভূত বলেছেন: মেহেরুন বলেছেন: ভালো!! ভালো!!!
১৯ শে মে, ২০১৩ রাত ৯:১৪
মাঘের নীল আকাশ বলেছেন:
১১| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:১৩
যুবায়ের বলেছেন: সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন..
সকলের সচেতনতা প্রয়োজন..
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩৯
মাঘের নীল আকাশ বলেছেন: আমরা সচেতন...কিন্তু যারা করে তারা কবে এবং কিভাবে সচেতন হবে সেটাই ভাবার বিষয়...!
১২| ২৩ শে মে, ২০১৩ রাত ২:৫৯
ভিয়েনাস বলেছেন: চমৎকার তথ্য সমৃদ্ধ পোষ্ট ।
ভালো লাগলো
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩৯
মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ
১৩| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:২৪
রাতুল_শাহ বলেছেন:
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩৯
মাঘের নীল আকাশ বলেছেন:
১৪| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৫
রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: ৫ম ভালোলাগা।
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬
মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ
১৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনি কী এখনো জেনারেল হন নাই। :-&
আপনার জন্য শুভকামনা থাকলো।
দ্রুত জেনারেল হয়ে যান্ ।
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭
মাঘের নীল আকাশ বলেছেন: আমি সবসময়ই ষাধারণ...তাই আর আলাদা করে বোধহয় জেনারেল করবে না...
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুবই সাম্প্রতিক এবং উদ্বেগজনক একটা ইস্যু তুলেছেন। গাজীপুর গেলে এই জিনিসটা খুব চোখে পড়ে, বড়ই দৃষ্টিকটু...
আসলে আমরা এত বেশী সমস্যার মধ্যে ডুবে আছি যে এগুলোর কোন খবরই নাই। দুই দল শুধু আখের গোছাতে ব্যস্ত, আমাদের সমস্যা দেখবে কে??