![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর দেয়ালের পরে আঁকাবাঁকা অসংখ্য অক্ষরে একবার লিখিয়াছি অন্তরের কথা — সে সব ব্যর্থতা আলো আর অন্ধকারে গিয়াছে মুছিয়া!
আজকের লেখাটা আমার মা আর বউকে নিয়ে লেখা।
আমার মা বাংলাদেশের সেরা মেয়েদের স্কুলের একজন শিক্ষক। স্বাভাবিকভাবেই তাঁর কাছ থেকে প্রজ্ঞা, বিচক্ষণতা ইত্যাদি সাধারণের থেকে কিছুটা বেশীই আশা করাটা স্বাভাবিক। যেহেতু বিগত ২৫ বছর যাবৎ নানাবিধ মেয়েদের দেখে অভ্যস্ত, তাই ছেলের বউ এলে তার সাথে খুব সহজেই তিনি মানিয়ে নিতে পারবেন বলে আমার ধারণা ছিল!
যাই হোক, মেয়ে দেখতে গেলে সবসময়ই তিনি মেয়েকে বা মেয়ের পরিবারকে এমনসব উদ্ভট আর উদ্দেশ্যমূলক প্রশ্ন করতেন যা কিনা তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিত। আর তিনি এতে বেশ মজা পান, অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবার মজা। যদিও তার নিজের তখন বিবাহযোগ্য মেয়ে ছিল
আমার মা সবর্দাই বেজায় আত্মকেন্দ্রিক। নিজেরটুকু বুঝে পেলেই হল...পাশের জন না খেয়ে থাকলেও তিনি খুব কমই মাথা ঘামান। আমার স্ত্রী সারাদিন অফিস করে সন্ধা সাতটায় বাসায় গিয়ে সবার আগে রান্নাঘরে ঢুকে। তারপর রান্না শেষ করে হাতমুখ ধোয়। আমার মা কখনই তাকে এইসব ক্ষেত্রে কোন প্রকার সহযোগিতা তো দূরে থাক...জিজ্ঞেস করেও দেখে না। স্কুলে সবার খুঁত ধরতে ধরতে এমন অবস্থা যে, সারাক্ষণ আমার বউয়ের খুঁত ধরায় ব্যস্ত থাকে। আমার বউ অবশ্য হাসিমুখে সব মেনে নেয়। প্রথম থেকেই বউ-শাশুড়ীর সম্পর্কটি সম্পূর্ন শীতল।
আমার বউ বিয়ের দুইদিন পর থেকেই রান্নাঘরে ঢুকে রান্না করছে। কারণ আমার আম্মার এটিচুডটা ওইরকমই ছিল। আমাকে বিয়ের পরদিন থেকে বাজার করতে হবে আর আমার বউকে রান্না !! এই নিয়ে আমার সাথে আম্মার ক্যাচাল লেগেই থাকে। বলে রাখা ভাল আমি আর আমার বউ দুজনেই বেশভাল জায়গায় কর্মরত। আমি একমাত্র ছেলে আর আমার বউ সবার সাথে মিলেমিশে শশুড়-শাশুড়ীর সংগে থাকাকেই শ্রেয় মনে করে। আমরা কেউই বাবা-মা'র উপর নির্ভরশীল নই। আর আমার বাবা-মা'ও এখনো কর্মরত। স্বাভাবিকভাবে তাঁরাও নন।
যাই হোক, গত শবেবরাতে আমার বউ সম্পূর্ন একা একা নানা পদের হালুয়া তৈরী করেছিল। শিলপাটা দিয়ে বুট বাঁটা থেকে শুরু করে...সব। আম্মা একবারের জন্য রান্নাঘরে উঁকি দিয়েও দেখেনি। তিনি কখনই দুটির বেশী হলুয়া করতেন না। আমার বউ আশা করেছিল এতে হয়তো শাশুড়ীর মন গলবে...হাসিমুখে একটা দুইটা কথা বলবে। কিন্তু কিছুই বলেনি। সে খুবই মন খারাপ করেছিল এ নিয়ে। উপরন্তু, আমার বউ আমাকে বলে দিয়েছিল যে, তাঁর মা (আমার শাশুড়ী) যদি জানতে চায়, এতসব হালুয়া কে বানিয়েছে, আমি যেন বলি...সব কাজে বুয়া হেল্প করেছে। কেননা একা একা তার মেয়ে এতসব করছে শুনলে হয়তো তার খারাপ লাগবে। যথারীতি আমার শাশুড়ী জানতে চাইলেন। আর আমি কিছু বলার আগেই বউ বলল...বুয়া সব বেঁটে দিয়েছে আর আমি অল্প কয়টা আইটেম করেছি। আমি আর কিছু বললাম না।
আগামী পর্বে কি হবে জানতে চোখ রাখুন আমার ব্লগে...
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০
মাঘের নীল আকাশ বলেছেন: ভক্তি বউ, মাতা, ভ্রাতা দেখে হয় না। হয় আচরণ দেখে। ধন্যবাদ।
২| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
চারশবিশ বলেছেন: আপনার কি মাঝে মাঝে মনে হয় ইস্ মা যদি মারা যেত তাহলে এত ঝামেলা থাকতনা
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬
মাঘের নীল আকাশ বলেছেন: আপনি ভাবছেন জেনে ভালো লাগলো...!
৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮
মেহেরুন বলেছেন: চারশবিশঃ ভাই আপনার কি মনে হয় নাকি??? নয়তো এমন কথা বলতেন না
৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ঘরের কথা নাকি নিছক গল্প !
এমন সমস্যা খুব সতর্কতার সাথে সমাধান করতে হয় !
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫
মাঘের নীল আকাশ বলেছেন: এসব সনাতন সমস্যার আদেী কি কোন সমধিান আছে?
৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮
বনসাই বলেছেন: চোখ রাখলাম, দেখি ঘটনা কোন দিকে কত দূর গড়িয়েছে! তারপর না হয় কিছু লিখবো। আপাতত বসে থাকছি।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
মাঘের নীল আকাশ বলেছেন: তাহলে আর কিছুদিন বসে থাকতে হবে...
৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮
মেনন আহমেদ বলেছেন: এ রকম সুন্দর মনের গুনবতী বউ সবার ঘরে থাকার দরকার।
আপনার মেয়ে হলে আমার ছেলের জন্য বুকিং দিয়ে রাখলাম
বেশির ভাগ মেয়েরা মায়ের মতো হয়।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩
মাঘের নীল আকাশ বলেছেন: হয়তো ! ধন্যবাদ !
৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
পথহারা নাবিক বলেছেন: মোঃ আনারুল ইসলাম বলেছেন: মাতা ভক্তি বাদে একটু বউ ভক্তি বেশৗ হয়ে গেলেন না?
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১
মাঘের নীল আকাশ বলেছেন: হলেই বা সমস্যা কোথায়? ভক্তি বউ, মাতা, ভ্রাতা দেখে হয় না। হয় আচরণ দেখে। ধন্যবাদ।
৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭
উদাস কিশোর বলেছেন: পথহারা নাবিক বলেছেন: মোঃ আনারুল ইসলাম বলেছেন: মাতা ভক্তি বাদে একটু বউ ভক্তি বেশৗ হয়ে গেলেন না?
আমিও এই কথাটাই বলতে চাইছিলাম ।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১
মাঘের নীল আকাশ বলেছেন: ভক্তি কোথায় দেখলেন ? আর ভক্তি বউ, মাতা, ভ্রাতা দেখে হয় না। হয় আচরণ দেখে। ধন্যবাদ।
৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯
স্রাবনের রাত বলেছেন: আপনার বউয়ের জন্য সমবেদনা ।
আর একটা কথা আপনার বউ কতদিন এভাবে থাকতে পারবে, তা ভাবার বিষয়
২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৭
মাঘের নীল আকাশ বলেছেন: তার চাইতেও বড় কথা আমি কতদিন পারবো...হাহাহাহা! ধন্যবাদ!
১০| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬
চারশবিশ বলেছেন: হয়তো আমার কথাটা বেশি কঠিন হয়ে গিয়েছে
কিন্ত আচরন যদি পোষ্টের মত হয় বা যাদের এই রকম সমস্যা আছে তাদের মাথায় এই চিন্তা আসতেই হবে
পোষ্টে বা মুখে আমরা অনেক বড় বড় কথা বলতে পারি কিন্তু বাস্তব অত্যন্ত কঠিন
দোয়া করি এইরকম কুচিন্তা যেন কোন কুসন্তানের মনেও না আসে
২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৬
মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ!
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩
আমি ইহতিব বলেছেন: সত্য ঘটনা না গল্প ঠিক বুঝতে পারলামনা, কনফিউজড হয়ে গেলাম।
মায়েরা বৌ ঘরে এলে এমন পাল্টে যান কেন বুঝিনা।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১
মাঘের নীল আকাশ বলেছেন: সাধারণতঃ সেসব মায়েরাই পাল্টান যারা বউ হিসেবে শশুড়বাড়ী কখনো যেতে চায় নি কিম্বা গেলেও থাকতে চায় নি। যেমন আমার মা।
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭
মে ঘ দূ ত বলেছেন: "ভক্তি বউ, মাতা, ভ্রাতা দেখে হয় না। হয় আচরণ দেখে। " -
মন্তব্যটা ভালো লাগলো। এইরকম পরিস্থিতিতে ছেলেদের পড়াটা দুর্ভাগ্যজনক। কারণ পরিবারটা সবাই মিলে। কেও কারো উপর এমন বেজাড় বা বিরূপ মনোভাব নিয়ে থাকলে ঘরে ভালো লাগে না। সময় পেলে আপনার স্ত্রীকে সহযোগীতা করে দেখতে পারেন। না পারলে অন্তত রান্নার সময়টায় কিচেনে গিয়ে সঙ্গ দিয়েও দেখতে পারেন।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৬
মাঘের নীল আকাশ বলেছেন: রান্নার সময়টা তাকে সঙ্গ দেবার চেষ্টা করি। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একটি জটিল পোস্ট,,,,। হাদিসে আছে,,মার পায়ের নীচে সন্তানের বেহেস্ত--এই কথাটা ৩ বার বলা হয়েছে,,,চতুর্থবার বাবার কথা বলা হয়েছে। মা যদি কোন কারণে খারাপ ব্যবহারও করে তারপরও উহ্ শব্দটিও করা যাবেই না,,,,,,,,। আপনি এই পৃথিবীর আলো দেখেছেন শুধুই আপনার মা আর বাবার কারণেই,,,,,,,,,,,।
আমি এই ধরণের একটি জটিল কেস হ্যান্ডেলিং করেছি,,,,,,,। সেটা আমাদেরই আত্মীয়,,,,,,,,,,,।
যাইহোক ভাবীকে শ্রদ্ধা যে তিনি মিলে মিলেই থাকতে চান,,,,,,,,,,। একটা কথা মনে রাখবেন ইতিবাচক আচরণ দিয়ে,,,কোন কোন ক্ষেত্রে একটু কৌসুলী হয়ে সমস্যার সমাধান করা যায়,,,,,,,,,,,,। আপনিও মায়ের সাথে কোমল আচরন করুন,,,,,,,,,,ভাবী এই দিক দিয়ে এগিয়ে আছে,,,,,,,। অযথা ছোট ছোট কোন ঘটনাকেই বড় করে সামনে আনা ঠিক নয়,,,এতে সমস্যা আরো গভীর হয়,,,,,,,,,। আপনার উচিত মধ্য পন্থা অবলম্বন করা,,,,,,,,,।
মনে রাখবেন সন্তান যতই শিক্ষত হোক না কেন,,,,মায়ের কাছে কিন্তু সেই ছোটটিই থাকে,,,,,,,,,,,,
আজ যে মাকে একটু বিরক্তকর লাগছে,,,এই মা যখন পৃথিবীতে থাকবে না ,,,,তখন দেখবেন,,,হয়তো কোন একদিন মনে হবে,,,,,,,এই পৃথিবীতে সবই কেমন ফাঁকা ফাঁকা লাগছে,,,,,,,,,,।
বউ শাশুরীর দ্বন্দ্ব চিরাচারিত,,,,,,,। এটা এক পাক্ষিক নয়,,,,,,,এক হাতে কোন দিনই তালি বাজে না,,,,,,,,,,,,,,কথাটা একটু স্মরনে রাখবেন,,,,,,,,,,,,,,,,,,।
আমি অনুরোধ করবো,,,,,,,,,,,আপনার মা,,,,,,আপনার শিক্ষিকা মা,,,,,,,সম্মানীয়া মাকে নিয়ে আর এ ধরনের কোন লেখা না দেয়াই ভাল,,,,,,,,,,,,,। তাতে মা জাতিকে নিয়ে ঠাট্টা করা হয়,,,,,,,,,,,।
আপনার মাকে শ্রদ্ধা, আপনার স্ত্রীকে শ্রদ্ধা,,,,,,,,,,সর্বোপরি আপনার জন্য শুভেচ্ছা,,,,,,,,,,,
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮
মাঘের নীল আকাশ বলেছেন: "এক হাতে কোন দিনই তালি বাজে না".... বহুল প্রচলিত এবং অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য হলেও আপনার সাথে একমত হতে পারলাম না।
আমার মনে হয় সবগুলো পর্ব পড়লে আপনার মন্তব্য আরও সুচিন্তিত ও গঠনমূলক হতো। ধন্যবাদ।
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেখেন মেহেরুন আবারও আপনার জন্য মার্কেটিং-এ নেমেছেন ১৪ নং কমেন্টসে।
ভালো তো্ ভালো না?
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭
মাঘের নীল আকাশ বলেছেন: সবই তো ভালো...খারাপ কি?
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬
আমি ইহতিব বলেছেন: আমার পোস্টে কেউ কোন কমেন্টস করলে (হোক সেটা মার্কেটিং এর জন্য) আমার যদি সমস্যা না থাকে অন্য কারো তাতে কি সমস্যা বুঝলামনা।
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮
মাঘের নীল আকাশ বলেছেন: আমিও বুঝলাম না...!!!
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মাতা ভক্তি বাদে একটু বউ ভক্তি বেশৗ হয়ে গেলেন না?