![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর দেয়ালের পরে আঁকাবাঁকা অসংখ্য অক্ষরে একবার লিখিয়াছি অন্তরের কথা — সে সব ব্যর্থতা আলো আর অন্ধকারে গিয়াছে মুছিয়া!
সাঁস ভি কাভি বহু থি...থি কেয়া ?!? - পর্ব - ১
আমার বিয়ে হয়েছে এক বছরের কিছু বেশী। আর আমার ছোট বোনের বিয়ে হয়েছে আমার প্রায় তিন মাস আগে। সে স্বামী সংসার নিয়ে সুইডেনে স্থায়ীভাবে আছে। বললাম একারণে যে, যদিও আমাদের দুইজনের মাত্র তিনমাসের ব্যবধানে বিয়ে হয়েছে, তারপরও আমার ক্ষেত্রে অনেকটা দায়সারা ভাব দেখলাম। অনেক বিষয় ছিল যা বিয়েতে কোনভাবেই ভুল হবার কথা না। যেমন, প্রথবার মেয়ের বাড়ীতে সাজ-সামগ্রী নিয়ে গেলে মিষ্টি না নিয়ে যাওয়া, বিয়েতে কালো শাড়ী না দেয়া, বিয়েরে পর ঘরে পড়ার শাড়ী না দেয়া ইত্যাদি। যেসব উপঢৗেকন আমার বোন বিয়ের সময় পেয়েছিল এবং আমার মা সেসব নিয়ে খুব বলে বেড়াত "আমার মেয়ে এটা পেয়েছে ওটা পেয়েছে...", ঠিক আমার বিয়ের সময় যখন কনে পক্ষকে সেসব দেবার কথা বললাম আমার মা একেবারেই আগ্রহ দেখায় নি। পরের মেয়ে হয়তো..এত দিয়ে কি হবে..!! আমার মা'র এই ধরণের নীচু মানসিকতার সাথে আমার আগে পরিচয় হয়নি। বাসায় কেউ এলেই সে তার মেয়ে বিয়ের ছবি নিয়ে বসে। ভদ্রতার খাতিরে গেস্ট হাজার খানেক ছবি দেখে ও বর্ণনাও শোনে। আমার মা ছবি দেখায় আর বলে "রাজপুত্র...রাজকন্যা"। কিন্তু, আমার বিয়ের ছবি সে কাউকে দেখায় না, নিজেও কখনো দেখতে চায় না।
আমাদের বাসায় কখনও খুব একটা মেহমান আসে না। কারণ আম্মা পছন্দ করে না। আমার আম্মা ডে শিফটের টিচার। দুপুর ১২ থেকে বিকাল ৫টা পর্যন্ত তার কাজ। শুক্র-শনি ছুটি। কিন্তু তার ব্যস্ততা প্রকাশ থাকে প্রধানমন্ত্রীর চেয়েও বেশী। বাসায় কেউ এলেই সে যে কত ব্যাস্ত...এবং তার কত কাজ ফেলে সে এখানে সময় দিচ্ছে...তা বারেবারে মনে করিয়ে দেয়।
বিয়ের পরপর আমি আমার বউকে নিয়ে সুন্দরবন বেড়াতে যেতে চাইলে আমার শশুড়বাড়ী থেকে কোন আপত্তি না তুললেও আমার আম্মা আমার বউকে চাপ দেয়ার চেষ্টা করেছিল যাতে না যাই। কেন করেছিল, তা আমার কাছে আজও পরিষ্কার নয়। তার মধ্যে সবসময়ই প্রভাব খাটানোর একটা প্রবণতা আছে। কিস্তু, আমার সাথে না পেরে বউয়ের উপর চেষ্টা করে আরকি!
বিয়ের পরপর একদিন আমার মা খাবার বেড়ে টেবিলে খেতে ডাকলো। খুশি মনেই বউ সহ গেলাম। গিয়ে দেখি কয়েকদিনের ফ্রিজের বাসী তরকারী আর বড়জোড় একজনের খাবার। শেষে ওইটাই দুজনে খেলাম। এরপর থেকে, মানে বিয়ের দুদিন পর থেকেই নিজে রান্না করে...যত কষ্টই হোক না কেন। সবার জন্যই করে এবং তার শশুড়-শাশুড়ীকে নিজ হাতে বেড়ে খাওয়ায়। সে চায় আমি যেন সবসময় তার হাতে তৈরী ফ্রেশ খাবার সবসময় খেতে পারি। যে দেখে সে-ই বলে...প্রথম বছর নাকি বউরা ঘুরে ফিরেই সময় কাটায় আর আমার বউ রান্নাঘরে!!
আসছে পর্বে দেখুন আরও চমক...চোখ রাখুন আমার ব্লগে
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭
মাঘের নীল আকাশ বলেছেন: বাস্তবতা কল্পনাকেও হার মানায়!
২| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২
বোকা ছেলে ৯৮৯ বলেছেন: চোখ রাখলাম আপনার ব্লগে । শেষ পর্যন্ত পড়ার পর মন্তব্য করব
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮
মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ...আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম!
৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫
পি কা চু বলেছেন: রাখলাম!!
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮
মাঘের নীল আকাশ বলেছেন: কি রাখলেন?
৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪
ইমরাজ কবির মুন বলেছেন:
ঘটনা আঁচ করতে পারতেসি, দেখি আমাকে টুইস্টেড করতে পারেন নাকি ||
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭
মাঘের নীল আকাশ বলেছেন: দেখা যাক্।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২
বেলা শেষে বলেছেন: take it easy- try to make it helpful.
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
মাঘের নীল আকাশ বলেছেন: সেই চেষ্টায়-ই তো আছি ভাই :-&
৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
বেগুনী ক্রেয়ন বলেছেন: এরকম লেখা দেখার সৌভাগ্য হয়নি কোনো দিন| এত নিরপেক্ষ ভাবে ব্যপার গুলো কেউ ভাবে না|
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১
মাঘের নীল আকাশ বলেছেন: আপনার সৌভাগ্য আর আমার দুর্ভাগ্য ...হাহাহাহা...
৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২
পথহারা নাবিক বলেছেন: এখনো জমে উঠে না!! দেখি সাম্নের পর্বে কি হয়!!
২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২
মাঘের নীল আকাশ বলেছেন: এমনিই জমে আছি...আর কত?
৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫০
স্রাবনের রাত বলেছেন: ভাল লাগল । আপনার লেখার ধরন টা সুন্দর । পড়তে ভাল লাগে । আপনার জন্য শুভ কামনা ।
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬
মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ...আপনিও ভালো থাকবেন।
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬
রাবার বলেছেন: অপেক্ষায় থাকি । দেখা যাক কি হয় শেষে ?
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫
মাঘের নীল আকাশ বলেছেন: আর কিছুদিন অপেক্ষা করুন!
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮
আমি ইহতিব বলেছেন: এমন কিছু অভিজ্ঞতা আমার নিজেরও আছে ভাইয়া। বেড়াতে যেতে চাওয়াতে আমার শাশুড়ী রাগ করেছিলেন এই বলে যে এত টাকা নষ্ট করার মানে কি?
পরের পর্বে যাচ্ছি।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭
মাঘের নীল আকাশ বলেছেন: আমার মা'ও চেষ্টা করে কিন্তু আমার সঙ্গে পেরে উঠে না! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫
গারো হিল বলেছেন: ভাই ইন্ডিয়ান সিরিয়াল নাকি