![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর দেয়ালের পরে আঁকাবাঁকা অসংখ্য অক্ষরে একবার লিখিয়াছি অন্তরের কথা — সে সব ব্যর্থতা আলো আর অন্ধকারে গিয়াছে মুছিয়া!
'আপ' এনিমেটেড মুভিটার কথা প্রায়ই আমার মনে হয়। অনেক আগে যখন দেখেছিলাম, তখন Fredricksen -র জায়গায় নিজেকে ভাবতাম আর মনে মনে 'Ellie' র মত কাউকে খুঁজতাম...
অবশেষে তার সন্ধানও পেলাম এবং গত এক বছর যাবৎ 'Ellie' মানে আমার বউ মেহেরুন এর সাথে সংসার জীবনের একটি বছর পূর্ণ করলাম। এই সময়ে একটি বিষয় আমার কাছে পরিষ্কার যে, তার সমস্ত চিন্তা চেতনা জুড়ে থাকে কেবলই আমার মঙ্গল কামনা। নিশ্চিতভাবে বলতে পারি, সে আমাকে যতটা ভালবাসে সেটা বোঝা আমার সাধ্যের অতীত।
কিভাবে এবং কতভাবে কাউকে ভালবাসা যায়, তা সে আমকে দেখিয়েছে। আমিও যে কারও কাছে মূল্যবান হতে পারি, আমাকেও যে ভালবাসা যায়, তা আমাকে সে বুঝিয়েছে। প্রতিদিন সকালে আমার অফিসের ড্রেস রেডি করে জুতো মুছে সে আমার জন্য অপেক্ষা করে, কিন্তু আমি কখনই তাকে সাহায্য করি না। কিভাবে যেন, আমি কিছু বলার আগেই সে বুঝে যায় আমার কি দরকার। কিন্তু, সে মুখে বললেও আমি তার কথা বুঝতে চাই না। সারাদিন, অফিসে কাজ করে সে আর আমি দুজনেই বাসায় ফিরি। কিন্তু, যে যায় রান্নাঘরে আর আমি হয়তো ফ্রেশ হয়ে টিভি দেখি। সে ক্লান্ত শরীরে প্রতিদিন আমার জন্য আমার পছন্দের বিকালের নাস্তা তৈরী করে। বারণ করলেও শুনতে চায় না। সে বলে "তোমার হাসি মুখ দেখতে আমার ভাল লাগে..."। কিন্তু, আমি কখনই তাকে কিছু তৈরী করে খাওয়াতে পারি না। শশুড়বাড়ীতে অহরহই তাকে অবহেলার মুখোমুখি হতে হয়। হয়তো, মেয়ে আর ছেলের বউ এক নয় বলে। সে সবকিছুই সহ্য করে আমার কারণে। সে তার বাবা-মা'র কাছেও কিছু জানায় না, আমার কথা ভেবে।
এখন সে প্রায় আটমাসের অন্তঃসত্ত্বা। অসম্ভব শরীর খারাপ সত্ত্বেও গত ৩রা মার্চ সে আমার জন্মদিন পালন করল। আমার জন্য গিফট কিনল। গত বছর থেকে সে আমার জন্মদিন উদযাপন করে আসছে। সে বলেছে, যতদিন সে বেঁচে থাকবে ততদিন এইদিনটাকে সে স্মরণীয় করে পালন করবে। তীব্র শারীরিক ব্যাথা-যন্ত্রণার মাঝেও সে আমার সাথে হাসি মুখে কথা বলে। সেও আমার কাছ থেকে তা আশা করে। কিন্তু, আমি পারি না। তার মন খারাপ হলে, আমি তার মন ভাল করতে পারি না। সে সারারাত ব্যাথায় ঘুমাতে না পারলেও তখনই আমার ঘুম ভাঙ্গায় না। আমিও মড়ার মত নাক ডেকে রাত পার করে দেই। তার যন্ত্রনার কিছুই সে আমকে বুঝতে দেয় না। সে সারাদিনে আমার কথা যতবার ভাবে, তার সিকিভাগও হয়তো আমি ভাবি না। আমি মাঝে মাঝে তাকে বলি "আমি তোমকে অ - - -নে - - - ক ভালবাসি।" সে বলে "আমিও"।
সময় অনন্ত, আমদের জীবন সে তুলনায় অতিক্ষুদ্র। ভাবি, আমরা কেউই একসময় থাকবো না, ধুলায় লুটাবে আমাদের অস্থিমজ্জা। আজকের এই ভালবাসা-আবেগ সবই অতীত হয়ে যাবে। কেউই জানবে না আমাদের কথা। মাঝে মাঝে মনে হয়, আহা...যদি ধরে রাখতে পারতাম আমাদের এই জীবনটাকে...যদি পারতাম আজকের এই ক্ষণটাকে মমি করে রাখতে...
০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৯
মাঘের নীল আকাশ বলেছেন: তুমি আপাতত অফ যাও...
২| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২০
রাসেলহাসান বলেছেন: "হ্যাপি বার্থ ডে"
দোয়া রইলো আপনাদের জন্য। চিরকাল এভাবেই যেনো সাজানো গোছানো থাকে আপনাদের সোনার সংসার।। চির সবুজ থাকুক আপনাদের অমূল্য ভালোবাসা!!
০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪০
মাঘের নীল আকাশ বলেছেন: আপনার শুভকামনার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৩| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৫
আমি ইহতিব বলেছেন: কমেন্টস করবো কিনা ভাবছিলাম, দুজনের জন্য দুজনের ভালোবাসা দেখে আর কমেন্টস না করে থাকতে পারলামনা। এই ভালোবাসা সারাজীবন এমন থাকুক, একটুও যেন মলিন না হয় এই দোয়া করি।
মেহেরুন তুমি সত্যিই অনেক ভাগ্যবতী। সত্যকারের ভালোবাসা খুব কম মানুষের ভাগ্যে জোটে। এমন সুখে ভরপুর থেকো সবসময় এই দোয়া করি।
ও দেরীতে হলেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া।
০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪০
মাঘের নীল আকাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভাল থাকবেন। আমাদের জন্য দোয়াও করবেন।
৪| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২২
অদৃশ্য বলেছেন:
আমার মনে হয় আপনার স্ত্রী খুব ভালোভাবেই ভালোবাসা আর সাক্রিফাইসের মানেটা বোঝেন... অনুভব করেন... তার ব্যবহারও করেন... একটা সুন্দর বিবাহিত জীবন সামনে সময়ের পর সময় ধরে টেনে নিয়ে যাবার জন্য এই বোধটুকুর থেকে ভালো কিছু আর হতে পারেনা...
আর তার সবকিছুর প্রতি আপনার এই যে ভাবনাগুলো তৈরী হলো এটাও তার প্রতি সম্মান ও ভালোবাসারই বহিঃপ্রকাশ... এই ফিল করা ব্যপারটাই অনেকের মাঝে থাকেনা... আপনি করছেন... এটা আপনাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে... করবে ভালোবাসাময়...
এই সুন্দর পৃথিবীর মুখ দেখার অপেক্ষায় থাকা আপনাদের সন্তানের জন্য অনেক দোয়া রইলো...
শুভকামনা...
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৪
মাঘের নীল আকাশ বলেছেন: ধন্যবাদ...ভালবাসা বিষয়টি সম্পূর্ণই দ্বিপক্ষীয়। কাজেই আমার দিক থেকেও আমি কিছুটা চেষ্টা করি।
ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবে যে মামা হব? বুঝতে পারছিনা।
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৫
মাঘের নীল আকাশ বলেছেন: হইলে আবার একখান নতুন পোস্ট পাইবেন...
অপেক্ষায় থাকেন...
৬| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি কী মামা হয়েছি নাকি? বললেন না তো? আমার বোনটারও আর কোন খবন নেই?
২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০৮
মাঘের নীল আকাশ বলেছেন: আর কিছুদিন ওয়েট করেন...বোন ভাগ্নে/ভাগ্নির সব থবর পাবেন ইনশাআল্লাহ...!
৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৩
মেহেরুন বলেছেন:
১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৭
মাঘের নীল আকাশ বলেছেন:
৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৭
ডার্ক ম্যান বলেছেন: আহ! ভালোবাসার নানান রং
সে তো কবু ভোলার নয়।
মিষ্টি কবে খাওয়াবেন?
১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৮
মাঘের নীল আকাশ বলেছেন: আর কিছুদিন অপেক্ষায় থাকেন
৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৬
মেহেরুন বলেছেন:
১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫
মাঘের নীল আকাশ বলেছেন: :* :* :* :*
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৮
মেহেরুন বলেছেন: এত কিছু দেখে কি বলবো বুঝতেসি না!! থাক এখন কিছু বলবো না।