নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাকে ভালবাসি
সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, এ এইচ এম কামরুজ্জামান, ও এম. মনসুর আলী। আমাদের চার জাতীয় নেতা।
আওয়ামীলীগ, মুক্তিযুদ্ধ, এবং নতুন বাংলাদেশ গঠনে অবদান রেখেছেন আমাদের জাতীয় চার নেতা সহ আরো অনেক নেতা। যারা ছিলেন প্রকৃতই বঙ্গবন্ধুর সৈনিক। জীবনের অন্তিম মূর্হুতেও তারা ভুলে যাননি তাদের প্রিয় নেতাকে, তাদের আদর্শকে, তাদের দেশকে। অভিমান করেই চলে গিয়েছিলেন আবদুর রাজ্জাক ও আবদুল জলিল।
আর আজ, চলে গেলেন আমাদের অভিভাবক জিল্লুর রহমান। দেশ আজ তার এক নিবেদিত সন্তানকে হারালো।
আমরা ইতিহাস সহজেই ভুলে যাই। আমরা ভুলে গেছি মুহাম্মদ নাসিম, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, অধ্যাপক আবু সাইয়িদ, আমির হোসেন আমু , তোফায়েল আহমদ, সাবের হোসেন সহ দেশের জন্য নিবেদিত প্রাণ বীরদের।। হাজারো বেইমান আজ আমাদের চারপাশে। এসব বেইমান মীরজাফরদের ভীড়ে আমরা দেশপ্রেমিকদের, আমাদের সূর্যসন্তানদের একে একে হারিয়ে ফেলেছি।
একটা সময় আসবে যখন আওয়ামীলীগ নেতা কর্মীরা মুজিবীয় আর্দশ ভুলে যাবে। আওয়ামীলীগ থাকবে। কিন্তু সেখানে তার আর্দশ এবং তার সৈনিকরা থাকবেনা।
জিল্লুর রহমানের মৃত্যুর সংবাদ শোনার পর থেকে বুকের ভিতর গুমরে উঠেছিল। যারা ইতিহাস চর্চা করেন তাদেরও হয়তো এমনটি হচ্ছে।
যেখানেই থাকুন ভাল থাকুন।
=========================
পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। অনেকের নাম উঠে আসছে সামনে।। সাজেদা চৌধুরী, জোহরা তাজউদ্দীন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, আমির হোসেন আমু। অনেকেই এমনকি হো মো এরশাদ এর নামও বলছেন।
কিন্তু আমি মনে করি, পরবর্তী রাস্ট্রপতি হিসেবে বর্তমান স্পীকার আবদুল হামিদকেই নির্বাচন করা যেতে পারে। যারা স্পীকার ব্যক্তিগত জীবন সম্পর্কে এবং রাজনৈতিক নীতি সর্ম্পকে ধারণা রাখেন তারা নিসন্দেহে আমার সাথে একমত হবেন।
রাস্ট্রপতি পদটা এমন একটা পর্যায় যে পদে আসীন হওয়ার পর আর নীচু কোন আসনে বসাটা সমীচিন হয়না। এরশাদ বা বদরুদ্দৌজা চৌধুরীরা রাষ্ট্রপতি হওয়ার পরও আবার যেভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েছেন (আমার ব্যক্তিগত মতামত) তাদের জন্য বিষয়টা কোন ভাবেই মানানসই নহে।
রাষ্ট্রপতিরা নিজ পদ থেকে অবসরের পর নিরপেক্ষ অবস্থানে থেকে জাতীর কান্ডারীর ভূমিকা পালন করতে পারেন। তখন জাতি তাদের যোগ্য সম্মান দিতে কার্পন্য করবেনা।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
জিয়া চৌধুরী বলেছেন: হুমম, শেখ হাসিনা উনাকে তিনদিন বাসার বাইরে বসায়া রাখছিলেন উনি কয়দিন বসায়া রাখবেন?
২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০
বিডি আইডল বলেছেন: লেজেহোমো এরশাদ
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
জিয়া চৌধুরী বলেছেন: এরশাদ একটা মেন্টাল কেস। কখন কি বলে ঠিক নাই।
৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
রিফাত হোসেন বলেছেন: হো মো এরশাদ ! ডিয়াচ ......... আসলেই গে
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০
জিয়া চৌধুরী বলেছেন: দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম শোনা যাচ্ছে।
৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আমার মতে নিঃসন্দেহে তোফায়েল আহমদ।
বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের নেতাদের একজন।
কিন্তু দলিয় রাজনীতির কুটচালে পিছিয়ে পরেছেন, উনি এমন কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য
২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬
জিয়া চৌধুরী বলেছেন: আপনার সাথে একমত।
৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: সাজেদা চৌধুরী - এমন পোষা প্রাণি আর হয় না!
২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২
জিয়া চৌধুরী বলেছেন: সাজেদাও আওয়ামীলীগের অন্যতম জনপ্রিয় নেতা। এরা নিরলস শ্রম দিয়েছেন। খ্যাতির জন্য নয় দেশের জন্যই কাজ করে গেছেন।।
৬| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: পেপারে পড়েছিলাম...জিল্লুর মরলে এরশাদ প্রেসিডেন্ট....দেখা যাক কি..বেচারা মার যাওয়ায় আওয়ামীলীগ বেকায়দায়..এরশাদ প্রেসিডেন্ট হলে.....দেশে ফের সামরিক শাসন...ঠা ঠা ঠা
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫১
জিয়া চৌধুরী বলেছেন: এরশাদ পারবোনা, সে এমনিতেই বিজয় খাইয়া কাম চালাইতাসে।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: আলহাজ্ব এ বি এম মহিউদ্দীন চৌধূরী।