![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি মিশরের নীল নদ পিরামিড দেখেছ কখনো ?
যেখানে আমি গিয়েছিলাম, উত্তপ্ত বালির মাঝে হেঁটে ছিলাম
তুমি কি শুনতে পেয়েছ দূর থেকে ভেসে আসা
পিরামিডের অথবা কোনো অচিন দ্বীপের কান্না
রাতের জোছনায় বাতাসের তার সুর ভেসে যায়
হাজার হাজার বছর ধরে পাওয়া না পাওয়ার বেদনায়,
নির্জীব পাথরের একেকটি মূর্তি
মনে হয় এখনো নীল নদের পারে কেউ দাঁড়িয়ে
চুল তার বাতাসে উড়ছে আঁচল উড়ছে
বাতাসের সাথে মিশে যায় তার ডাক
এখনো যেন দাড়িয়ে কারোর অপেক্ষায়
অসাঢ় পাথরে বোবা শব্দে কত কথা বলে বাতাসে বাতাসে,
ভয়ঙ্কর নিথর দুটো চোখে, স্মৃতি গুলো খুঁজে যায়
বুক চিঁড়ে আর্তনাদ ক্ষান্ত হয়নি
মিশে আছে বালির স্তূপে স্তূপে,
কি নিষ্ঠুর স্বার্থপর পৃথিবী, কি নির্মম নিয়তি
এ কেমন অভিসপ্ত জীবন ছিল
শোনা হয়নি নর অথবা নারীর আর্তনাদ মিনতি |
©somewhere in net ltd.