![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি জানো না মানো
আমি এখন মস্ত বড় এক
সাদা কাগজ নিয়ে
সব সময় হাত বুলিয়ে
আমার সমস্ত কথাগুলি তার বুকে
লিখে বুঝাতে চাই ছুঁয়ে যাই
তার সারা অঙ্গে,
অথচ তার বিন্দু মাত্র অনুভুতি নেই
ও সব সময় নিশ্চিন্ত থাকে
ও সাদা মনে সবার কাছে থাকে
কিন্তু শান্তনা দেয়ার মত তার
সেই ভাবনা নেই
নেই কোনো অভিযোগ
জানো আমি ওর মতই
পাথরের মত চেয়ে থাকি
কখন তুমি আসবে
সাদা সিধে মন নিয়ে
দাড়িয়ে থাকি বাগানের এক প্রান্তে
জানো রাতে জেগে থাকি
ও যেমন নির্বাক হয়ে
সবার মাঝে বেঁচে আছে
তেমনি তোমার আশায় আমি ও বেঁচে আছি
একটু ভালোবাসা নিয়ে
জানো গভীর ভাবে যখন
আমার দু 'টি চোখ জুড়ে
ঘুম পায় তখন -ই জেগে উঠি,
আবার কখন আমার অজান্তে
তোমার পথের হাটার শব্দ শুনতে শুনতে
কখন দু 'চোখ জুড়ে স্বপ্ন
আমাকে গ্রাস করে রাখে
নির্বোধ হয়ে থাকি
সাদা একটা কাগজের মত |
©somewhere in net ltd.