নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন. নীলা পল

ন. নীলা পল

চিরদিন পুষলাম এক অচীন পাখি

ন. নীলা পল › বিস্তারিত পোস্টঃ

মানুষ এবং রাজনীতিবিদের পার্থক্য:

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

একদিন এক ফুল বিক্রেতা নাপিতের দোকানে চুল কাটতে গেল। চুল কাটা শেষে টাকা দিতে গেলে নাপিত বলল: না ভাই, আমি আজ টাকা নিব না। কারণ আমি আগামী ১ সপ্তাহ ফ্রি জনসেবা করবো। পরের দিন সকালে নাপিত ঘুম থেকে উঠে দুকানের উদ্দেশ্যে বের হওয়ার জন্য দড়জা খুলেই দেখতে পেল একটি কাগজে ধন্যবাদ ও শুভেচ্ছা লেখা সাথে ১০ টি গুলাপফুল।
তারপর সে দুকানে চলে গেল। একই ভাবে এইদিন এক সবজিওয়ালা চুল কেটে টাকা দিতে গেলে নাপিত সেই একই উত্তর দিল। পরের দিন সকালে নাপিত তার ঘরের সামনে ফ্রেশ কিছু সবজি পেল। পরের দিন এক দুধ বিক্রেতা চুল কাটার পর টাকা দিতে চাইলে নাপিত একই উত্তর দিল এবং পরেরদিন ফ্রি ২ লিটার দুধ পেল।
পরের দিন নাপিতের দুকানে এক রাজনীতিবিদ চুল কাটতে আসলো। চুল কাটা শেষে টাকা দিতে গেলে নাপিত বললো, না ভাই আমি আজ টাকা নেবো না। কারণ আমি গত পাঁচ দিন ধরে মানুষের ফ্রি চুল কাটতেছি। আমি ঠিক করেছি সাত দিন ফ্রি ভাবে এই কাজ করবো। রাজনীতিবীদ চলে গেল। পরের দিন সকালে নাপিত মহাশয় ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে দুকানের উদ্দেশ্যে বের হওয়ার জন্য দড়জা খুলতেই দেখতে পেল এক দল লোক দাড়িয়ে আছে সামনে গত কালের সেই রাজনীতিবীদ। নাপিতকে উদ্দেশ্য করে সেই নেতা বললো: নাপিত ভাই, আজ আপনার সপ্তম দিন তাই দোকানে গেলে যদি সিরিয়াল না পাওয়া যায় তাই আমার সব নেতাকর্মীদের আপনার বাড়িতেই নিয়ে আসছি। এদের চুল গুলা কষ্ট করে এখানেই কেটে দিন.......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.