নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন. নীলা পল

ন. নীলা পল

চিরদিন পুষলাম এক অচীন পাখি

ন. নীলা পল › বিস্তারিত পোস্টঃ

দুটি মেয়ের পরিচয়

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২

কিছুদিন আগের কথা আমার সাথে দুটি মেয়ের পরিচয় হয়,তারা এসেছে ফিলিস্তিনি গাজা থেকে,এখানে এক ভার্সিটিতে ভর্তি হয়েছে আমি প্রায় তাদের সাথে কথা বলতাম ওরা বলছিল আমরা আমাদের দেশ ছেড়ে চলে আসলাম আমাদের দেশে যুদ্ধ চলছিল , আমার মা বাবা ভাই বেঁচে আছে আত্তীয় স্বজন অনেকে মারা গিয়েছে ,অনেক দুঃখের সাথে কথা গুলি বললো বাংলাদেশ এসে ও শান্তি নেই এখানে ও সেই একই অবস্থা । গাড়িতে পেট্রল দিয়ে জ্ব্যন্ত মানুষ পুড়িয়ে মারছে শিশুদের ওদের কে ও বাঁচতে দিচ্ছে না ভয়ঙ্কর দৃশ্য দেখতে হচ্ছে, আমাদের দেশ গাজা আর বাংলাদেশ একই রূপ, আমরা এখন কি করবো রাস্তায় বের হতে ভয় করে । মা বাবা ভাই ফোন করে খবর নেই আমরা দু বোন বললাম যে বাংলাদেশ এখন আরেক ফিলিস্তিনি দেখতেছি ,মা বাবা বলেছে আমরা যেন রাস্তায় না বের হই, ওদের কথা শুনে মনে মনে বললাম যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় ।আমার যে আর কিছু বলার নেই |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.