![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগে আসি দেখি কেউ আমার লিখা পরে কোপ মারলো কিনা ।নাকি আস্তে করে ব্লেড দিয়ে পোচ মেরে গেলো । আমি কোথায়? আমি বাসায় ! তুমি কোথায় ? জানি না আমার মাথায় অনেক কিছু আসে লিখার জন্য পারি না লিখতে কারণ কি জানো সব মনে পরে রাতে ঘুমাতে গেলে যখন ঘুম হয়না এপাশ ওপাশ করি আর ভাবি কাল কে এই টা লিখব সকাল হলে ভুলে যাই। আমার মাথায় গোবর আছে ,সার পদার্থ নেই নিজেকে অসহায় মনে হয় ।আবার নিজেকে শান্তনা দেই গোবর থেকে তো সার হয় কে বলছে মাথায় সার নেই ধুর যাহ ! একটু মনে হয় আছে ?
©somewhere in net ltd.