![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কষ্ট গুলি পুষে রাখতেছি আমার মনের কৌটায় । অনেক গুলি জমা হউক তবু ও তোমাকে দিবনা ।তুমি এই কষ্ট গুলির অংশীদার তবু ও ভাগ দিবনা । তুমি এই কষ্ট গুলির উপযোক্ত মানুষ নও যেদিন তুমি উপযুক্ত হবে, সেই দিন আমার মনে কোনো কষ্ট বলে শব্দ থাকবেনা হয়তো সেইদিন আমি তোমার কাছ থেকে বহু দুরে চলে যাব যেখান থেকে আর কেউ ফিরে না |
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২১
নুর ইসলাম রফিক বলেছেন: শুভ মুক্তি.....................