![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কোথায় আছি ?একটু ঘুরে আসুন আই সি ইউ তে দেখবেন ডাক্তার কি ভাবে টাকা কামানোর পথ বেছে নিয়েছে। মৃতু ব্যক্তি কে নিয়ে টাকা আয় করার ব্যবস্থা খুবই নির্লজ্জের মত প্রতি ঘন্টায় দশ হাজার করে পেলে ক্ষতি কি ? মরে যাওয়া ব্যক্তি টিকে লাইফ সাফোর্ট দিয়ে রাখা হয় শুধু শুধু ছেড়ে দিলে একদিনের টাকা মাইর যাবে চল্লিশ হাজার পঞ্চশ হাজার ,তাই রেখে দেয় ।এদিকে হয়রানির শিকার হয়ে চোখে দেখে যাই আমরা, সবাই রুগীকে এক নজর দেখে আসি আমরা দেখি রুগীর বুক উঠা নামা করছে তার দম আছে সে ভালো হয়ে উঠবে এই আশা নিয়ে সবাই দেখে যাই ,আসলে রুগী মারা গেছে একদিন হয়ে গেছে মেশিন দ্বারা পাম দিতে থাকে মনে হয় নিঃ স্বাস ফেলছে ওহ ! আল্লাহ ! আর কি করে মানুষ টাকা উপার্জন করবে শেষ পর্যন্ত মৃতু লাশ নিয়ে ব্যবসা চলছে ।বুক ফেটে কান্না আসে চিত্কার করে বলতে ইচ্ছে করে তোমরা কি মানুষের জন্ম ।এই তোমাদের ডাক্তারী শিক্ষা তোমাদের মানবতা কোথায়? যে মেয়েটি মারা গিয়েছে সে আমার আত্তীয় বয়স ত্রিশ দুই টা ছোট বাচ্চা ওদের কে, কি ভাবে বুঝবে,ওরা দুজন যখন দেখবে ওদের মা কে সাদা কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছে ওদের কেমন লাগবে মেনে নিতে পারছিনা ।আমরা সবাই যার যার বাসায় চলে আসছি কিন্তু কেউ একটু সস্তির নিঃস্বাস ফেলতে পারছি
না ।হে! খোদা ডাক্তারদের মনে ইমান দাও তাদের ও একদিন মরতে হবে ।
২| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯
ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার আইসিইউ বিষয়ে কোন ধারণা নেই। Sorry to say it. মানুষ একদিন আগে মারা গেলে যে পচন ধরবে, গন্ধ ছড়াবে, ফুলে উঠবে একথা চিন্তা করেছেন? রোগীর পালসে হাত দিলেইতো বুঝা যায় বেঁচে আছে না মরে গেছে। পাম্প দিয়ে বুক ফুলানো হয় কাউকে দেখানোর জন্য না যে রোগী বেঁচে আছে। বরং এটা একটা চিকিৎসা পদ্ধতি। এর মাধ্যমে কৃত্রিম উপায়ে রোগীকে অক্সিজেন দেয়া হয়। খাওয়া দাওয়া করতে অপারগ রোগীকে যেমন কৃত্রিম উপায়ে নল দিয়ে খাওয়ানো হয়, তেমনি শ্বাস নিতে অপারগ রোগীকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেয়া হয়। সম্ভবতঃ বুঝাতে পারলাম না।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:২৫
ন. নীলা পল বলেছেন: ভাই আপনি একজন ডাক্তার হতে পারেন আমি যা বুঝতে চেয়েছি আপনি তা বুঝতে পারেন নাই আর আপনি বলছেন কৃত্রিম উপায়ে রোগীকে অক্সিজেন দেয়া হয় সেই টা সবাই জানে, রুগী কে দেখে ডাক্তার বলেছে যে ২৫ মিনিট হার্ড ব্লক ছিল ।এই টা যদি হয়ে থাকে তা হলে সে রুগী কি করে আশা করি বেঁচে থাকবে ?রুগী তো তখনি ডেথ ?২৫ মিনিট পর ও কি রুগী বেঁচে থাকতে পারে ? আর আপনি বললেন একদিনে পচন ধরে আই সি ইউ তে থাকলে কি করে পচন ধরবে ?হাত পা ফুলা ছিল চোখ মাছের মত ঘোলা ছিল রাত থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত শুধু শুধু আপনার সেই অক্সিজেন চিকিৎসা পদ্ধতি দিয়ে রাখা ছিল। ডাক্তার তো একজন না ফ্যামিলি তে কেউ না কেউ ডাক্তার থাকে যখন রুগীর আপন বোন্ ডাক্তার আসলো ভিতরে গিয়ে দেখল কথা বলল তখন টনক নড়ল Sorry to say it.
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯
কাউন্টার নিশাচর বলেছেন: ভয়াবহ