![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাদিস শরিফে আছে" যে যার সাথে মুহব্বত রাখে তার হাশর-নশর তার সাথেই হবে "
সেই মুহব্বত প্রকাশের একটা মাধম হল ঈদে মিলাদুন্নবি । যারা খুশি প্রকাশ করল তারা কামিয়াবি হাসিল করল । আর যারা বিদ্বেষ পোষন করল তাদের বদনসীব ।
দুনিয়ায় নিজের কোন কাজ হাসিল করার জন্য আমরা কতজন কে তোষন করতে হয় । তখন কোন কিছু বিবেচনা করিনা । নবিজীর বেলায় যত ফিতনা ।
এইসকল লোক যারা দুনিয়া হাসিলের জন্য সব কিছু করতে পারে, কত জন্মদিন পালন করে কিন্তু ঈদে মিলাদুন্নবি পালন করেনা এরা নবিজীর সাফায়েত পাবেনা ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
নদীর তীরে বলেছেন: কেন আপনার এত পিত্তি জ্বলে কেন ?
একমাত্র ইবলিশ নবিজির আগমনে নারাজ হয়েছিল ।
ইবলিশ এর চেলারা কেব এর বিরোধিতা করবে ।
জিয়া , মুজিব এর জন্মদিন আসিলে তখন কিছু বলেন না কেন ?
আপনাদের আকল নষ্ট হয়ে গেছে ।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
রুম্মান৯৯ বলেছেন: তাহলে বাজনা বানিয়ে নবীর গান গাওয়ায়তো একটা মাধ্যম যে, গাঁজাখোর কিছু পীর-মুরীদ এবং রেডিও-টেলিভিশনেও দেখা যায়? এটাও কি তবে নবীপ্রেমের জায়েজ মাধ্যম নয় মিঃ পণ্ডিত!!
শুনুন মিলাদ শব্দের আভিধানিক অর্থ কী জানে? ডিকশনারী ঘেটে দেখুন কী? এর মানে প্রসব করানোর যন্ত্র!! তাহলে প্রসব করানোর যন্ত্র দিয়ে বেহেস্ত পাওয়া যাবে--নবীর হাদিসে আছে এর প্রমান? আল্লাহ-নবী-সাহাবারা কি এভাবে মিলাদ করেছেন নাকি নবী সৃষ্টির কাহিনী বিভিন্ন সময়ে আলোচনা করেছে!!
আপনিও সেভাবে আলোচনা করুন কিন্তু এভাবে কোরাস গাওয়া একদম বিদাত আর নবী বলেছেন--কুল্লু বিদাতিন দালালাহ মানে সব বিদাতই গুমরাহী। এখন বলেন আপনার মতো ভণ্ডের কথা মেনে আমরা কি বেহেস্তে যাবো নাকি নবীর কথা মেনে চল্বো? গাধা গাছে ধরে কিনা????
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
নদীর তীরে বলেছেন: কেন আপনার এত পিত্তি জ্বলে কেন ?
একমাত্র ইবলিশ নবিজির আগমনে নারাজ হয়েছিল ।
ইবলিশ এর চেলারা কেব এর বিরোধিতা করবে ।
জিয়া , মুজিব এর জন্মদিন আসিলে তখন কিছু বলেন না কেন ?
আপনাদের আকল নষ্ট হয়ে গেছে ।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
জুলকারনাই১৯৬৭ বলেছেন: সবখানে সবাই আছে বলেছেন: আল্লাহর ওয়াস্তে এবার মাফ করেন। ঈদে মিলাদুন্নবী নিয়ে আপনারা রাজারবাগীরা যা শুরু করসেন ব্লগে সেইটা আসলে ছ্যাচড়ামি ছাড়া আর কিছুই না। গরু ছাগল দুইটা কম হয়ে গেলে দ্বিল্লুরের পেট ভরবে না এই চিন্তা নিয়ে এত লাফালাফি করা আসলে ছোট মনের পরিচায়ক। বাংলাদেশ মুসলিম দেশ, এইখানে আর ইসলাম শেখানোর দরকার নাই। আপনাদের পীর সাহেবরে বলেন যেন আপনাদের টাকা পয়সা দিয়ে সাহারা মরুভূমি, ইহুদী, নাসারাদের দেশে পাঠায় যেইখানে ইসলাম প্রচার করতে পারবেন। তেল মাথায় তেল অনেক দিসেন। এবার ব্লগ ছাড়েন।
রুম্মান৯৯ বলেছেন: তাহলে বাজনা বানিয়ে নবীর গান গাওয়ায়তো একটা মাধ্যম যে, গাঁজাখোর কিছু পীর-মুরীদ এবং রেডিও-টেলিভিশনেও দেখা যায়? এটাও কি তবে নবীপ্রেমের জায়েজ মাধ্যম নয় মিঃ পণ্ডিত!!
শুনুন মিলাদ শব্দের আভিধানিক অর্থ কী জানে? ডিকশনারী ঘেটে দেখুন কী? এর মানে প্রসব করানোর যন্ত্র!! তাহলে প্রসব করানোর যন্ত্র দিয়ে বেহেস্ত পাওয়া যাবে--নবীর হাদিসে আছে এর প্রমান? আল্লাহ-নবী-সাহাবারা কি এভাবে মিলাদ করেছেন নাকি নবী সৃষ্টির কাহিনী বিভিন্ন সময়ে আলোচনা করেছে!!
আপনিও সেভাবে আলোচনা করুন কিন্তু এভাবে কোরাস গাওয়া একদম বিদাত আর নবী বলেছেন--কুল্লু বিদাতিন দালালাহ মানে সব বিদাতই গুমরাহী। এখন বলেন আপনার মতো ভণ্ডের কথা মেনে আমরা কি বেহেস্তে যাবো নাকি নবীর কথা মেনে চল্বো? গাধা গাছে ধরে কিনা????
আপনারা ভণ্ডদের বাশ যতই দেন--এদের ব্যাথা লাগেনা---এরাই আসল ছাগু??
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
নদীর তীরে বলেছেন: কেন আপনার এত পিত্তি জ্বলে কেন ?
একমাত্র ইবলিশ নবিজির আগমনে নারাজ হয়েছিল ।
ইবলিশ এর চেলারা কেব এর বিরোধিতা করবে ।
জিয়া , মুজিব এর জন্মদিন আসিলে তখন কিছু বলেন না কেন ?
আপনাদের আকল নষ্ট হয়ে গেছে ।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
কান্টি টুটুল বলেছেন:
হাদিস শরিফে আছে..........
প্রথমেই ভেজাল দিয়া শুরু করছেন,
আরে ভাই আল কোরআন পড়েন-যেই কিতাবে কোন সন্দেহ নাই।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
নদীর তীরে বলেছেন: যারা হাদিস শরিফ কে অস্বিকার করে সুধু কোরান শরিফ এর কথা বলে কোরয়ানিয়া ফিরকার অন্তরভুক্ত ।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: নবীজীর জন্মদিনে খুশি প্রকাশ করা যৌক্তিক। তাই ইদে মীলাদুন্নবী সা পালন করাকে আমি আবশ্যই যৌক্তিক মনে করি।
কিন্তু আপনারা রাজারবাগ পীর হুজুরের ভক্তগন যেভাবে ৫৬ দিন ব্যাপী করেন তা কতটা কুরআন হাদীস সম্মত ? একটানা দুই মাস জন্মদিন পালন করতে গেলে কাজ কর্মে ব্যঘাত হবে না কি ? আর আপনারা কি এই ৫৬ দিন কোন কাজ কর্ম না করার পক্ষে ? বুঝিয়ে বলবেন।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
নদীর তীরে বলেছেন: কেন কাজ করবেনা কেন ? হালাল রিজিক তালাশ করা ফরজ ।
আপনি দিনের বেলায় আপনার জাগতিক কাজ কর্ম করে রাতের বেলায় সময় দিলেই ত হয়ে যায় ।
যেটা ছাহাবিগন করতেন । উনারা দিনে কাজ করে রাতে দ্বিনী তালিমে বস্তেন ।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: তবে এটা সত্য যে, কয়েকটি মুসলিম দেশে ইদে মীলাদুন্নবী সা ব্যাপক আকারে পালন করা হয়।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
নদীর তীরে বলেছেন: অনেক দেশেই হয়। ওহাবী বাতিল ফিরকা আসার আগে সব দেশেই হত ।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
তারিন রহমান বলেছেন: ইদে মীলাদুন্নবী উপলক্ষ্যে দান করার কথা আপনারা বলছেন। এটা কাদের কিভাবে করা উত্তম ?
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
নদীর তীরে বলেছেন: এতিমদের দিন , গরিব দুখিদের দিন । পরিবারের জন্য ভালো খাদ্য এর ব্যবস্থা করুন ।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
নতুন বলেছেন: " মুজাদ্দিদে আ’যম হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম-উনার ক্বওল শরীফ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘আমি তোমাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘সখী‘ বা দানশীল হচ্ছে ‘হাবীবুল্লাহ’।’
সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে যে ব্যক্তি এক দিরহাম খরচ করবে সে ‘হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম’ উনার সাথে জান্নাতে থাকবে, পবিত্র বদর ও পবিত্র হুনাইন জিহাদে শরীক থাকার ফযীলত পাবে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার ফযীলত লাভ করবে। সুবহানাল্লাহ!
তাই সকলের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে সাধ্য সামর্থ্য অনুযায়ী খরচ করা বা খিদমতের আঞ্জাম দেয়া।
=============================================
এখানে আল্লাহের কথা বলে>>> রিযিকের থেকে খরচা করতে বলতেছে....
রাসুলের কথা বলে>>>>>> দানশীল হচ্ছে হাবিবুল্লাহ>>
যেই ব্যাক্তি ১ দিরহাম দান করবে... সে ‘হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম’ উনার সাথে জান্নাতে থাকবে,
সে >>> পবিত্র বদর ও পবিত্র হুনাইন জিহাদে শরীক থাকার ফযীলত পাবে,
সে >> উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার ফযীলত লাভ করবে
তাই সকলের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে সাধ্য সামর্থ্য অনুযায়ী খরচ করা বা খিদমতের আঞ্জাম দেয়া
এইটা হইলো আসল কথা.... ঈদ - ই- মিলাদুন্নবী হইলো কথার কথা মাত্র....
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
কান্টি টুটুল বলেছেন:
হাদিস শরিফ কে অস্বীকার করার তো দরকার নাই,
হাদিস শরিফ যতটুকু গুরুত্বের দাবীদার তাই চাইতে বেশী গুরুত্ব কেন দিবেন?
হাদিস শরিফের চাইতে উত্তম গ্রন্থ যদি থাকে তবে আপনি কেন আপনার পোষ্ট হাদিস দিয়া শুরু করেন?
আপনার যুক্তি কোরানের আয়াত দিয়া দেখান,আজকের বিশুদ্ধ হাদিস কালকে বিকৃত হবে,আবার আজকের ভূয়া হাদিস শুদ্ধ হিসাবে কালকে সিহাহ সিত্তা তে ঢুকিয়া যাইবে। কারণ এসব রক্ষণাবেক্ষনের কোন দায়িত্ব আল্লাহতাআলা নেন নাই।
কিন্তু আল-কোরআনে এসব ঝামেলা নাই,এটির উপর কিয়ামত পর্যন্ত আস্থা রাখতে পারেন। ভূয়া সন্দেহযুক্ত জিনিস কেন সব জায়গায় ছড়াইতে যান?আল-কোরআনের আয়াত স্মরণ রাখেন,চর্চ্চা করে।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
সকাল>সন্ধা বলেছেন: @কািন্ট টুটুল: কুর আন শরীফ থেকে সব কিছুর ফয়সালা বুঝার মত ইলম আমাদের নাই। আমাদের অনেক কিছুর জন্য অবশ্যই হাদিস শরীফ উনার দারস্থ হতে হবেই।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
সবখানে সবাই আছে বলেছেন: আল্লাহর ওয়াস্তে এবার মাফ করেন। ঈদে মিলাদুন্নবী নিয়ে আপনারা রাজারবাগীরা যা শুরু করসেন ব্লগে সেইটা আসলে ছ্যাচড়ামি ছাড়া আর কিছুই না। গরু ছাগল দুইটা কম হয়ে গেলে দ্বিল্লুরের পেট ভরবে না এই চিন্তা নিয়ে এত লাফালাফি করা আসলে ছোট মনের পরিচায়ক। বাংলাদেশ মুসলিম দেশ, এইখানে আর ইসলাম শেখানোর দরকার নাই। আপনাদের পীর সাহেবরে বলেন যেন আপনাদের টাকা পয়সা দিয়ে সাহারা মরুভূমি, ইহুদী, নাসারাদের দেশে পাঠায় যেইখানে ইসলাম প্রচার করতে পারবেন। তেল মাথায় তেল অনেক দিসেন। এবার ব্লগ ছাড়েন।