![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে আজ নারীর ইজ্জত হরনের মহাসমারোহ চলছে । নারী আজ কোথাও ,কারো কাছেই নিরাপদ নয় । আমার প্রয়াত এক শিক্ষক একটা কথা বলতেন যে , প্রকৃতি অনিয়ম সহ্য করেনা । আল্লাহ পাক আমাদের সৃষ্টি করে আমাদের জীবন যাপনের নিয়ম -কানুন বলে দিয়েছেন ।কিন্তু আমরা কি তা মানি ? মানিনা । আল্লাহ পাক নারী - পুরুষ উভয়ের জন্য পর্দা ফরযে আইন করে দিয়েছেন কিন্তু মানে কয়জন ?
আমরা যত শিক্ষিত হচ্ছি তত পর্দা থেকে দূরে সরে তো জাচ্ছি- ই উলটো বিরোধীতা করি। অথচ আজ নারী শিক্ষিত পুরুষ কতৃক ধর্ষিত হচ্ছে বেশী ।
নারীবাদি ,চুসিল সমাজ , বুদ্ধিজিবি সহ কত কথিত মাথামোটা লোকজন ধর্ষন হইতে নারীদের মুক্তি দেওয়ার জন্য কত উপায় বলতেছে। কিন্তু কেউ পর্দার কথা বলেনা ।
পুরুষের মন নাকি ঠিক করতে হইবে , নারীদের প্রতি নাকি দৃষ্টিভঙ্গি বদলাইতে হইবে , পুরুষদের শোধরাইতে হবে কত কি বলে !!! সবই ঠিক আছে কিন্তু এগুলা কি বাস্তবিক ? না । কারন একজন পুরুষ যত শিক্ষিত আর উন্নত মানসিকতার-ই হোক না কেন তার কাছে একজন নারী মনের তৃষ্ণা মিটানোর জন্য গোশ্তপিন্ড ছাড়া আর কিছুই নয় ।
ওই মেয়ে আমার ভালো বন্ধু , ভালো সম্পর্ক এগুলা শাব্দিক অর্থ । যত ভালো সম্পর্ক-ই হোক না কেন ইচ্ছায়-অনিচ্ছায় নারীর প্রতি পুরুষের আকর্ষন তৈরি হবেই ।
আমার লিখার অনেকেই বিরোধীতা করতে পারেন কিন্তু সব কথার শেষ কথা হল ধর্ষন বন্ধে পর্দা করার কোন বিকল্প নাই ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
সাদিক বিন সাঈদ বলেছেন: সব কথার শেষ কথা হল ধর্ষন বন্ধে পর্দা করার কোন বিকল্প নাই ।
এর চেয়ে খাটি কথা আর হইতে পারে না।