![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাদীছ শরীফে ইরশাদ হয়েছে, “আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটি দল ব্যতীত ৭২টি দলই জাহান্নামে যাবে। তখন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন, ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যে একটি দল নাযাতপ্রাপ্ত, সে দলটি কোন দল? হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, আমি এবং আমার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরর মত ও পথের উপর যারা কায়িম থাকবে,(তারাই নাযাতপ্রাপ্ত দল)।” (তিরমিযী শরীফ)
এ প্রসঙ্গে হাদীছ শরীফে আরো ইরশাদ হয়েছে, “হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত আছে যে, ৭২টি দল জাহান্নামে যাবে, আর ১টি দল জান্নাতে যাবে।” (আবূ দাউদ, মুসনাদে আহমদ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ)
উক্ত হাদীছ শরীফের ব্যাখ্যায় মিরকাত শরীফে আরো উল্লেখ আছে যে, “জেনে রাখ! (উক্ত ৭৩টি দল) প্রধানতঃ ৮টি দলে বিভক্ত যা “মাওয়াক্বিফ” কিতাবে বর্ণিত রয়েছে-
(১) মু’তাযিলাহ————-এরা ২০ দলে বিভক্ত
(২) শিয়া—————–এরা ২২ দলে বিভক্ত
(৩) খারেজী—————-এরা ২০ দলে বিভক্ত
(৪) মরজিয়্যাহ—————এরা ৫ দলে বিভক্ত
(৫) নাজ্জারিয়্যাহ————–এরা ৩ দলে বিভক্ত
(৬) জাবারিয়্যাহ————–এরা ১ দলে বিভক্ত
(৭) মুশাব্বিহা—————এরা ১ দলে বিভক্ত
উল্লেখিত ৭২টি দল, তারা প্রত্যেকেই জাহান্নামী।
(৮) নাজিয়্যাহ—————এরা ১ দলে বিভক্ত
আর নাজিয়্যাহ হল-সাইয়িদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্পষ্ট সুন্নত ও উজ্জ্বল তরীক্বতের অনুসারী।”
গাউছুল আ’যম, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, সাইয়্যিদুল আউলিয়া হযরত আব্দুল কাদির জ্বিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার আলোড়ন সৃষ্টিকারী ”গুনিয়াতুত্ তালেবীন” কিতাবের ১৯৩ পৃষ্ঠায় উল্লেখ করেছেন, “(হাদীছ শরীফে বর্ণিত) ৭৩টি দল মূলতঃ ১০টি মূল দলের অন্তর্ভুক্ত যার বিস্তারিত বর্ণনা নিম্নরূপঃ
(১)আহলে সুন্নত ওয়াল জামায়াত————–এরা ১ দলে বিভক্ত
(২)খারেজী—————————এরা ১৫ দলে বিভক্ত
(৩)মু’তাযিলাহ————————এরা ৬ দলে বিভক্ত
(৪)মরজিয়্যাহ————————-এরা ১২ দলে বিভক্ত
(৫)শিয়া—————————এরা ৩২ দলে বিভক্ত
(৬)জাহমিয়্যাহ————————-এরা ১ দলে বিভক্ত
(৭)নাজ্জারিয়্যাহ————————এরা ১ দলে বিভক্ত
(৮)জেরারিয়্যাহ————————এরা ১ দলে বিভক্ত
(৯)কিলাবিয়াহ————————এরা ১ দলে বিভক্ত
(১০)মুশাব্বিহা————————এরা ৩ দলে বিভক্ত
উল্লেখিত সবগুলো দল মিলে ৭৩ দল হলো, যে সম্পর্কে সাইয়িদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাদীছ শরীফে ইরশাদ করেছেন। উক্ত দলগুলোর মধ্যে শুধুমাত্র ১টি দলই নাযাতপ্রাপ্ত আর সেটা হল ফিরক্বায়ে নাজী অর্থাৎ আহলে সুন্নত ওয়াল জামায়াত।”
উক্ত হাদীছ শরীফের ব্যাখ্যায় মিরকাত শরীফের শরাহ “তানজীমুল আশতাত” কিতাবের ১ম খন্ডের ১২৮ পৃষ্ঠায় উল্লেখ আছে, “হাদীছ শরীফে যে ৭২টি ফিরক্বাহ কথা উল্লেখ আছে উক্ত ফিরক্বাহসমূহের মূলে হলো ৬টি যথা :
(১) খারেজী———————-এরা ১৫ দল
(২) শিয়া————————এরা ৩২ দল
(৩) মু’তাযিলাহ——————এরা ১২ দল
(৪) জাবারিয়্যাহ——————-এরা ৩ দল
(৫) মরজিয়্যাহ——————–এরা ৫ দল
(৬) মুশাব্বিহা——————–এরা ৫ দল
উল্লেখিত সবগুলো দল মিলে ৭৩টি দল,যে সম্পর্কে সাইয়িদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাদীছ শরীফে ইরশাদ করেছেন। উক্ত দলগুলোর মধ্যে শুধুমাত্র ১টি দলই নাযাতপ্রাপ্ত, আর সেটা হলো ‘ফিরক্বায়ে নাজী’ অর্থাৎ আহলে সুন্নত ওয়াল জামায়াত।”
উক্ত হাদীছ শরীফের ব্যাখ্যায় বিশ্ব বিখ্যাত মুহাদ্দিছ হযরত শায়খ আব্দুল হক দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি “আশয়াতুল লুময়াত” কিতাবের ১ম খন্ডের ১৫১ পৃষ্ঠায় উল্লেখ করেন যে, “ইসলামের বড় দল ৮টি। যথাঃ
(১) মু’তাযিলাহ————এরা ২০ দল
(২) শিয়া —————এরা ২২ দল
(৩) খারেজী—————এরা ২০ দল
(৪) মরজিয়্যাহ————-এরা ৫ দল
(৫) নাজ্জারিয়্যাহ———–এরা ৩ দল
(৬) জাবারিয়্যাহ————এরা ১ দল
(৭) মুশাব্বিহা————–এরা ১ দল
(৮) নাজিয়্যাহ————–এরা ১ দল”
উল্লেখ্য, ইমাম-মুজতাহিদগণ ৭২টি বাতিল ফিরক্বাহ নাম ও সংখ্যার ব্যাপারে ভিন্ন ভিন্ন মত পোষণ করলেও নিম্নে বর্ণিত মূল দলগুলো বাতিল ও জাহান্নামী হওয়ার ব্যাপারে সকলেই একমত :
(১) খারেজী (২) শিয়া (৩) মরজিয়্যাহ (৪) জাহমিয়্যাহ (৫) মু’তাযিলাহ (৬) ক্বদরিয়া (৭) জাবারিয়্যাহ (৮) মুশাব্বিহা।
কারণ উক্ত ৮টি দলের প্রত্যেকেই কালিমা পাঠ করে, নামায, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদি ফরয-ওয়াজিব ও সুন্নত আমলগুলোও প্রায় পালন করে। এমনকি অনেক বিষয়ে আহলে সুন্নত ওয়াল জামায়াতের ন্যায় আক্বীদা পোষণ করে। অথচ তারপরেও তারা শরীয়তের দৃষ্টিতে গোমরাহ, বাতিল ও জাহান্নামী। কারণ তারা কোন কোন ক্ষেত্রে কূফরীমূলক আক্বীদা পোষণ করে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
নদীর তীরে বলেছেন: আপনি কি মুসলমান ? যদি হন তাইলে আপনি ইসলাম সম্পর্কে অজ্ঞ ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
মাটির কথা বলেছেন: হুজুরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই সমান।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
আমি পিচ্চি পোলা বলেছেন: আহলে হাদীসদের ভন্ডামি জানতে সরাসরী এই লিংকে চলে যান। পোস্ট শেষ। না পড়লে নিশ্চিত মিস করবেন ভাই
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯
নতুন বলেছেন: রাজারবাগী, দেওয়ানবাগী, ৮রশি, মাজারপুজারীরা কোন দলে??
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯
দিশার বলেছেন: রাজারবাগী, দেওয়ানবাগী, ৮রশি, মাজারপুজারীরা কোন দলে?
১০০০০০+
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
রিওমারে বলেছেন: হাদীছ শরীফে ইরশাদ হয়েছে, “আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটি দল ব্যতীত ৭২টি দলই জাহান্নামে যাবে ।
ফালুতু কথা। নবী কি ভবিষ্যৎ জানতেন নাকি??