![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথাকথিত নামধারী মাওলানা, মুফতী, মুহাদ্দিছ, ইসলামী চিন্তাবিদরা তাদের পুঁথিগত বিদ্যা জাহির করার জন্য প্রায়শই মুখস্থ বুলি আউড়ায়, Islam is the complete code of life. অথচ পোশাকের ব্যাপারে তারাই আবার গ-মূর্খের ন্যায় বলে থাকে যে, ‘ দ্বীন ইসলাম উনার মধ্যে কোনো Dress code নেই অর্থাৎ পবিত্র দ্বীন ইসলাম উনার নির্দিষ্ট কোনো পোশাক নেই, অঞ্চল ভেদে পোশাক-পরিচ্ছেদ ভিন্ন হতে পারে।”
এ সমস্ত নামধারী মাওলানা, মুফতী, চিন্তাবিদরা যে কত বড় গন্ড-মূর্খ তা সহজেই অনুধাবন করা যায়। কারণ পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে পুরুষ-মহিলা সকলের পোশাক কেমন হবে তার স্পষ্ট বর্ণনা আছে। মুসলমান পুরুষের জন্য সুন্নতী পোশাক হবে কোর্তা, লুঙ্গি, টুপি, পাগড়ি, রুমাল ও নালাইন বা স্যান্ডেল। ছিহাহ সিত্তাহ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, ফতহুল বারী, ওমাদাতুল ক্বারী, শামী উনাদের মধ্যে উল্লেখ আছে যে, কোর্তা হবে কোণাবন্ধ, নেছফুছাক, সূতি কাপড়ের, গুটলিওয়ালা। বুখারী শরীফ, শামায়িলুত তিরমিযী, মুসলিম শরীফ, ইবনে মাযাহ উনাদের মধ্যে উল্লেখ আছে যে, লুঙ্গি বা ইজার হবে সিলাইবিহীন।
তিরমিযী শরীফ, মিরকাত শরীফ, মিশকাত শরীফ উনাদের মধ্যে উল্লেখ আছে যে, মাথার টুপি হবে সুতি, সাদা, গোল, চার টুকরা বিশিষ্ট, মাথার সাথে লেগে থাকবে। আদাবুন নবী, শামায়েলে তিরমিযী উনাদের মধ্যে উল্লেখ আছে যে, টুপির উপরে ৩ হাত, ৭ হাত বা ১২ হাত কালো, সাদা বা সবুজ পাগড়ি পরিধান করতে হবে। আল মুরশিদুল আমিন, উস্ওয়াতুর রসূল, ছিহাহ সিত্তাহ উনাদের মধ্যে উল্লেখ আছে যে, পাগড়ির উপরে আড়াই হাত, পৌনে তিন হাত বা তিন হাত মাপের বর্গাকৃতির রুমাল পরতে হবে। শামায়েলে তিরমিযী, জামউল ওসায়েল, আদাবুন নবী উনাদের মধ্যে উল্লেখ আছে যে, স্যান্ডেল বা নালাইন হবে দু’ফিতা বিশিষ্ট। উল্লেখ্য, প্রতি ফিতা আবার দুই পরদ হবে। (ক্রস বেল্ট) যা সম্পূর্ণ চামড়া নির্মিত ও খয়েরী রঙের।
অন্যদিকে মেয়েদের পোশাক হচ্ছে সেলওয়ার, কামীছ, ওড়না, সেন্ডেল। মিশকাত শরীফ, সীরাতে ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাদের মধ্যে উল্লেখ আছে যে, সেলোয়ার হবে কলিদার যার নিচের দিকে পায়জামার মতো ঢোলা নয় বরং বর্ডারযুক্ত চিপা, যা চোস্ত নয়। কামীছ পুরুষের ন্যায়; তবে পুরুষের গুটলী সামনের দিকে আর মেয়েদের গুটলী কাঁধের উপরে এবং কামীছ পূর্ণ হাতা বিশিষ্ট নেছফুছাক হবে। আর ওড়না হবে চাদর জাতীয়।
উপরোক্ত দলীল ভিত্তিক আলোচনার দ্বারা খুব সহজেই বুঝা যায় যে, তথাকথিত নামধারী মাওলানা, মুফতী, মুহাদ্দিছ, ইসলামী চিন্তাবিদদের তথাকথিত ফতওয়া, আলোচনাগুলো সম্পূর্ণ ভুল, মিথ্যা ও বানোয়াট।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
দিশার বলেছেন: ভাই একটা সহজ প্রশ্ন। আপনের পির এর কি ব্যাঙ্ক একাউন্ট আসে? বা পির এর বউ এর নাম য়ে ?