নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতাল হাওয়া

নদী পাড়ে স্বৃতির পাতা করে আনাগোনা ।

নদীর তীরে

নদী ও বাতাশ , মনে জাগে অপার ভালোলাগা ।

নদীর তীরে › বিস্তারিত পোস্টঃ

রাজাকারের বিচার চাওয়ার সাথে সাথে যারা নবিজীর শানের বিপক্ষে কথা বলে, কটাক্ষ করে তাদের বিরুদ্ধেও বিচারের দাবি করতে হইবে । কিন্তু করছি কি ? ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪

দেশপ্রেম ঈমানের অঙ্গ । আর নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুহব্বত করা ঈমান । রাজাকারের বিচার করা ফরয , আর নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যারা কটাক্ষ করে তাদের ফাসি দেওয়াও ফরজের উপর ও ফরজ ।

অথচ কি দেখতে পাই ? দেখতে পাই বিপরিত চিত্র । নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত মানুষের অন্তর থেকে উঠে গেল !!! কই ইনোসেন্স অফ মুসলিম ছবি নিয়ে কয়জন প্রতিবাদ করছে ? কেন তখন কোন মুসলমান রাজপথ কাপায় নাই ?

আজ যে সকল তরুন আন্দোলন করছেন উনারা কেন প্রতিবাদ জানান নাই ? আপানারা কি জানেন না যে নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন “ তোমরা কখনো ঈমান্দার হতে পারবেনা যতক্ষন তোমাদের মাল, ধন-সম্পদ,বাড়ী-গাড়ী , স্ত্রী-সন্তান ,সবকিছু এমনকি নিজের জানের ছেয়েও আমাকে বেশি মুহব্ববত না করবে “। আমরা করছি কি ?

আমাদের ভাবতে হইবে আল্লাহ পাক যদি মদদ না করেন তাইলে যে যতই মাতামাতি করি রাজাকারে ফাসি হইবেনা। সে জন্য আমাদের আল্লাহ পাক উনার কাছে তওবা করে সাহায্য চাইতে হইবে ।আর এ জন্য নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বত থাকতে হইবে ।

মনে রাখতে হইবে জামাত-শিবির শুধু রাজাকার, দেশের দুশমন নয় , এরা নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ও দুশমন ।

আমি আহবান জানাবো সকল আন্দোলনকারী মুমিন ভাইদের কাছে যে আপনারা রাজাকারের বিচার চাওয়ার সাথে সাথে এও বলুন যে যারাই নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানের খিলাপ কথা বলবে তাদেরও বিচার করতে হইবে । তাইলে আল্লাহ পাক খুশি হবেন এবং সকল ইচ্ছা পুর্ন করবেন ।কারন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, যদি তোমরা মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত কর বা মহান আল্লাহ পাক উনার মুহব্বত হাছিল করতে চাও, তবে তোমরা আমার অনুসরণ কর। মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে মুহব্বত করবেন এবং তোমাদের গুনাহখাতা ক্ষমা করবেন। আর মহান আল্লাহ পাক তিনি অত্যধিক ক্ষমাশীল ও দয়ালু।”

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২০

ফারমার বলেছেন: নবীজির পক্ষে হয়ে হত্যাকান্ড চালালে কি নবীজীর ক্ষমতা সম্পর্কে নীচু ধারণার সৃস্টি হবে না?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৪

নদীর তীরে বলেছেন: রাজাকার মারলে বা ফাসি দিলে কি এখন যারা আন্দোলন করছেন উনাদের সম্পর্কে কি আপনি নিচু ধারনা পোষন করবেন ?

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৯

ফারমার বলেছেন: রাজাকারেরা যুদ্ধাপরাধ করেছে, বিচারে যা হয় তাই সঠিক!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৬

নদীর তীরে বলেছেন: আর যারা নবিজীর বিপক্ষে কথা বলে তাদের ফায়সালা কতল ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩২

শিমুল সৈকত বলেছেন: লিঙ্কগুলো দেখতে পারেন-


Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link


যদি না আসে, তাহলে hidemyass এর লিঙ্ক বক্সে কপি পেষ্ট করে দিন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৮

নদীর তীরে বলেছেন: কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ ইহা লিখতেও পারেনা আবার পড়তেও পারেনা ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪১

পথিকের ডায়েরীর পাতা বলেছেন: ধর্মকারী ডট কম বি টি আর সি আগে বন্ধ করছিলো।

এখন দেখি আবার খুলে দিছে।

রাজাকারের বিচারের সাথে ইসলাম বিদ্বেষীদের ও বিচার চাই।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১২

সোনালীমাঠ বলেছেন: সহমত । আমাদের তাই করা উচিত ।
তাইলে দু'দিকেই জামাত কোপানিতে পরবে ।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৫

অন্ধকারের রাজকন্যা বলেছেন: অবাক হলাম পরে আপনি রাজাকারদের সাথে যারা মহানবীকে কটাক্ষ করছে তাদের তুলনা করছেন! রাজাকাররা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে হাজার হাজার মানুষ হত্যা করেছে, এক কাদের মোল্লাই ৩০০ মানুষের গনহত্যা করেছে! মহানবী (সাঃ) কে বিভিন্ন ব্লগ বা ফোরামে কটাক্ষ করার কারনে কয়জন মানুষ মরেছে ভাই? এই নাস্তিকরা চাপাতি দিয়ে কুপিয়ে কয়জন ইমানদার মেরেছে বাংলাদেশে?? কথার জবাব কথা দিয়ে আর লেখার জবাব লেখা দিয়ে দিতে শিখুন। আজ শাহবাগে নাস্তিকদের বিচার চাবেন, কাল চাবেন সকল অমুসলিমদের বিচার, কারন বেশির ভাগ অমুসলিমই মহানবীর ' শানের খিলাপ' কথা বলবে, কারন যারা অন্য ধর্মের অনুসারী তারা স্বাভাবিক ভাবেই মহানবী শানে বিশ্বাসী না এবং সেই মত প্রকাশের অধিকার তাদের আছে। নাকি আপনি সব বিধর্মীদেরই বিচার চান??

আর যারা মহানবীর বিরুদ্ধে কথা বলবে তাদের শাস্তি দিলেই আল্লাহ পাক খুশি হবেন, কিন্তু বাংলাদেশের ৩০ লাখ মানুষকে নির্বিচারে হত্যা এবং হাজার হাজার মা বোনদের ইজ্জতে যখন হামলা করা হয় তখন আল্লাহপাক নাখোশ হোন না?? চোখ খুলুন ভাই। সব কিছু এক পাল্লায় মাপবেন না...কলমের জবাব কলমেই দিন, তরবারীতে না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

নদীর তীরে বলেছেন: মনে রাখতে হইবে জামাত-শিবির শুধু রাজাকার, দেশের দুশমন নয় , এরা নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ও দুশমন ।
আমি আহবান জানাবো সকল আন্দোলনকারী মুমিন ভাইদের কাছে যে আপনারা রাজাকারের বিচার চাওয়ার সাথে সাথে এও বলুন যে যারাই নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানের খিলাপ কথা বলবে তাদেরও বিচার করতে হইবে । তাইলে আল্লাহ পাক খুশি হবেন এবং সকল ইচ্ছা পুর্ন করবেন ।কারন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, যদি তোমরা মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত কর বা মহান আল্লাহ পাক উনার মুহব্বত হাছিল করতে চাও, তবে তোমরা আমার অনুসরণ কর। মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে মুহব্বত করবেন এবং তোমাদের গুনাহখাতা ক্ষমা করবেন। আর মহান আল্লাহ পাক তিনি অত্যধিক ক্ষমাশীল ও দয়ালু।”

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৮

খুব সাধারন একজন বলেছেন: ---ডিভাইড এন্ড রুল---

আমরা সত্যর পক্ষে আবেগের আন্দোলন করি অরা দেয় গুটির চাল। দাবা-পাশা খেলার কাছে আবেগ যেন না হারে।

রাজীব থাবা বাবা হওয়াতে মারা যায়নি। থাবা বাবা হওয়ায় মারা গেলে অনেক আগে যেত। সে মারা গেছে শাহবাগে যাওয়ায়। সে মারা গেছে বাংলাদেশে একাত্তর সালে যারা ৩০ লাখ খুন, ৪ লাখ নারীকে ধর্ষণ, এখনো মুক্তিযুদ্ধাদের প্রকাশ্যে লাথি দেয়, গৃহযুদ্ধের ঘোষণা দেয় আর একাত্তরের খুনীদের রক্ষা করতে প্রতিদিন আটশো কোটি টাকা গচ্চা দেয় হরতাল দিয়ে সেই জামাতির বিচার চাইতে গিয়ে।

রাজীব, রাজীবের জানাযার কথা ভোলেন। মূল প্রসঙ্গে আসো বাংলাদেশের মানুষ। রাজীব নাস্তিক এইজন্য খুন হয় নাই। রাজীব শাহবাগে যায় তাই খুন হয়েছে।

প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মুসলমানের পাঁচটি কর্তব্য। তার মধ্যে এক কর্তব্য হল, যখন কোন লাশ যায়, তার যা বিশ্বাসই হোক না কেন, সম্মান দেখিয়ে উঠে দাঁড়াবে।

ওইক্ক চাই বলে ফেনা তুললে হবে না একতার কাজ করতে হবে। বাংলার মানুষ, দেশের মুখ রক্ষা কর। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। দশটা কথার জবাবে একটা কথা হলেও বল।

বাংলাদেশ সবার দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান-নাস্তিক-বাংগালী-চাকমা-মারমা সবাই একাত্তুরে খুন হয়েছে পাকিস্তানিদের হাতে। মনে রেখ, তোমার শত্রু তোমাকে চেনে বাংগালী বাংলাদেশী হিসাবে, কিন্তু মুখে বলে, নাস্তিক-আওয়ামী

কয়দিন পরে বলবে, খুন হইসে ভাল হইসে, ওই পোলা সিগারেট খায়। জিন্সের পেন্ট পড়ে।
বাকিরা বলব, ঠিকই তো করসে সিগারেট খায় জিন্তের পেন্ট পরে ওরে খুন তো করবই।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৬

হাসান আব্দুল্লাহ বলেছেন: আপনাদের মতো মামদু ওয়ালাদের কারনেই আজ নাস্তিকদের সংখ্যা বৃদ্দি পাচ্ছে
সে কারনেই মুসলমাননামধারী লোকেরাও নাস্তিক বনে যায়. প্রিয় নবী (স) কে নিয়ে নিহত রাজীবের লেখাগুলি পড়লাম,চরম বিদ্দেষে এই নরাধমের লেখায় নবী যেন তার শত্রু ছিলো তার বাবা যেন আবুজাহেল ছিলো. কাফির রা পর্যন্ত রাসুলে কারিম (স) গালি দিতো না -বাংগালী মুসলমান নামধারী নাস্তিক রা দেয়. এর প্রেক্কিত যথার্থ কারন গুলির মাঝে অন্যতম ভন্ড মামদু জাতিয় পীরদের অতি নবী চর্চা. এতোটাই ফেইক ভন্ডামীতে নবীর শানের নামে নবীকে অপমানিত করা হয় যে যা মামদুওয়ালা মূর্খরা বুঝে না. নবী মানুষ ছিলেন বার বার পবিত্র কালামুল্লা শরীফে বর্ণীত থাকার পর ও পীর ব্যবসায়ী মামদু ভন্ডরা বেশি বুঝে. অসংখ্য কিতাবের রেফারেন্স দেয় কোরআন শরীফ কে বাদ দিয়ে-আল্লাহ আমাদের জন্য ১টি কিতাবা-ই নির্ভূল বলে দিয়াছেন ,পৃথিবীর সমস্হ কিতাব ছুড়ে ফেলে দেব,,,যদি কোরআনকে এড়িয়ে যাওয়া হয়. কোরআনকে বাদ দিয়ে দাদা পীর মামদু দাদা -পীরালী কিতাব থেকে সরে আসুন কোরআনকে সমাধান ভাবুন-আর ভন্ডামী নয় -আর ভন্ডকে সমর্থন নয়-তবেই নাস্তিকদের রসালো মহা মিথ্যাকে ছুডেঁ ফেলে দিয়ে জাতি ঈমানী শক্তিতে বলিয়ান হবেই হবে. সেদিন দুরে নয়. জনাব লেখক পীর ভন্ডদেরকে মুসলমানরা পিটিয়ে বংগপোসাগরে ভাসাবে...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

নদীর তীরে বলেছেন: আপনি একটা গন্ডমুর্খ , বকলম , অথর্ব বলেই অপ্রাসঙ্গিক মন্তব্য করেছেন । আপনার মত জাহেল এর সাথে আমি তর্কে যাবোনা । আপাতত যে বিষয় নিয়ে পোষ্ট দিয়েছি তা পড়ুন

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭

হাসান আব্দুল্লাহ বলেছেন: কোন ভদ্রলোকের সন্তান শাহবাগে গাজাঁর আসরে যেতে পারেনা নিজেকে সরকারী দালাল বানানোর জন্য. রাজীবের লেখা পড়লে তার কবরে গিয়ে আর ১বার খুন করতে ইচ্ছা করে,নবীর নাম পর্যন্ত বিকৃতভাবে ওঐ কাফির লিখেছে.সরকারী তত্বাবধানে তার জানাজা হলো কিন্ত ঐ নরাধম কি জানাযার বিশ্বাসী ছিলো ? বিনা কারনে ৩ বছর পর আমাকে সামু বাতীল করে দিলো. সামু যে বাংলাদেশের ইসলাম ও জনগনের শত্রু তা আগে জানতাম না.সামুর পরিচালক এডমিনদের আপাদমস্তক বিজাতিয় নাস্তিক্ববাদের রক্কক. মেলার সুরে বেশিদিন চলা যাবেনা. মেলার শেষ আছে. শাহবাগ মেলা কখনোই সফল হবেনা কারন দালালী পনায় লিপ্ত লোকদের ইচ্ছা কখনোই গন্তব্যে পৌছে না-৭১ এর দালালদের যে পরিনতি হয়েছিলো- শাহবাগী দালালদের একই পরিনতি হতে যাচ্ছে@@
সামুকে ১কোটি ঘৃনা - থুথু-ওয়াক থু

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

নদীর তীরে বলেছেন: আপনি একটা গন্ডমুর্খ , বকলম , অথর্ব বলেই অপ্রাসঙ্গিক মন্তব্য করেছেন । আপনার মত জাহেল এর সাথে আমি তর্কে যাবোনা । আপাতত যে বিষয় নিয়ে পোষ্ট দিয়েছি তা পড়ুন

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫০

মান্দার গাছ বলেছেন: যারা জামাত শিবিরকে গালি দেওয়ার পাশাপাশি আল্লাহ, রাসুল (স) এবং ইসলামকে নিয়ে কটাক্ষ করে, তাদের লেখা পড়লে মনে হয় ইসলাম যেন জামাত শিবিরের ধর্ম আর আল্লাহ, ও রাসুল (স) যেন জামাত শিবিরের লোক । তারা হয় খাঁটি নাস্তিক নতুবা খামাখাই ইসলাম বিদ্বেষী ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

নদীর তীরে বলেছেন: জামাত শিবির যেখানে মুসলমান হইতে খারিজ সেখানে এদের সাথে ইসলাম শব্দ ব্যবহার করা বোকামী ।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১

হাসান আব্দুল্লাহ বলেছেন: নাস্তিক পীর একই পখের পথিক. বিচার ২ ভন্ডদেরই হওয়া উচিত

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

নদীর তীরে বলেছেন: আপনি একটা গন্ডমুর্খ , বকলম , অথর্ব বলেই অপ্রাসঙ্গিক মন্তব্য করেছেন । আপনার মত জাহেল এর সাথে আমি তর্কে যাবোনা । আপাতত যে বিষয় নিয়ে পোষ্ট দিয়েছি তা পড়ুন

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৩

বাঁশ বাগান বলেছেন: অন্ধকারের রাজকন্যা , এর ব্লগে আমার লেখার ইচ্ছা ছিল না। আপনি বলছেন "এক কাদের মোল্লাই ৩০০ মানুষের গনহত্যা করেছে"! আপনি হয়তো ঠিক, কিন্তু সরকার বা বিচারক তো এত দ্বি-মত পোষন করছে। আমাদের উচিৎ এই জায়গাটায় কাজ করা, খুন যদি এই মোল্লা করে থাকে তবে সাক্ষী সাবুদ সেই মতে যোগাড় করে ফাসির রায় দেওয়া হোক, তারপর ফাসি কার্যকর করা হোক।

হত্যাকাণ্ডে কাদের মোল্লার সরাসরি সম্পৃক্ততা প্রমাণে ব্যর্থ রাষ্ট্রপক্ষপ্রমাণ হয়েছে সহায়তা, নৈতিক সমর্থনের
হত্যাকাণ্ডে কাদের মোল্লার সরাসরি সম্পৃক্ততা প্রমাণে ব্যর্থ রাষ্ট্রপক্ষ

প্রমাণ হয়েছে সহায়তা, নৈতিক সমর্থনের

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

এ্যানড্রোমিডা বলেছেন: কই নবীজি আর কই রাজাকার!! তোরা আর ধর্মটারে কত নীচে নামাবি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

নদীর তীরে বলেছেন: পনি লিখাটা পড়েন নাই । আবার পড়ুন

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

অসাদুল ইসলাম বলেছেন: sonar bangla bloger moto sobuj bangla re o bondho kora dorkar?
apne ki mone koren?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

নদীর তীরে বলেছেন: রুলস এর বাইরে যদি থাকে তাইলে করবে ।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

গাজী সালাহউদ্দিন বলেছেন:

রাজাকারের বিচারের সাথে সাথে নবীজী (সাঃ) এর প্রতি কটাক্ষকারীদের ও বিচার চাই।

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

বিপ্লবী পথিক বলেছেন: নাস্তিকের জানাযা কেন!! মরার পর নাস্তিকেরা বিবর্তনের মধ্য দিয়ে আস্তিক হইয়া যায়।

পথিকের ডায়েরীর পাতা বলেছেন: থাবার বিরোধীতা শাহবাগের বিরোধীতা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.