| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মওদুদীবাদী জামাত পরিচালিত ইসলামী ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠাগুলো দেউলিয়া হয়ে যেতে পারে যেকোনো সময়। যুদ্ধাপরাধী দল জামাত পরিচালিত ইসলামী ব্যাংক থেকে সম্প্রতি জেলায় জেলায় আমানতকারীরা তাদের আমানত তুলে নেয়ার সংবাদ পাওয়া যাচ্ছে।
(সূত্র: http://tinyurl.com/jamatbank)
এভাবে চলতে থাকলে জামাত পরিচালিত ইসলামী ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে গ্রাহকদের আস্থার সঙ্কটে পড়বে। এমনকি দেউলিয়া হওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমানতকারীদের ইসলামী ব্যাংক থেকে আমানত দ্রুত তুলে নিয়ে অন্য ব্যাংকে জমা রাখাই সঠিক সিদ্ধান্ত ও বুদ্ধিমানের কাজ হবে।
উল্লেখ্য, জামাতের যুদ্ধাপরাধী ইস্যু, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন কানেকশন, দেশব্যাপী নাশকতাসহ বিভিন্ন কর্মকান্ডে প্রধান আর্থিক উৎসের মধ্যে অন্যতম মনে করা হয় এই ইসলামী ব্যাংককে। তাই সরকারের উচ্চ মহল থেকে ইসলামী ব্যাংক বন্ধের ব্যাপারে নীতিগতভাবে অনেক দূর এগিয়েছে। এধরনের খবর ছড়িয়ে পড়ার পর জামাত নিয়ন্ত্রিত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেরও শেয়ার দর দ্রুত পড়া আরম্ভ হয়েছে। যার ফলে বিনিয়োগকারীরা খুব দ্রুত সেসব আর্থিক প্রতিষ্ঠান থেকেও তাদের বিনিয়োগ দ্রুত তুলে নেয়াই বুদ্ধিমানের কাজ হবে।
তাছাড়া খুব শিঘ্রই সরকার থেকে জামাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর তাদের প্রতিষ্ঠান বাজেয়াপ্ত ঘোষণা করে নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত হওয়ায় পথে। ফলে ‘অনিশ্চয়তার’ মধ্যে ইসলামী ব্যাংকের সারা বাংলাদেশের প্রায় অধিকাংশ শাখা থেকেই হাজার হাজার গ্রাহক তাদের হিসাব বন্ধ করে দিচ্ছেন। এরই মধ্যে সারা দেশব্যাপী ইসলামী ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে, গ্রাহকদের টাকা তোলার হিড়িক পড়েছে!
ইতোমধ্যে বেশ কয়েক জেলায় জামাতের শত শত প্রতিষ্ঠানে তালা দেয়া হয়েছে। সুতরাং সর্তক হোন! এখনই সঠিক ও নির্ভুল সিদ্ধান্ত না নিতে পারলে, হতে পারে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং আর দেরি না করে ঠিক এই মুহূর্তে জামাত পরিচালিত ইসলামী ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে সর্বপ্রকার লেনদেন বন্ধ করুন। এবং আপনার সমুদয় মূল্যবান আমানত তুলে নিন।
 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৬
নদীর তীরে বলেছেন: এই ব্যাংক এদের টাকার বড় ভিত্তি ।
২| 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩০
আফজালনবীনগর বলেছেন: বলেন কি ? ভয়ের কথা ।
 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৬
নদীর তীরে বলেছেন: জ্বি , ভয়ের ।
৩| 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৪
এ সামাদ বলেছেন: ইসলামী ব্যাংক বন্ধ হলে তো দেশের ক্ষতি তাই নয় কি?
আমার ধারনা এই ব্যাংক সরকার ভুলেও বন্ধ করবে না। 
এটা ব্লগীয় একটি অপপ্রচার। 
 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৯
নদীর তীরে বলেছেন: !!!!!! দেওয়া আছে । 
বলা যায়না । 
 http://tinyurl.com/jamatbank)
৪| 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৩৫
কাকতড়ুয়া007 বলেছেন: তাই  নাকি  !!!!!!! 
কি  সর্বনাশের  কথা  !!!
তা  টাকা  তুলে  কোন  ব্যাঙ্ক  এ  রাখতে হবে  তা  বল্লেন  না  ?
কিছু  গ্রাহক  কমলেই  ভালো  তাড়াতাড়ি কাজ  শেষ  করা  যাবে  !!
 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৯
নদীর তীরে বলেছেন: যার যার ইচ্ছা ।
৫| 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪০
দিদিমা বলেছেন: ভালো কি মাথায় আসেনা? শুধু কুচিন্তা মাথায় ঘুরে? আবার লাগাইছেন মাতাল হাওয়া!
 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫০
নদীর তীরে বলেছেন: কেন ভাই দেশের মানুষের ভালোর জন্য আপনি জানাইতে পারেন না ? 
 http://tinyurl.com/jamatbank)
৬| 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪০
ভাল মন্দ বলেছেন: মাতাল, তোমার লেখার কোন সুত্র আছে?
 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫০
নদীর তীরে বলেছেন: http://tinyurl.com/jamatbank)
৭| 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৪৮
আমরা তোমাদের ভুলব না বলেছেন: সবুজ ভীমরুল বলেছেন: তোমাগো রাজারবাগী হুজুরের লুঙ্গীর মধ্যে ট্যাকা রাখলে মনে হয় টাকা কয়েক গুন বাইড়া যাবে??
ভন্ডের দল। ফাইজলামী বন্ধ কর!!! 
পুরান চাল সব সময় ভাতে বাড়ে না।
এই সব বাল ছাল পোস্টানো ওফ করে সব দলের সব রাজাকার গুলারে ঝুলানোর দাবি অক্ষুন্ন রাখুন, এতে আপনার, আমার সবার মংগল।
আর জামাত-শিবিরের সাথে সাথে এই ব্যাংক বা হাসপাতাল বন্ধে চিতকার করলে গলার ডা্ক্তার দেখানোর জন্য টাকা গোছাতে ভারত মাতার কাছে হাত পাততে হবে।
মনে রাইখেন, জামাত/শিবির না,,,যুদ্ধাপরাধীই হোক মেইন টার্গেট, ব্যাংক বা হাসপাতাল বন্ধ হলে আমার আপনার কিছু না আসলে গেলেও আমার আপনার অনেকেই ওখানে জব করে, যারা পথে বসবে।
আর, আপনি মুসলিম বিদ্দেশী হলে দুরে (ভারত) গিয়া মরেন।
 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫৩
নদীর তীরে বলেছেন: দিনের পর দিন এরা আন্দোলন করে কিভাবে ? টাকা ছাড়া কোন আন্দোলন চলেনা । 
টাকা পায় বলেই এরা মাঠে দিনের পর দিন থাকে ।
এদের পেটে যখন লাথি পড়বে তখন এরা নতুন করে ভাববে
৮| 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫০
পথহারা সৈকত বলেছেন: তারা তারি দে সুত্র,
নাইলে তোর মুখে ছারব মুত্র। 
  
 
 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫১
নদীর তীরে বলেছেন: http://tinyurl.com/jamatbank)
৯| 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫৪
আহমেদ রিজভী বলেছেন: এক্কান সেইরুম পোষ্ট । ঠিক ছাগলের তিন নম্বর বাচ্ছা জাতীয় ।
 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:৫৬
নদীর তীরে বলেছেন: নিজের পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ ।
১০| 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ২:১০
আমি ব্লগার হইছি! বলেছেন: সবাই তড়াতাড়ি জমা টাকা তুলে অন্য ব্যান্ক এ রাখেন। এরা নিজেরাতো বন্ধ হবেই, দেশের মানুষকেও ফাসাবে।
তবে যাদের লোন আছে তাদের তো মজা, টাকা ফেরত দেয়া লাগবেনা।
১১| 
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ২:১৭
কাফের বলেছেন: উপরে একদল বকরির ল্যাজে আগুন লাইগা গ্যাছে 
 
কারন ইসলামী ব্যাংক বন্ধ হলে ওদের কাঠাল পাতার যোগান দেবে কে?
১২| 
২৪ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৫
২০১৩ বলেছেন: এযে দেহি নয়া মজিবার, 
স্বপ্ন দেখতেই আছে।
তবে সত্য কথা হচ্ছে, আইন গত ভাবে ইসলামী ব্যাংক সরকারের বন্ধ করার কোন অপশন নেই, আছে গায়ের জোরে বন্ধ করার অপশন, এটা তো যে কেউ করতে পারে ,
গায়ের জোরে মজিবার দেশের সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল, গায়ের জোরে সিরাজ শিকদার কে হাওয়া করে দিয়েছিল। আবার বন্দুকের জোরে ফারুক গং রা মুজিবরেই  খেয়ে দিসিল। 
এই পোস্ট দিয়ে নিম্নাঙ্গে হাওয়া খেয়ে লাভ নাই।
১৩| 
২৫ শে মার্চ, ২০১৩  রাত ১২:২৭
লিমোলাস বলেছেন: ব্যাংকিং সম্পর্কে বিন্দুমাত্র ধারনা থাকলে এটা লিখতেন না। ব্যাংকের আয় কিভাবে কোথায় বন্টন করা হয় তা বাৎসরিক বাংলাদেশ ব্যাংকের কাছে জমা করতে হয় আর সেই একাউন্টস হতে হয় দুইটা ইন্টারন্যাশনাল মানের অডিটর কর্তৃক অডিটকৃত। যদি কোন সমস্যা থাকে তাহলে তা বাংলাদেশ ব্যাংক অডিট করে জনগণের সামনে প্রচার করুক।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩  দুপুর ১২:২৪
tumpa roy বলেছেন: যত তাড়াতাড়ি সরকার ইসলামী ব্যাংক বন্ধ করবে ততই মঙ্গল।