নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতাল হাওয়া

নদী পাড়ে স্বৃতির পাতা করে আনাগোনা ।

নদীর তীরে

নদী ও বাতাশ , মনে জাগে অপার ভালোলাগা ।

নদীর তীরে › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক, ইসলামবিদ্বেষী ব্লগারগুলো ব্লগের জন্য বোঝা ।এদের কুকুরের মত তাড়িয়ে দেওয়া উচিত ।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০

ব্লগ নিজের মত প্রকাশের একটি অন্যতম মাধ্যম ।যা হওয়া উচিত ছিল গঠনমুলক এবং দেশ ও জনগনের কাজে আসে এমন কিছু । কিন্তু কিছু কিছু কুলাংগার ব্লগারের জন্য ব্লগে মত প্রকাশ আজ হুমকির মুখে ।

নাস্তিক হওয়া কারো ব্যক্তিগত বিষয়। তবে নাস্তিক হয়ে ইসলাম ও মহানবীর বিরুদ্ধে ব্লগে জঘণ্য লেখা অপরাধ।

সে কাজটিই কিছু নাস্তিক ব্লগার করেছে । মানুষের ধর্মিয় অনুভুতির কথা চিন্তা না করে এরা একের পর এক লিখেই গেছে ।

বাকস্বাধীনতার ধোয়া তুলে তারা এ কাজ করে গেছে। ভুলে গেছে যে সবার আগে ধর্ম তারপর বাকি সব ।

এই সকল নাস্তিকদের কারনে সাধারন ব্লগার যারা তারাও আজ মানুষের কাছে নাস্তিক । তাইলে গুটিকয়েক নাস্তিকের দায়ভার বাকি সবাই কেন নিবে ?

ব্লগ যারা চালায় তাদের উচিত ছিল এদের সাবধান করে দেওয়া কিন্তু করেনি ।

যার খেসারত এখন দিতে হইবে ।কারন নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে ব্লগে অবমাননার অভিযোগ তুলে ৮টি ব্লগের ৮৪ জন ব্লগারের তালিকা হস্তান্তর করেছেন একজন ইসলামী চিন্তাবিদ।



ইসলাম ও মহানবীকে অবমাননাকারীদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর গঠিত কমিটির কাছে ওই তালিকা দেন মোহাম্মদিয়া জামেয়া শরিফের উপদেষ্টা ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ মাহবুব আলম আরিফ। তিনি ওই ব্লগারদের ‘নাস্তিক’ বলে অভিযুক্ত করে তাদের শাস্তির দাবি জানান।

রোববার সচিবালয়ে কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় ওই তালিকা হস্তান্তর করা হয়।





মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: নাস্তিক পোস্ট খারাপ লাগে ..মানুষ নিয়ে ভাবিনা....পাপকে ঘৃণা করো পাপীকে নয়।

২| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

সত্যগ্রহ বলেছেন: কালকে যদি আপনার কথা সরকারের পছন্দ না হয় তখন কি আপনাকে 'কুকুরের মতো তাড়িয়ে' দেয়া উচিত হবে?

অবশ্যই না। একি মানদন্ড সবার জন্য প্রযোজ্য।

৩| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

তথই বলেছেন: নাস্তিক নিয়া সমস্যা নাই , ধর্ম বিদ্বেষীদের লাত্থি মাইরা তাড়াইতে হবে X( X( X( X( X(

৪| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

ক্রাইম রিপোর্টার রাসেল বলেছেন: সেলিম আনোয়ার@ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

৫| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: নাস্তিক ও ইসলাম বিদ্বেষীদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আমেরিকার দূতাবাস বন্ধ করে দেওয়া হোক।

৬| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

আবুল খায়ের বলেছেন: +++++

৭| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

অপরিচিত অতিথি বলেছেন: nastik ke na, dhormo biddesike lati mara uchit.

৮| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তথই বলেছেন: নাস্তিক নিয়া সমস্যা নাই , ধর্ম বিদ্বেষীদের লাত্থি মাইরা তাড়াইতে হবে X( X( X( X(

৯| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

ভরযুক্ত অপদার্থ বলেছেন: ব্যবহারে বংশের পরিচয় ........................


বুদ্ধিমনের জন্য ইশারায় যথেষ্ট ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.