নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্যাচাল

আবির হাসান রাতুল

আবির হাসান রাতুল › বিস্তারিত পোস্টঃ

ভাষাহীন জীবন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

জীবনে কোনদিন ভয় পেয়েছেন,সত্যিকারের ভয়?কখনো ভুলতে পারেন না এমন ভয়।অথবা এমন কোন কাজ যা আপনাকে প্রতিনিয়ত ভয় পাইয়ে দেয়?

কিছু মানুষকে এমন প্রশ্ন করতে ইচ্ছে করে।ইচ্ছেকে মাটি দিতে পারি না।তাই সুযোগ পেলেই কাউকে বলে বসি "আপনি কি সুখী?"উত্তরগুলো খুব অবাক করার মতো।
"হ বাবা,আল্লায় সুখেই রাখছে।"অথবা ভালোই আছি।"
সুখী মানুষ গুলোকে দেখলে আমার হিংসা হয়।প্রচন্ড হিংসা হয়।তাই আমি সর্বদা একজন অসুখী মানুষকে খুঁজে বেড়াই।

বাবুবাজার ব্রীজের উপর একটা মেয়েকে ভিক্ষা করতে দেখেছিলাম।বয়স বড় জোড় ৫ বছর কিংবা তার কম।সাথে ছোট একটা ছেলে যার বয়স ২ বছর হবে এবং আপাত দৃষ্টিতে ছেলেটি মেয়েটির ভাই হবে।ভাইকে কোলে নিয়ে বসে আছে।এমন একটা বাচ্চা মেয়েকে কিছু বলা যায় না।একটা কাজ ছিল তাই দাঁড়িয়ে দেখছিলাম মেয়েটার প্রতি ছেলেটার আচরণ।

হঠাত নিজেকে হারিয়ে ফেল্লাম।মনে হলো টাইম মেশিনে করে আমি বিশ বছর সামনে চলে গেছি যেখানে ওই একই দুজনকে দেখলাম প্রেমিক প্রেমিকা।ঠিক প্রেমিক প্রেমিকা না বলে দুটি মানুষ বলা যেতে পারে।একসাথে ভিক্ষা করতে করতে কখন দুজনে এক হয়ে গেছে।এক পথের বাসিন্দা।

বাসের হর্ণে বাস্তবে ফিরে এলাম।আরে কোথায় চলে গিয়েছিলাম।ওইতো শিশু দুটো।সাথে সাথে ভয় পাওয়া শুরু করলাম যা দেখেছি তাতো ভবিষ্যতে ঘটবে না?শিশু দুটোকে কি আমি যৌণতা বিষয়ক কিছু বলে আসব?মেয়েটা বুঝবে তো?বস্তিতে বড় হতে যাওয়া মেয়েটা তার ভাই কে বুঝতে পারবে তো বড় হয়ে?এসব পাপ,অন্যায়? নাকি বস্তির অবাধ যৌণতার ভিড়ে নিজেকে সামিল করে নিয়ে খেলার ছলে,শারীরিক কামনায় আমার কল্পনাকে সত্যায়িত করবে?


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: পাঁচ বছর বয়সি একটা মেয়েকে কিভাবে যৌনতা বোঝাবেন??

আমি যতদূর জানি বস্তিতেও সমাজ ব্যাবস্হা আছে।সমাজ ব্যাবস্হা থাকলে অবাধ যৌনতার সুযোগ কম।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১

আবির হাসান রাতুল বলেছেন: বস্তিতে সমাজ ব্যবস্থা থাকলেও তা দুর্বল।আর বিষয়টা আমার কাছে অলস সময়ের কল্পনার কারণে এসেছে।আমি কিছু বস্তিতে ব্যক্তিগত ভাবে ঘুরেছি।তাতে যা মনে হয়েছে তাই লেখার চেষ্টা করেছি।ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.