| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগর বালক
এমন ছেলে কোথায় পাবে যেমনটা এই আমি হীরার টুকরা ছেলে তো নই হীরার চেয়েও দামী
চোখ বুজেছি অনেক আগেই
রেখেছি কানও বন্ধ
নাক চেপেও পাচ্ছি ঠিকই
বাতাসে লাশের গন্ধ ।
অম্ল গরল এক লাগে সব
মিইয়ে গেছে স্বাদ
স্বপ্ন দেখে স্বপ্ন ছুঁতে
বাড়াইও না হাত ।
সস্তা শ্রমের ব্যস্ত বাজার
প্রান ও- সহজলভ্য তা
মানুষ কি শুধু শ্রম উপাদান
কি দেবে জবাব সভ্যতা ।
নষ্ট আমার ইন্দ্রিয় সব
নষ্ট বিবেক , হুঁশ
কষ্ট নিয়ে বলছি তবু
শ্রমিকও মানুষ ।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১
নগর বালক বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
২|
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬
ট্যামময বলেছেন: কপি করলাম ভাইয়া। (facebook এ )
০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৭
নগর বালক বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
৩|
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১
একজন আরমান বলেছেন:
এ এক অমৃত সুধা,
রক্ত পানের নেশায়-
মত্ত আজ হায়েনারা,
ভদকার সাথে সোডা যেমন,
টাকার সাথে রক্ত তেমন !
আহা ! কি স্বাদ !!
এ এক অমৃত সুধা।।
০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৮
নগর বালক বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: +