![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন ছেলে কোথায় পাবে যেমনটা এই আমি হীরার টুকরা ছেলে তো নই হীরার চেয়েও দামী
১
বালিকা
আমার ছাতার নিচে এসো
হোক সেটা কম দামী
তোমার মাথা আগলে রেখে
ভিজবো না হয় আমি |
ইতি
বালক
২
বালিকা
থাকো শান্তিতে
বুকের বামপাশের স্থানটিতে |
ইতি
আমি
৩
বালিকা
মনের রাজ্যে আমার স্বৈরতন্ত্রের পতন হোক | এসো, ক্ষমতা ভাগাভাগি করি |
ইতি
স্বৈরাচার
৪
বালিকা
সস্তা প্রেমের যুগজমানায়
প্রেম যদি চাও গাঢ়
এইতো আমি কাছেই আছি
চাইলেই আসতে পারো |
ইতি
বালক
৫
প্রিয় জলপরী
ইচ্ছে হলেই চলে এসো
বৃষ্টি ফোটায় ঝরে
কসম খোদার রাখবো তোমায়
শক্ত হাতে ধরে |
ইতি
কচুপাতা
৬
বালিকা
ভালোবাসার টানে -
হুডখোলা রিকশা চেপে
চলো বৃষ্টিস্নানে |
ইতি
ছাতা
৭
বালিকা
তুমিই আমার ঘুম করেছো লুট
মাঝরাতে তাই দিলাম তোমায়
প্রেমের চিরকুট |
ইতি
ভ্যাম্পায়ার
৮
দুরবালিকা
"সামনে এলেই মুখটা তুমি বাঁকাও
দুরে যেতেই পিছন ফিরে তাকাও"
কেন?
ইতি
লুকিং গ্লাস
৯
বালিকা
প্রেমসাগরে, তুমিই আমার তীর
তোমায় ছাড়া এখন আমার
দুনিয়া অস্থির |
ইতি
জ্যাক
১০
বালিকা
হোক কলঙ্ক
শেখাবো প্রেমের অঙ্ক |
ইতি
সুকান্ত ভট্টাচার্য
১১
ব্রুটাস
টাইম থাকতে পিছু ছাড়
আমার প্রিয় বালিকার |
ইতি
সিজার
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
নগর বালক বলেছেন:
২| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:২৩
ফরহাদ আহমদ নিলয় বলেছেন: বালিকা কে নিয়ে যে এত রোমান্টিসিজম চলছে আঙ্কেল কি জানেন ??
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
নগর বালক বলেছেন: খেতা পুড়ি আঙ্কেলের ।
৩| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:৩১
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর ।
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
নগর বালক বলেছেন: ধন্যবাদ ।
৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ব্রুটাস
টাইম থাকতে পিছু ছাড়
আমার প্রিয় বালিকার |
ইতি
সিজার
চমৎকার পোস্টে++++++
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
নগর বালক বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ রাত ৮:৫৬
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার...................