| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগর বালক
এমন ছেলে কোথায় পাবে যেমনটা এই আমি হীরার টুকরা ছেলে তো নই হীরার চেয়েও দামী
তর্ক চলে সব জায়গাতে
পার্ক রেস্তোরা জিম
তর্ক শুরু কোনটা আগে
মুরগী নাকি ডিম ।
তর্ক চলে বিদেশ নীতির
দরকার কি ঋনের
রাজনীতিতে দল নাকি লীগ
তর্ক চিরদিনের ।
প্রেমিকা প্রেমিক তর্কে মাতে
রেস্টুরেন্ট না হাতিরঝিল
খেলার মাঠে আজীবনই
সাদাকালো না আকাশী নীল ।
লিপইয়ারি তর্ক হলো
ব্রাজিল আর্জেন্টিনা
ইলেক্ট্রনিক বাজার পুরাই
হোয়াই মেড ইন চীনা ।
ফিল্ম দুনিয়ার তর্ক হলো
মৌসুমী পুর্নিমা
অর্থনীতির তর্ক নতুন
এমএলএম আর বীমা ।
তরুন যুবক তর্ক বাধে
ক্রিকেট না ফুটবল
অহেতুক তর্কে ঘোলা
স্নিগ্ধ সুনীল জল ।
০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১২
নগর বালক বলেছেন: প্রথম এবং একমাত্র ভালোলাগা । অনেক ধন্যবাদ
২|
০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
একজন ঘূণপোকা বলেছেন:
জীবনটাই তর্ক ময়।
কবিতার ছন্দ ও টপিক দুইটাই ভালো লেগেছে।
ছড়া বলা মনে হয় উচিত ছিলো
০৬ ই জুন, ২০১৪ রাত ৮:১০
নগর বালক বলেছেন: নিজেকে ছড়াকার বলতেই ভালো লাগে , আর এটা একটা ছড়া । ভালো লাগার কথা শুনে ভালো লাগলো । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৪ রাত ১:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!!
১ম ভালোলাগা।