| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নৈকষ্য
অসীম সমুদ্রে, আমি আমার জাহাজের নাবিক...............অবিরাম স্বপ্ন আর বাস্তবতার জলপথে বন্দর থেকে বন্দরে ছুটে চলছি.........বেঁচে থাকার গভীর আকুতি নিয়ে - সুন্দর সৃষ্টির সংগ্রাম গভীর ঝড়ের মাঝে............।
নরম বালিশে রক্তের দাগ
ধর্মের ছুতা অধর্মের নষ্ট ঘৃণ্য প্রতিহিংসা
রক্তের লালসা তোদের পরাজিত ভীরু
অন্ধ মেষ পাল , যুক্তিহীন বিবেকহীন।
যুক্তির সত্যের, বিবেকের কাছে পরাজিত,
খুন করে কি পরাজয়ের লোভের প্রতিহিংসার
শোধ নেয়া যায়, যেখানে ভালোবাসাই যথেষ্ট।
নরম বালিশে রক্তের দাগ মনের ঘরে শিশুর
পিতার রক্তের গন্ধ , ফিরিয়ে দে শিশুর
পিতার ভালোবাসা । কোনদিন ঘুম আসবেনা
হাসিরা কথা সুরে ফিরিয়ে দিবে না ভালোবাসা।
আমার নামজ ভালো লাগে চার্চ ভালো লাগে
আমার মন্দির মসজিত নাস্তিক সব ভালো লাগে
মানুষের জীবনের চেয়ে বড় কি ধর্ম থাকতে পারে
সব দেখে নীরব নষ্ট মুখগুলো কতটা সরবে
দুর্গন্ধ বিলিয়ে দিতে পারে যখন তারা বলে
পরিবেশ কতটা স্বাভাবিক একদম স্বাভাবিক
আমি অবিশ্বাসী বাকজকুঠির থেকে বলছি
আমি নাস্তিক, সাম্যবাদী লালন মন থেকে বলছি
আজন্ম ঘৃণা তোদের ক্রীতদাস নষ্ট মগজের প্রতি
©somewhere in net ltd.