নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর সৃষ্টির সংগ্রাম গভীর ঝড়ের মাঝে।

নৈকষ্য

অসীম সমুদ্রে, আমি আমার জাহাজের নাবিক...............অবিরাম স্বপ্ন আর বাস্তবতার জলপথে বন্দর থেকে বন্দরে ছুটে চলছি.........বেঁচে থাকার গভীর আকুতি নিয়ে - সুন্দর সৃষ্টির সংগ্রাম গভীর ঝড়ের মাঝে............।

নৈকষ্য › বিস্তারিত পোস্টঃ

আদি ভয়তিক

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০২

বৃষ্টিতে ভেজা পৃথিবীর
আদিম বনভূমি বিষণই উষ্ণ
বাতাসে সরোদের সুর
বেজে চলেছে বেজেই চলেছে
তোমার আমার অনুভবের মরমে
জানোয়ারের হৃদপিণ্ডের সম চলনে

বনভুমি ধূলার আজ ধূলার ভূমি
ভাঙ্গা সরোদের জন্মভূমি, আমার ও তাই

বাতাসে সরোদের সুর তবুও বেজে চলেছে
ভেজা নরম মাটিতে ভৌতিক পায়ের চিহ্ন ।
অন্ধকার আরও অন্ধকারে
পায়ের চিহ্ন বাদুড় বেশে
উড়ে যাচ্ছে আরও উচুতে
এক পাল বাদুড় আরও অন্ধকারে
হেঁটে হেঁটে বহুদূর আরও অন্ধকারে ।

বাদুরেরও বিবেক আছে
তোমায় আমায় অভিশাপ দিতেও
বেসুমার ভুলে যাবে ।

আজও অন্ধকারে আদিম বনভুমি
জন্তুর চেয়ে জুন্ততে পরিপূর্ণ ।

বৃষ্টিতে জুন্তুতে আজও
অন্ধকারে আদিম বনভুমি
জন্তুর চেয়ে জুন্ততে পরিপূর্ণ ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন

২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭

নৈকষ্য বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.