| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের অনেক রং
ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা
ভেবে ছিলাম বৃত্তের
ভাইরে থেকে তোমাকে আজীবন
ভালবেসে যাব । হাজার বার
দৃষ্টি পড়ে ছিল
মায়াবিনী তোমার হৃদয় ছুঁয়ার ।
কতবার যে নিজের
অজান্তে তোমার ভালবাসার
লোভে ঘুমরে ঘুমরে নির্ভৃতে কেঁদ
েছি তার হিসেব নেই
।
অবশেষে তুমি বুঝলে আমাকে ।
নিজেই
সইতে না পেরে ছন্নচাড়া জীবন
ের একটি শক্ত
খুটি হলে ।
সামান্য একটু কষ্টে কাঁদাটা
মেয়ে দের কাজ, কোথায় যেন
কে বলেছিল, ছেলারা যত
কষ্টে থাকুক তবুও কাঁদেনা ।
কিন্তু আমি পারিনি,
অনেক চেষ্টা বারবার হার
মেনেছে আমার চোখের
কাছে ।
কতটা কষ্টে ২পোঁটা চোখের জল
আসে তা তুমি জান । একটা সময়
এই কষ্টটা ছিল
তোমাকে না পাওয়ার,ভালবাসা
র
তিব্রতা তোমাকে বলতে না পার
ার আর এখন
তোমাকে হারাবার । ভাল
থাকার তাগিদে আজ
তুমি আমার কাছ থেকে দুরে ।
সাময়িক কিছু
ব্যাথা আমাকে আকড়ে নিজেদের
বসবাস জানান দেয় ।
বিশ্বাস কর আমি খুব চাই ভাল
থাকতে কিন্তু
পারিনা ।
তুমি আমাকে কখনো ভুল
বুঝনা জান,
তোমাকে আমি কখনো ঠকাবোনা ।
কেমনে ঠকাই বল
কখনো কি শুনেছ কেও
নিজেকে ঠকাতে, নিজের
জীবনের
সাথে বেইমানি করতে?
আমিও পারবোনা...
তোমাকে কষ্ট
দিলে যে আমি আমার জীবন
কে গলা টিপে হত্যা করলাম
যেন ।
তোমার আমার রঙিন স্বপ্ন
স্মৃতি গুলো কখনো মুছে যাবেনা,
কেও চাইলেও
মুছে দিতে পারবেনা ।
ভুল
বুঝে যদি তুমি কখনো আমাকে গৃনা
কর,
এটা ভেবে ভেবে আজ সারাদিন
যেন থমকে ছিলাম ।
তোমার গৃনা নিয়ে মৃত খোলস
পড়া মানব
হয়ে বাচতে হবে আমাকে ।
ক্লান্ত
মনটা কিছুতে মানতে চায়না,
খুব
ইচ্ছা করে তোমার
সান্নিদ্ধে থাকতে ।
প্রথমেই অনেক বার
তোমাকে ভুলে যাবার
বৃথা চেষ্টা করেছি পারিনি ।
জোছনার নিয়ন আলোয়
তোমায় ভেবে আনমনা এই
আমি এখনো হাত
বাড়িয়ে আছি । এইতো যেন
তুমি এলে, আমার হাত
হাত রাখলে, এক
সাথে জোছনা স্নানে মত্ত হলাম
দুজন ।
২|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
মোঃ নজরুল ইসলাম বলেছেন: এতো লেখার সময় কই পানরে ভাই। এতো লেখার সময় কই পানরে ভাই।
৩|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
শিপন মোল্লা বলেছেন: হিম খুবই আবেগি কবিতা।
৪|
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
সুফিয়া বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ।
Click This Link
৫|
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
আকাশের অনেক রং বলেছেন: সবাইকে ধন্যবাদ...
টাইপে ভুল আছে কিন্তু ঠিক করতে মনে লয় না...
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
রাইসুল নয়ন বলেছেন: কিছু ভুল আছে,দয়া করে ঠিক করেন তারপর পড়ে কবিতা কেমন লাগলো জানাবো ।
অনুগ্রহ পূর্বক মন্তব্যটি মুছে ফেলুন,
ভালো থাকুন ।