| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের অনেক রং
ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা
"আমি মুক্তিযুদ্ধ করেছি, এদেশের জন্য রক্ত দিয়েছি.,
তোর সরকারের কাছে আমার অস্র জমা দিয়ে ছিলাম,
কিন্তু দেশ স্বাধীন করতে পারিনি, তোর সরকারকে বল আমার অস্র আমাকে দিতে, আমি আর সহ্য করতে পারছিনা, আমার রক্ত টগবগ করে, আমার রক্তে আগুন জ্বলে, আমি আবার যুদ্ধ করতে চাই"
আমাদের গ্রামের দাদা বীর মুক্তিযুদ্ধা সাইদুল হক আমাকে ডেকে বললো কথাটি,
আমি যেন হঠাত্ নির্বাক হয়ে গেলাম, বাক শক্তি হারিয়ে পেললাম । লক্ষ করলাম শরীরের লোম গুলা একে একে দাড়িয়ে গেল । বুঝতে পারলাম না এ মর্হূতে আমার কি বলা উচিত ।
লাক্ষ শহিদের রক্তে কেনা এটা আমাদের সেই স্বাধীনতা হতে পারেনা ।
বাংঙালিদের কপালে যারা অনির্বায মৃত্যুর দাগ দিয়ে ছিল সেটে, যারা এদেশে গনহত্যা করেছিল, মা বোনদের আমাদের সামনে দিয়ে টেনে হিছড়ে নিয়ে যেত কিছু এদেশি নরপশু, আতঙ্কে ছিল জনপদ, লোকালয়, ঘর বাড়ি । চারিদেকে আগুন, স্তব্দতার ভিতী যখন ছিল পুরো বাংলায়...
ঠিক তখনি রক্ত জলে আগুন মেখে জাপিয়ে পড়ে এদেশের সেই সোনার ছেলেরা । মৃত্যর ভয়কে করেছিল তুচ্ছ এক ফানুশ । দেশ, দেশমাত্রিকা, বাঁচাতে কি সাহসি হয়ে ছিল সে দিন টগবগে তরুন, কৃষক, বৃদ্ধ, ছাত্র, কত কন্যা, জায়া, জননী ।
না পারেনি সেদিন কেউ রুখতে তাদের, রক্ত নদীতে জয়ের নৌকা ভেসেছিল, ভাসিয়েছিল । মানেনি হার কোন নরপুশু কিংবা শকুনের কাছে । আমাদের দিয়েছিল রক্তিম স্বাধীনতা, মা, লাল সবুজে খচিত মানচিত্র ।
"সে মানচিত্রে আজো শকুনের থাবা কেন?"
এ প্রশ্নের জবাব আমি কার কাছে চাইবো?
উত্তর কোথায় পাবো?
আবার যেন সেই ৭১, চারিদিকে হাহাকার, ৭১এর পরাজিত কুত্তারা আজ আগুনে পুড়ায় আমাদেরই ভাইয়ের বাড়ি-ঘর ।
প্রবল প্রতিবাদি স্লোগান, বিদ্রহের গান, আবৃতিকে অস্র বানিয়ে আজ শাহবাগ সহ দেশের তরুন প্রজন্ম সেই ৭১এর চেতনাকে বুকে ধারন করে, আবারো গর্জে উঠলো বাংলাদেশে । শুর হলো আবার যুদ্ধ, মুক্তির যুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ ।
চোখে মুখে রক্ত আজ সেই তরুনের, তরুনির । যারা কখনো যায়নি মিছিলে, বুঝেনি কখনো রাজনীতির মারপ্যাচ । আজ সেই চেতনাকে পুজিঁ করে জয়ের আন্দলনে সবার একটাই দাবি ফাঁসি চাই, ফাঁসি চাই ।
প্রদিপ্ত যুবক আজ আর ঘরে বসে নেই, মুক্তি আর জয়ের নেশায় চোখে মুখে আগুন । জয় নিয়ে তবেই ঘরে ফিরবে ।
২|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬
হানিফঢাকা বলেছেন: যুদ্ব করতে চইলা যান। আপনারে কে আটকাইয়া রাখসে।
৩|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬
হানিফঢাকা বলেছেন: যুদ্ব করতে চইলা যান। আপনারে কে আটকাইয়া রাখসে।
৪|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
জাতিস্বর বলেছেন: আর কোন কথা নাই।এবার মাঠে নামতেই হবে।
বসে বসে ধ্বজর মত এদের তাণ্ডব দেখার থেকে লজ্জার আর কিছুই নাই।
৫|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
আকাশের অনেক রং বলেছেন: যুদ্ধ করতেছি...
মুক্তি ছাড়া থামবেনা রক্ত দেওয়া...
৬|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
নিরব বাংলাদেশী বলেছেন: Click This Link
৭|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪
ঘুমন্ত আমি বলেছেন: কথা এবং ব্লগিং অনেক হয়েছে ।এখন সময় রাজপথে নামার জামাতকে এবং সকল অন্যায়কে প্রতিহত করার ।
৮|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
আকাশের অনেক রং বলেছেন: ঠিক ঠিক বলেছেন জাতিস্বর
৯|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭
আকাশের অনেক রং বলেছেন: ঠিক ভাই ঘুমন্ত, ঘুমি আর থাকবো না...
এবার আমরা রাজপথে নামবোই...
১০|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
মিনহাজ শুভ বলেছেন: আপনারাই দেখুন বগুরায় সেনাবাহিনী নেমেছে কি না!
১১|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
নীল ফিউজিটিভ বলেছেন: রিজভি বলেন...এরা নষ্ট তরুণ...কাল টক শো'তে বিএনপি'র এক মহিলা নেত্রী বলেছেন সাহবাগে তরুণীরা রাত ভর কি করে ওখানে?...কিভাবে দেবে এই সব প্রস্নের উত্তর?
১২|
০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
আকাশের অনেক রং বলেছেন: বিবেক জাগ্রত হলে এই সব প্রশ্নের উত্তর খুজা লেগেনা...
১৩|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:০২
বাংলার হাসান বলেছেন: মাত্র আটজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ৫টি ভিন্ন সময় ও স্থানে ঘটা ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। এই আট সাক্ষীর তিনজনের সাক্ষ্য 'লোকমুখে' শোনা। প্রসিকিউশনের সাক্ষী আনার কোন লিমিটেশন না থাকলেও আসামীপক্ষে সর্বোচ্চ আটজন সাক্ষী আনার অনুমতি দেয় ট্রাইব্যুনাল। ৬টি অভিযোগে মাত্র ৮জন সাক্ষী আনার এই লিমিটেশনও আপীলে বেকায়দায় ফেলতে পারে রাষ্ট্রপক্ষকে।
কথায় আছে সোনার ডিম পাড়া হাঁস কেউ জবাই করে না। জামাত হলো বিএনপির রাজনৈতিক পার্টনার, আর আওয়ামী লীগ হলো জামাতের বিজনেস পার্টনার।
১৪|
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪
তারিন রহমান বলেছেন: banglar_hasan বলেছেন: মাত্র আটজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ৫টি ভিন্ন সময় ও স্থানে ঘটা ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। এই আট সাক্ষীর তিনজনের সাক্ষ্য 'লোকমুখে' শোনা। প্রসিকিউশনের সাক্ষী আনার কোন লিমিটেশন না থাকলেও আসামীপক্ষে সর্বোচ্চ আটজন সাক্ষী আনার অনুমতি দেয় ট্রাইব্যুনাল। ৬টি অভিযোগে মাত্র ৮জন সাক্ষী আনার এই লিমিটেশনও আপীলে বেকায়দায় ফেলতে পারে রাষ্ট্রপক্ষকে।
কথায় আছে সোনার ডিম পাড়া হাঁস কেউ জবাই করে না। জামাত হলো বিএনপির রাজনৈতিক পার্টনার, আর আওয়ামী লীগ হলো জামাতের বিজনেস পার্টনার।
১৫|
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:১০
রাফা বলেছেন: স্যালুট বীর মুক্তিযোদ্ধা সাইদুল হককে।তারা অস্র হাতে নিয়ে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছেন।কাজেই তারা কোন ভাবেই জামাত শিবিরের এই আস্ফালন সহ্য করার কথা নয়।
জয় বাংলা।
১৬|
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১৪
আকাশের অনেক রং বলেছেন: তাই মুক্তিযুদ্ধাদের শিরায় শিরায় এখন আগুন জ্বলে
জয় বাংলা
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
প্রজন্ম মিলিশিয়া বাহিনী চাই
জনগনের জানমাল রক্ষা ও সন্ত্রাসি রাজাকারদের দমনের জন্য সরকারকে কৌশলি হতে
হবে।
অব্যাহত নৈরাজ্য দমনে ঢাকায় ও আক্রান্ত ৯ টি জেলায়, প্রতিটি থানা ভিত্তিক লাঠিধারি
মিলিশিয়া বাহিনী গঠন করতে হবে।
Click This Link