| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের অনেক রং
ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা
বৈশাখী সাজে সাজোরে
সবে মিলে আজ আসল বাঙালি হবোরে,
বাংলায় বলি বাংলায় গাই
তবু কেন বাঙালি নই
ভেবে দেখ ভাই ।
শিকড়েরে ভুলি পরশ্রীতে আচরী,
নিজশ্রীকে হেলা করি,
বড় হতে চায়,
ছোট হয়ে যায়।
আজি এ বৈশাখে জারি-সারি- ভাটিয়ারি গানে,
এসো মিলি প্রানে প্রানে ।
ধুয়ে যাক মুছে যাক হিংসা গ্লাণী আর সংকীর্ণতা,
যতসব পাপ পঙ্কিলতা ।
সত্য সুন্দর কল্যান হর্ষে,
সুখ আনন্দে ভরে যাক নববর্ষে ।
©somewhere in net ltd.