নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা

আকাশের অনেক রং

ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা

আকাশের অনেক রং › বিস্তারিত পোস্টঃ

সুখ সুখ করে এ জীবন অভিসারে পুরালো হায়

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

'সুখ সুখ করে এ জীবন

অভিসারে পুরালো হায়,

অফিস থেকে এসে বিকালের চায়ে চুমক

দিতে দিতে খবরের কাগজ হাতে নিলাম,

ইদানিং কিছুতে মন বসে না ।

চিন্তা গুলো যেন কেমন

এলোমেলো হয়ে যায়, হয়ে যাচ্ছে । কোন

কিছু যদি দেখি একা পড়ে আছে তখন কেন

যানি খুব মায়া লাগে জিনিসটার জন্য ।

হয়তো একা থাকা কতটা কষ্টের সে বোধ

আমার আছে । খবররে কাগজটিও

টেবিলে পড়ে ছিল একা একা তাই

হাতে নিলাম অথচ আমার একটুও

পড়তে ইচ্ছে করছেনা । খুব

কবিতা লিখতে ইচ্ছে করছে আজ । কিন্তু

লিখবোনা । কবিতা লিখতে আর

ইচ্ছে করেনা । শব্দের ঝংকারে এখন আর

কষ্টেরা মুক্তি পায়না ।

অশ্রুতে মুক্তি নেই র্নিমম বাস্তবতার ।

তারচে বরং শূন্য

জীবনে একা একা অন্ধকার আর টুকটাক

হারিয়ে যাওয়া স্মৃতির

অশ্রুতে পড়ে থাকাই ঢের শ্রেয় ।

কেউ একজন

ইদানিং নিরবে এসে দেখে যায়

আমি কেমন আছি । ভুলেও জিঙ্গেস

করেনা ভাল আছো তো?

আমিও করিনা...

হয়তো চায়না সেতা...

অবিকল শুধু চেয়ে থাকি তার স্বপ্নের

ছায়া,

অজশ্র হাহাকার

সে উপলব্দি করে তা আমি জানি ।

জীবনের নানা ছলাকলায় যোগ বিয়োগের

হিসেব আর ভাল লাগেনা ।

এখন রাত আসলে বড্ড ভয় হয়, কেমন যেন

হিংস্র আমার প্রতিটা রাত । এদিক

ওদিক হাতরিয়ে ফিরি তবু ঘুম আসেনা,

আমি ঘুমোতে পারিনা ।

ক্ষয়ে ক্ষয়ে এ যান্ত্রিক কোলাহলে,

অথবা এ নিষ্ঠুর শহরে কষ্টের

ফেরিওয়ালা হয়ে আর কত?

দিনের শেষে যদি মন কাঁদে এখন আর

চোখের জল মুছে দেওয়ার মতোও কেউ নেই

। হঠাত্ ইচ্ছে হলো হারিয়ে যাওয়ার,

কিন্তু কোথায় হারিয়ে যাই সেটাই

বুঝে উঠতে পারছিনা । আমার পৃথিবীর

বাসিন্দা গুলো কে খুব

কাঁদাতে ইচ্ছে করে । আমাকে ভেবে,

খুজে না পেয়ে যদি কেউ একজন একটু

কাঁদতো তবে যেন চাপা কষ্ট গুলো একটু

খেয়ালি হয়ে উঠতো । শত কষ্টে থেকেও

সুখের অভিনয় করতে করতে যেন

হাঁফিয়ে উঠেছি, আমি আর

সুখে থাকতে চাইনা কারন____

সুখ সুখ করে এ জীবন

অভিসারে পুরালো হায়,

তবুও তারে বন্দি করতে

পারিনি মনের খাচায়.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.