নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা

আকাশের অনেক রং

ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা

আকাশের অনেক রং › বিস্তারিত পোস্টঃ

এবং আমি অতঃপর বৃষ্টি

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

আমি এখনও আছি !

সেই রাস্তার পাশে সস্তা চায়ের

দোকানে । বৃষ্টি দেখি ।

ফোঁটা ফোঁটা বৃষ্টি । কখন

সে বৃষ্টি থামে আর

কবে বাড়ি ফিরবো জানা নেই । তবে এই

পণ যতক্ষন না বৃষ্টি থামে ততক্ষন

আছি এ সস্তা চায়ের দোকানে ।

সারাদিন প্রচন্ড মাথাবেথার

কারনে বৈশাখের প্রথম বৃষ্টি আজ

উপভোগ করার সুযোগ হয়নি আমার ।

হয়তো চাইলে পারতাম একটু বৃষ্টি ছুঁতে,

নিজেকে সপে দিতে বৃষ্টির কাছে ।

কিন্তু কেন যেন মনে হলো বৃষ্টির

বুঝি অনেক পরিবর্তন হয়েছে ।

বৃষ্টি এখন আর কোন দুঃখির দুঃখ কষ্ট

ধুয়ে মুছে পরিস্কার করে দেয় না ।

কারো হতাশার নীল বেদনার হাহাকার

তার ঝুম ঝুম শব্দে চাপা পড়েনা । কেউ

শূন্যতায় থাকলে বুঝি এখন আর বৃষ্টির

কিছু যায় আসেনা ।

তাই হয়তো অবাক অভিমানে আমিও আর

একফোঁটা বৃষ্টির জল গাঁয়ে মাখবো না ।

খুব ইচ্ছে করছে বৃষ্টিতে কানে হেডফোন

লাগিয়ে শিমুল মোস্তফা, কিংবা হেলাল

হাফিজের কোন কষ্টের

কবিতা শুনতে শুনতে বাসায় যাই । কিন্তু

না । নিজের ইচ্ছের সামনে শক্ত বান

দিয়েছি কদিন হলো । এত

তারাতারি সে বান

ভেঙে যেতে পারে না । মাথাটা বেস

জিন জিন করছে....



: কাকু আরেক কাফ চা দেন,

সাথে একটা সিগারেটও...



গত তিনদিন পর্যন্ত চোখে একফোঁটা ও ঘুম

নেই । হয়তো সে জন্যই এই মাথা ব্যাথা ।

একটু ঘুম হলেই বোধ হয় ঠিক হয়ে যাবে ।

কিন্তু এ হিংস্র রাত আসলেই এখন আমার

প্রচন্ড ভয় হয় ।

সবাই ঘুমোতে থাকে আর আমি যেন

জেগে উঠতে থাকি....



: কি বাবু? চাতো ঠান্ডা হয়ে গেলো ।

: ও আচ্ছা ।



ইদানিং কিছুতে মন বসেনা, কিছু মনেও

থাকে না, এই শুনি এই ভুলে যাই । তাই

হবার বাকি ছিল তাই হচ্ছে । উলট পালট

লাগছে পৃথিবীটা । ক্ষনিকের এ

ভ্রমনে কত কিযে দেখলাম ।

জানিনা আরো কত কিছু দেখার বাকি ।

আজো অফিসে যেতে দেরি হয়ে গেছে । খুব

চাই নিজেকে ব্যাস্ত করে রাখতে,

পারিনা । যন্ত্রমানব

হয়ে থাকতে থাকতে আসলেই যেন

ইলেক্সট্রনিক কোন যন্ত্র হয়ে গেছি ।

এখনো সে যন্ত্র চালু আছে । কখন বন্দ

হয়ে যায় হঠাত্ উপরওয়ালা জানেন ।



৭ ৮ দিন আগের কথা । একটা খুব খারাপ

স্বপ্ন দেখলাম । আমার নিঃশ্বাস

আটকে গেছে, এই

বুঝি সমাপ্তি হলো ভ্রমনের ।

এখনি জীবনের প্রান্ত পুরালো ।

মুক্তি পেলো আর কিছু জীবনের । যে জীবন

গুলো আমার জন্য

বন্দি হয়ে আছে বন্দি খাচায় কোন অচিন

পাখির মত ।

হঠাত্ ঘুম ভেঙে গেলো । বুঝতে পারলাম

আমি বেচে আছি ।

মন খারাপ থাকলেই আমি মন খারাপের

গান শুনি । এটা আমার

একটা বাজে অভ্যাস । কোথায় যেন

শুনে ছিলাম মনের কষ্ট আর গানের কষ্ট

মিলে কাটা কাটি হয়ে যায় ।

আসলে কথাটি একেবারেই ভুল । তখন কষ্ট

গুলো আরো খেয়ালি হয়ে যায় ।



অবশেষে বৃষ্টি থেমেছে । এবার উঠা দরকার ।

কিন্তু মাথা ব্যাথা একটুও কমেনি । যেন আরো তিব্র হয়ে উঠে । মাঝে মাঝে ইচ্ছে করে জীবনের লাগাম

ছেড়ে দিই, সে ছুটে চলুক তার ইচ্ছে মত,

যাক দূরে যতদূরে যেতে পারে । আবার

মাঝে মাঝে ইচ্ছে করে আগুন জ্বালিয়ে সব দুঃখ কষ্ট হতাশা হাহাকার না পাওয়ার বেদনা জ্বালিয়ে ছাই করে পেলি...

কিন্তু পর্যাপ্ত আগুন কোথায়?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলন।

শুভ কামনা।

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

আকাশের অনেক রং বলেছেন: এটা ২ দিন আগে এক মন খারাপের রাতের লিখা ভাই...
ধন্যবাদ...
আপনিও ভাল থাকবেন...

৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর কাব্য :)

৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯

shfikul বলেছেন: ++++++++++

৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: মুক্তি পেলো আর কিছু জীবনের । যে জীবন
গুলো আমার জন্য
বন্দি হয়ে আছে বন্দি খাচায় কোন অচিন
পাখির মত ।

সুন্দর+

৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

স্বপনবাজ বলেছেন: ভালো লাগলো !

৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: কেউ
শূন্যতায় থাকলে বুঝি এখন আর বৃষ্টির
কিছু যায় আসেনা ।
তাই হয়তো অবাক অভিমানে আমিও আর
একফোঁটা বৃষ্টির জল গাঁয়ে মাখবো না ।

সুন্দর! ভালো লাগা রইলো।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

আকাশের অনেক রং বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ...
সবাই ভাল থাকবেন...
দোয়া করবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.