নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা

আকাশের অনেক রং

ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা

আকাশের অনেক রং › বিস্তারিত পোস্টঃ

আবদ্ধ ভালবাসা

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

বোধের হাতে হাতকড়া পড়িয়ে,

দূরন্ত হতাশার বাজারে অক্ষত

নিশ্চুপ লোনাধরা দেওয়ালে,

এখনো আমার কষ্টের দাগ আছে ।



প্রভাত পেরিয়ে দুপুর গড়ায়,

বিকেলও যায় যায়, সন্ধ্যা আসে;

অবশেষে দেখা পাই প্রতীক্ষিত রাতের,

দেখি গোর অন্ধকার, এখানে-ওখানে,

চারিদিক আঁধার নীরব নিস্তব্ধ ঘাতক

যেন ।



শীতল বাতাসে এখন আর কারো চুল,

দৃষ্টি গোচর হয় না, সব অদৃশ্য ধূসর ।



মৃত এক গোলাপ হয়ে এ যান্ত্রিক

কোলাহলে;

ঘ্রানহীন পড়ে আছি, কি অসহ্য এ

পৃথিবীতে ।



ভালবাসার পূর্ণতা পাইনি খুঁজেছি ঢের,

তাই ভালবাসা পূর্ণ হয়নি,

হতে চায়নি ।

পূর্ণতা ঋণী হয়ে থাক শূন্যতার কাছে ।



কল্পনার জগতে ভেসে বেড়ানোর

সীমা আছে,

আছে কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন,

সেই নিয়ম কে বুড়ো আঙুল দেখিয়ে,

কল্প জগতে বসত গড়েছি বছর কয়েক হলো,

মশগুল ছিলাম কল্প প্রণয়ে অন্ধ ।



খোদার খেলা এ কোন লীলা বুঝলাম অবশেষে,

হৃদয় লুন্ঠন করেছে যে অপ্সরী,

সে কেবলি কল্পনা, কেবলি চোখের জল ।



সন্তর্পণে সজ্জিত ব্যাথায় হৃদয় ক্ষত,

কি দারুন র্নিমম স্থায়ী বসত তাদের ।

স্পর্শ কাতর নীল কষ্টের স্নিগ্ধতা,

অনুভূতির স্ফীতিতে ক্ষত-বিক্ষত

যন্ত্রনায় ব্যাথিত ।



জীবনের কি র্নিমম পরিহাসে দুঃখের

প্লাবন,

প্রতিবিম্বিত হাহাকারে নিস্তব্ধ

নিরব প্রণয় ।

সে প্রণয় নম্র আজ জীবনের কাছে,

নন্দিত জীবনে উপভোগ্য কিছুই খুঁজিনি,

খুঁজেছি কেবল দুর্জয় তোমায়,

আবদ্ধ ভালবাসায় ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
পূর্ণতা ঋণী হয়ে থাক শূন্যতার কাছে ।
১ম ভালোলাগা।

+++

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

আকাশের অনেক রং বলেছেন: অসংখ্য ধন্যবাদ শোভন ভাই

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১

শ্রাবণ জল বলেছেন: কবিতা ভাল লাগল।
শুভ কামনা।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

আকাশের অনেক রং বলেছেন: ধন্যবাদ অনেক শ্রাবণ জল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.