| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের অনেক রং
ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা
তুমি আর কেঁদোনা মা,
আমি ভাল আছি ।
সেদিন আমার কোন দোষ ছিলো না,
আমি চাইনি ওখানে যেতে,
ঐ যে ওরা খুব করে যে বললো,
নইলে যে চাকরিটা থাকতো না মা ।
আমাকে নাকি টিভিতে দেখানো হয়েছে?
খুব ইচ্ছে ছিলো,
আমাকে টিভিতে সবাই দেখবে,
কিন্তু মা এভাবে কেন?
আমিতো বিভত্স এ আমাকে দেখাতে চাইনি ।
সত্যি বলছি মা !
তখন বারবার তোমার কথা মনে পড়ে ছিল,
যখন রানা প্লাজার দেওয়াল বেঙে পড়লো,
শরীরের এক পাশ ইট পাথরে চাপা,
কিযে চিত্কার করেছি মা অসহ্য যন্ত্রনায়,
তথচ কেউ আমার দিকে ফিরেও তাকালো না ।
তুমি আর কেঁদোনা মা,
আমি ভাল আছি ।
জানো মা,
সেদিন খুব বাঁচতে ইচ্ছে করছিল,
সেই ছোটবেলার কথা মনে পড়ছিল,
নতুন খেলনার জন্য তোমাকে কতই না জ্বালাতাম,
এদিক ওদিক ছুটাছুটি করে,
একটু যদি ব্যাথা পেতাম,
তোমার সেকি চিন্তা ।
অথচ আজ যে আমি ব্যথার কি তিব্রতা নিয়ে,
আস্তে আস্তে চলে যাই দূরে বহু দূরে...
তুমি আর কেঁদোনা মা,
আমি ভাল আছি ।
তবে আমি অবিশাপ দিয়ে যাচ্ছি,
সেই সব হায়নার দলদের,
শত শত মায়ের কোল অবহেলায় যারা করেছে খালি,
অবুঝ শিশু হারিয়েছে তার পিতা কিংবা ভাই,
কাউ কে শূন্য করে চলে গেছে কোন জননী,
অবিশাপ দিচ্ছি !
তাদেরও একদিন এমনটাই হবে,
তারাও বুঝবে স্বজন হারানোর কত যন্ত্রনা,
তুমি আর কেঁদোনা মা,
আমি ভাল আছি ।
২|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০
আকাশের অনেক রং বলেছেন: ধন্যবাদ ভাইয়া...
চোখে পড়েনি...
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১
সাধারণ মুসলমান বলেছেন: হৃদয়ছোঁয়া। কিছু বানান বদলে ফেলুন, যেমন আত্মকথন.....