নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা

আকাশের অনেক রং

ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা

আকাশের অনেক রং › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন হে কবি গুরু

০৮ ই মে, ২০১৩ রাত ৮:২৯

কবি বলেছেন,

"নয়ন তোমারে পায়না দেখিতে

রয়েছো নয়নে নয়নে,

হৃদয় তোমারে পায়না জানিতে,

হৃদয়ে রয়েছো গোপনে

রয়েছো নয়নে নয়নে"

হে কবি গুরু ! তুমি কেমনে জানতে আমার

মেঘবতী আমার নয়নে থাকবে কিন্তু

আমি তারে দেখতে পারবোনা । তবে কি গুরু গান

টা আমার জন্যই?

"ভালবাসি ভালবাসি" বলে ভালবাসতে শিখাইলা ।

তবে কেন...

"মাঝে মাঝে তব দেখা পাই,

চিরদিন কেন পাই না।

কেন মেঘ আসে হৃদয়- আকাশে,

তোমারে দেখিতে দেয় না"

কেন হে গুরু কেন?

তুমি বুঝি জানতে এই সন্ধ্যাবেলায় বৃষ্টি হবে । আর

আমি শুনে থাকবো তোমার সেই গান...

"বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা

কোন বলরামের আমি চেলা,

আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে--

যত মাতাল জুটে।

যা না চাইবার তাই আজি চাই গো,

যা না পাইবার তাই কোথা পাই গো।

পাব না, পাব না,

মরি অসম্ভবের পায়ে মাথা খুটে"

তবে আর যাই বলো বেশি দিন

আমি তারে নিরবে রাখতে পারি নাই । এক সময়

সে নিরবে ছিলো আমার হৃদয় মাঝে । আর তখন

তোমার সেই গান ছিলো আমার বাঁচার প্রেরণা...

"তুমি রবে নিরবে হৃদয়ে মম

নিবিড়ও নিভৃত পূর্ণিমায়

নিশিথিনি সম

তুমি রবে নিরবে....

তব জীবনও যৌবনও

মম অখিলও ভূবনও

তুমি ভরিবে গৌরবে

নিশিথিনি সম

তুমি রবে নিরবে"

জানো কবি গুরু তারে আমি খুব ভালবাসি ।

সে বারেবার আমার কাছ থেকে দূরে সরে যায়, আবার

ফিরে ফিরে আসে আমার

ভালবাসা তাকে ফিরাতে বাধ্য করে । তাই তোমার

সে গান তারে খুব শুনাতে ইচ্ছে করে...

"যদি আর-কারে ভালোবাস,

যদি আর ফিরে নাহি আস,

তবে তুমি যাহা চাও

তাই যেন পাও

আমি যত দুখ পাই

গো"

আমি জানি সেও আমাকে শূন্যতায় রেখে ভাল নেই ।

তাই হয়তোবা তার কন্ঠে মাঝে মাঝে ভেসে উঠে....

"না পেয়ে তোমার দেখা,

একা একা দিন যে আমার

কাটে না রে ॥

বুঝি গো রাত পোহালো, বুঝি ঐ রবির আলো

আভাসে দেখা দিল গগন-পারে--

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে"

তার শূন্যতায় মাঝে মাঝে খুব একলা, লাগে হতাশ

লাগে ।তখন যদি খুব চাওয়ার পরও

কাউরে আসে পাশে না পাই তোর ঐ গানটি একটু

শান্তি দেয়...

"যদি তোর ডাক শুনে

কেউ না আসে

তবে একলা চলো রে।

একলা চলো,

একলা চলো,

একলা চলো,

একলা চলো রে॥

যদি কেউ কথা না কয়,

ওরে ওরে ও অভাগা,

যদি সবাই থাকে মুখ

ফিরায়ে সবাই করে ভয় —

তবে পরান খুলে

ও তুই মুখ ফুটে তোর মনের কথা

একলা বলো রে"

সবসময় তারে একটি কথাই বলতে চাই তোমার গানের

সুরে...

"ভালোবেসে, সখী নিভৃতে

যতনে আমার নামটি

লিখিয়ো— তোমার মনের মন্দিরে।"

এইতো যাচ্ছে সময় ভালবেসে, এবার

যেতে যেতে তোমার ঐ গানটা গেয়ে বিদায় নিতে চাই...

ওআচ্ছা গুরুত্বপূর্ণ কথাটিতো বলাই হলো না...

*শুভ জন্মদিন গুরু*

যেতে যেতে একলা পথে

নিবেছে মোর বাতি।

ঝড় এসেছে, ওরে,

এবার ঝড়কে পেলেম সাথি॥

আকাশকোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে

উঠছে হেসে,

প্রলয় আমার কেশে বেশে

করছে মাতামাতি॥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.