![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়ুন আহমেদ বলে গেছেন, ভাল মানুষের রাগ বেশি, যারা মিচকা শয়তান তাদের পাছায় লাত্থি মারলেও রাগে না। ভাল মানুষ কিনা জানি না, বাট অনেকের প্রচন্ড রাগ আছে। আমার নিজেরি আছে। সেই জন্যই টপিকটা আসছে.... একটুতেই রাগ উঠে এমন অনেকে আছেন, ভাঙাভাঙ্গি টাইপ রাগ। অবশ্য খুব রাগ উঠলে উচ্চস্বরে কাউকে গালাগালি করলে যেমন রাগ কমে তেমনি হাতের কাছে থাকা কিছু ভাংলেও রাগ কমে। আমার মনে নাই কোন একটা বই এ পড়ছিলাম, "খুব রাগ উঠলে নিজের পছন্দের কোন বই এর পেজ ছিঁড়ে ফেলুন। এতে পছন্দের বইটার পেজ ছিঁড়ার জন্য তীব্র অনুশোচনা হবে, রাগ ধুপ করে কমে যাবে।" আমার পছন্দের অনেক বই আছে। প্রচন্ড রাগ উঠলেও আমি এই বইগুলোর পেজ ছিঁড়াতে পারি নি। সাহস হয় নি। জানি না কেন। হয়তো রাগ বই এর উপর ঝাড়ার মত লোক আমি না। এই জন্যই চলে ভাঙ্গাভাঙ্গি। আর হাতের কাছে কিছু না পেলে সোজা রাগটা চলে যায় দরজার উপর। নিজের রাগটা ঘরের দরজার উপর অতিব শব্দ করে ঝাড়লে কি হয় কে জানে...... কিন্তু দরজাটার বলার ক্ষমতা থাকলে সে অবশ্যই চেঁচিয়ে বলত "উফরে গেছিরে!!" আমার এমন সুন্দর নকশা করা দরজার ভাষা এই টাইপ হবে না, সে বলবে "ওহ শীট।" বেচারাকে প্রায়ই অন্যের রাগ ধারন করতে হয়.... আফসুস...
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫
এল.নোমান বলেছেন: অকারণ হলেও না বুঝে অভ্যেসবশত লিখে ফেলছি। তবুও বুঝায় দেয়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: বাট শব্দটার একটা অসাধারণ বাংলা প্রতিশব্দ হলো কিন্তু| কিন্তু আপনি কিন্তু না লিখে বাট দিয়ে চালিয়ে দিলেন| অকারণে কি ইংরেজি শব্দ ব্যবহার না করলেই নয়? আমরা কিন্তু ভাই এই ভাষার জন্যই প্রাণ দেয়েছি এই ফেব্রুয়ারি মাসেই