![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কছুক্ষন আগে একটা পোস্ট করছিলাম। এমনি ফান পোস্ট। একজন কমেন্ট করেন... "বাট শব্দটার একটা অসাধারণ বাংলা প্রতিশব্দ হলো কিন্তু| কিন্তু আপনি কিন্তু না লিখে বাট দিয়ে চালিয়ে দিলেন| অকারণে কি ইংরেজি শব্দ ব্যবহার না করলেই নয়? আমরা কিন্তু ভাই এই ভাষার জন্যই প্রাণ দেয়েছি এই ফেব্রুয়ারি মাসেই"। আমাদের রক্তেই নানা ভাবে এই ইংরেজি ঢুকে গেছে... আমি কি আমার পোস্টে শুধু বাট ইউজ করছি? টপিক, শীট, আফসোস। এই গুলোও ইউজ করছি। এগুলোর কথা কেন বললেন না? বাট না বলে "কিন্তু" বলতে পারতাম কিন্তু এগুলোর বাংলা বলতে পারতাম? আরে এই ব্লগ সাইটেও তো তাহলে ইংরেজি শব্দ দিয়ে ঠাসা। ড্রাফট, ইমোটিকন, লগ ইন, লগ আউট,ট্যাগ, কি ওয়ার্ডস, নোটিশ বোর্ড। পারবেন এগুলোর বাংলা বলতে? বললে সেইটা হবে হাস্যকর। অকারণ বা কাজে ইংরেজি বললে নিজের ভাষার উপর সম্মান কমে না। নিজের ভাষার উপর সম্মান এতটুকু কমেনি আমার। কিন্তু এই দেশের সমাজই যে এই ইংরেজি আমাদের রক্তে ঢুকায় দিতে বাধ্য করছে। কই অন্য দেশ তো এমন না। জার্মানে ইংরেজি বললে জার্মানরা আপনার মুখের উপর থুতু দিবে। আমাদের চীন,জাপান,কোরিয়া ইংরেজির ধারও ধারে না। হুম মানলাম তাদের লাগে না। বাট আমাদের লাগে। তাই আমরা বাধ্য হই ইংরেজিতে। কিন্তু এতে এই বুঝায় না যে শুধু ফেব্রুয়ারী মাসটায় সামান্য ইংরেজি বললে ধরব।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১১
এল.নোমান বলেছেন: মানে অকারণ ইংরেজি?
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫১
দিশেহারা আমি বলেছেন: মজার ব্যাপার হচ্ছে- চীন,জাপান,কোরিয়া ,জার্মানে অথবা বিশ্বের অন্য দেশ গুলুতে স্বদেশীরা ইংরেজি বলে না অথচ আমরা নিজেরা নিজেরাই ইংরেজি বলতে উস্তাদ সামনের লোক বুজুক আর নাই বুজুক।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭
এল.নোমান বলেছেন: এইটা কি আমাদের সমাজই করতে বাধ্য করছে না??
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৫
আরণ্যক রাখাল বলেছেন: আপনার কথার জবাব দিচ্ছি যেহেতু আমার মন্তব্যের প্রেক্ষিতেই এই পোস্ট| বাংলাভাষায় একধরনের শব্দ আছে পারিভাষিক শব্দ আরকেটা বিদেশি শব্দ| যেসব শব্দের কোন বাংলা নেই তাদের আমরা হুবাহু মূল শব্দই বলি| আর বাংলা থাকলে বাংলা| যেমন চেয়ার| কেদারা কিন্তু বাংলা শব্দ নয়| আবার ইংরেজরাও বাংলা শব্দ আপন করে নিয়েছে, যেমন শাড়ি কারণ শাড়ির ইংরেজি আর কিছু হতে পারেনা| এখানে দেখবেন ড্রাফট, নিক,পোস্ট এগুলোর বাংলা আছে কিনা|থাকলেও দ্বিচক্রযানের মত বড় শব্দ| তাই ব্যবহৃত হয় না| কিন্তু যার বাংগা প্রতিশব্দ আছে তার বাংলাটা ব্যবহার করতে হবে| বিদেশি শব্দ ভাষার সম্পদ কিন্তু অকারণ বিদেশি শব্দ গুড়ে বালি| মোবাইল শব্দটা ব্যবহারে আপত্তি নেই, সো ব্যবহারে আপত্তি
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯
এল.নোমান বলেছেন: আমাদের ভাষায় অন্যান্য ভাষার শব্দ প্রচুর পরিমানে প্রবেশ করছে। এইটা এখন একটা মিক্সড ভাষায় পরিণত হইছে। আপনি নিজেও "সো" শব্দটা ইউজ করছেন।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৬
স্পাইক্র্যাফট বলেছেন: আমি তো এতে খারাপ কিছুই দেখি না! এসব শুধুই অকারন!