নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ও পড়তে ভালোবাসি। মতভিন্নতার কারণে কাউকে হেয় করা পছন্দ করি না।

নোমান বিল্লাহ

বিনয় এমন একটি বাহন যা সম্মানের উচ্চ পর্যায়ে পৌঁছায়

নোমান বিল্লাহ › বিস্তারিত পোস্টঃ

চোরের দেশ

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪



দুর্নীতিতে যাচ্ছে ছেয়ে
সোনার বাংলাদেশ,
দেশ-বিদেশে পাচ্ছে খ্যাতি
নামে চোরের দেশ।

কয়লা খনি যাচ্ছে লুটে
তেরো বছর ধরে,
আটশো কোটির মামলা আছে
আজ অবধি পড়ে।

তামা রেখে স্বর্ণ নিয়ে
যায় পালিয়ে ফেউ,
ব্যাংকগুলোকে যায় লুটিয়ে
পায় না সাজা কেউ।

চোরকে ধরে দুদক মেশিন
ওয়াশ করে দেয় ছাড়,
ক্ষমতার জোর খাটিয়ে সব
যায় পেয়ে যায় পার।

একের পর এক চুরির পরে
করছে সিনা জুড়ি,
অপরদিকে জেলে আছেন
বিরোধী এক নারী।

পাক-ব্রিটিশের কবল থেকে
মুক্তি পাওয়ার পরে,
দেশটা বুঝি হচ্ছে বিলীন
বৈধ চোরের তরে!

২৯ জুলাই ১৮, সোনারগাঁ

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: এই চোরের দেশে আমি চোর না।
কখনও সজ্ঞানে খারাপ কিছু করিনি।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

নোমান বিল্লাহ বলেছেন: হা হা

২| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাহাত্তরের শাসনকালে হয়েছিল ঢের
আবার সব ফিরে এল পুরান রুপে এবার
টানা শাসন করছে এবার তোষ দেবে আর কাকে
নিজের ফাঁদে পড়ছে নিজেই চোরের তকমা কাঁধে!

বঙ্গবন্ধু বলেছিলেন পেয়েছি চোরের খনি
মেয়ে এসে করল প্রমাণ নয় মিথ্যে কথা খানি!
তিরিশ বছর চোরেরা সব লুকিয়ে ছিল গত্তে
চেতনার পরশ পেয়ে জাগল চুরি কত্তে!

শৈয়ার বাজার চোরেরা যখন হয় উপদেষ্টা
দেশটাকে আর রক্ষা করবে কোথা সে কেষ্টা?
আইন বিচার প্রশাসন হয়ে গেলে নত
ভাল মানুষ ভয়ে লুকায় চোর চলে বীর মত!

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

নোমান বিল্লাহ বলেছেন: বাহ্, চমৎকার লিখেছেন।

৩| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: সাত কোটি বাঙালীর জন্য আট কোটি কম্বল এনে যখন শেখ মুজিবুর রহমান নিজেরটা পেয়েছিল না তখন দুঃখ করে বলেছিন, সবাই পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২০

নোমান বিল্লাহ বলেছেন: আসলে আমরা লোভ সামলাতে পারি না।

৪| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

বাকপ্রবাস বলেছেন: ঢাকি চোখ লজ্জায়
চোর জাতি মজ্জায়

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

নোমান বিল্লাহ বলেছেন: হয় হয় (হা হা)

৫| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

রাকু হাসান বলেছেন: সব সাময়িক বিষয় নিয়ে ভাল লিখেছেন । যদিও মেনে নিতে খুব কষ্ট হচ্ছে ,নিতেই হবে তবু । আশাবাদী একদিন চিৎকার করে বলতে পারবো .আমার সোনার বাংলা

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

নোমান বিল্লাহ বলেছেন: ধন্যবাদ। জাতী চোরের বিলুপ্তি চায়।

৬| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বলেছেন: চমৎকার পিন পয়েন্ট এ লিখেছেন।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

নোমান বিল্লাহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। এমন একটা মন্তব্য খুঁজছিলাম।

৭| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১১

একাল-সেকাল বলেছেন: ধুতি ধরে দিলেন যে টান
মান রাখা যে দায়
ক্ষমাসুন্দর দৃষ্টি ফেল
ধরি তোমার পায়।।
পার পেয়ে যায় হাতি ঘোড়া
পায়না যে পার মাছি
মশা সমেত ধরা খেয়ে
জেলে বসে পচি।।

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৮:০৭

নোমান বিল্লাহ বলেছেন: যা বললেন ভাই। সিস্টেমের দোষ, চেঞ্জ ম্যাকার কেউ হচ্ছে না।

৮| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

বিপরীত বাক বলেছেন:
এ জাতির লোকজনের মাংস-রক্ত-হাড্ডি তে আছে
চোরের জিন,
লুটপাটের ডিএনএ,
অবৈধ দখলের কষ্,।
মজ্জাতে আছে খাবলা দিয়ে খাই-খায়েশ মেটানোর প্রবণতা,
ঈর্ষাকাতরতা,
পরশ্রীকাতরতা,
অহেতুক অন্যের ক্ষতি করা,
নিজেদের হ্যাডাম দেখানো।

এটা এদেশ শাসন করার আগেই ১৭ শতকে বৃটিশরা জেলায় জেলায় গিয়ে সার্ভে করে তাদের সরকারের কাছে রিপোর্ট করেছিল। সেই সার্ভে রিপোর্ট আজো রক্ষিত আছে বৃটিশ মিউজিয়ামে।
এবং এখনও এতটুকু বদলায়নি সেই চোর-চোগলখোর-ধান্দাবাজ-ঠগী-প্রতারক-মিথ্যুক কুজাত বাংলা জাত। পার্থক্য শুধু একটাই যে এখন এসবের সাথে এরা ধর্ম কে মিশিয়েছে। ধর্মের নামে আকাম মানে লাইসেন্স দিয়ে করা পাপ। সেটা অটোমেটিক পূণ্য হয়ে যাবে।

মূলত ১৭৫৭ সালে জয়লাভের পরপরই বৃটিশরা বুঝতে পেরেছিল কতটা কুলাঙ্গার অযোগ্য অথর্ব অসাড় কাপুরুষ লোভী কাঙ্গাল এই বাংলা জাতি। তাই কোনদিনই সম্মান করেনি তারা এই জাতি কে।

এবং যেহেতু সমস্যা টা জাতের তাই যারাই নির্মোহে, নির্লোভে, নিংস্বার্থে এই দেশের জন্য লড়েছে/লড়বে, দাড়িয়েছে/দাড়াবে তাদের সবাইকেই অকালে অপঘাতে অভিশপ্ত করুণ মৃত্যুবরণ করতে হয়েছে এবং হবে। ইতিহাস তাই বলে। সুতরাং কেউই আর নেই লড়বার/দাড়ানোর। কারণ লড়বার/দাড়ানোর মত সবাই বুঝে গেছে সমস্যার আসল কারণ।

শুধু শুধু গতানুগতিকভাবে সরকারের দোষ দিয়ে কি প্রাপ্তি? আপনারা কি ভাবেন? এই সরকার গেলে ভাল কেউ আসবে? প্রশ্নই ওঠে না। বরং আরও খারাপ আসবে।

৯| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি কবিতা লেখে কি দায়মুক্তি চাচ্ছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.