![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্ট্যাটাস দিলেই খেয়ে দিবে বলেছে
ফেসবুকের দাদারা
কাগজে লিখে স্ট্যাটাস দিচ্ছি তাই
রঞ্জনা আমি আর স্ট্যাটাস দিবো না।
স্ট্যাটাস আমার নিজে বেছে নিয়েছি
পদবিতে ছিলো না যে সেলিব্রেটি
জিমেইলে যেতে হয় তাই জোর করে যাই
বচ্ছরে দু'একবার।
অযথা ট্যাগ আমি পাই ফেসবুকে
ভালো লাগে ইনবক্স,ফ্রেন্ড রিকোয়েষ্ট
পোষ্ট-স্ট্যাটাস কোনটাই খাই না
পারিনা করতে রিপোর্ট
স্ট্যাটাসটা খেয়ে দিলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনও যে হিট হওয়া শিখিনি
খেয়ে দেয়ার জোরে আমি পারবো না
পারবো না হতে আমি স্ট্যাটাস খোর
তাই মাফ করেন আমায় সকাল দুপুর
আসতে হবে না আমার প্রোফাইলে
রঞ্জনা আমি আর স্ট্যাটাস দিবো না।
বুঝবো কি করে আপনি খোর,
শুধু যে আমার স্ট্যাটাস খান
আরো কত স্ট্যাটাস,সকাল বিকাল খেয়ে
আপনার দিন কেটে যায়
তাও যদি বলতাম সেলিব্রেটি আমি
জ্যাবতিক,দূর্য কিংবা আরিফ হোসাইন
মিথ্যে কথা আমি বলতে যে পারি না
মন করে খলি ঠঠনঠন
সত্যিকারের স্ট্যাটাস খোর জানিনা কি সেটা
যাচ্ছে জমে রাগ ক্রোধ
লাগছে না ভালো আর এই ফেসবুকটা
কান্না পাচ্ছে দিন রাত
সিপি কি পাগলা জানিনা আপনি কোনটা
জানে ওই দাদাদের গ্যাং
ঘুমটা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারবো না ছাড়তে ফেবুর হাত ঠ্যাং।
স্ট্যাটাসটা খেয়ে দিয়ে দিলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনও যে হিট হওয়া শিখিনি
খেয়ে দেয়ার জোরে আমি পারবো না
পারবো না হতে আমি স্ট্যাটাস খোর
তাই মাফ করেন আমায় সকাল দুপুর
আসতে হবে না আমার প্রোফাইলে
রঞ্জনা আমি আর স্ট্যাটাস দিবো না।
(এই স্ট্যাটাস পর পর দুবার খেয়ে দিয়েছে। মাগো ওরা আমার ফেবুর স্ট্যাটাস কাইড়া নিতে চায়। এরপর আরেকটা কবিতা)
খায়া দে মামা খায়া দে
প্রতিবেশী আপুটা সুন্দরী
খায়া দে মামা খায়া দে
খান সাহেবের ঝালমুড়ি
খায়া দে মামা খায়া দে
সানি লিওনের থ্রিজিপি ফাইল
খায়া দে মামা খায়া দে
আইজ না পারলে অবশ্যই কাইল
খায়া দে মামা খায়া দে
বাথরুমেতে হিসাব কইষা
খায়া দে মামা খায়া দে
চকলেট চুইষা চুইষা
খায়া দে মামা খায়া দে
চৌধুরী সাহেবের নকল ট্যাকা
খায়া দে মামা খায়া দে
বুড়ি হইছে নায়িকা রেখা
খায়া দে মামা খায়া দে
ত্রিভুজ,চতুর্ভূজ, বিন্দু বৃত্ত
খায়া দে মামা খায়া দে
আর এম গুপ্তের কথা সাহিত্য
খাইস না মামা খাইস না
গরীবের এই স্ট্যাটাসখানা।
২৪ শে মে, ২০১৩ রাত ৩:২৪
নোমস বলেছেন: এখান থেকে কেউ খাইলে মডুরে ধরুম। আর কারো সাধ্য নাই।
২| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:১৯
তরুন সৈনিক বলেছেন: ওরে ,... কতো স্ট্যাটাস খায় রে... খাইতে দেন... বেচারাদের স্ট্যাটাস এর অভাব পরছে...
২৪ শে মে, ২০১৩ রাত ৩:২৫
নোমস বলেছেন: স্ট্যাটাস চলবে ব্লগে :p
৩| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:২২
নির্ণায়ক বলেছেন: জটিল হইছে।
২৪ শে মে, ২০১৩ রাত ৩:২৫
নোমস বলেছেন: থ্যাংকু
৪| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:২২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চ্রম চ্রম
২৪ শে মে, ২০১৩ রাত ৩:২৫
নোমস বলেছেন: ধন্যবাদ মন্ত্রী মহোদয়। একটু দেখবেন স্ট্যাটাসখোরদের।
৫| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:২২
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: এইখানে খাওয়ার ভয় নাই
খায়া দে মামা কবিতাটি স্টিকি করার দাবি জানাচ্ছি
২৪ শে মে, ২০১৩ রাত ৩:২৬
নোমস বলেছেন: এই কবিতা স্টিকি না করলে ব্লগে ছেড়ে দিবো,রাস্তায় নামবো মতিঝিল শাহবাগ এক লগে ব্লক করবো
৬| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:৪৩
আরজু পনি বলেছেন:
পোস্টটিতে আঠা লাগিয়ে সামুর সদর দরজার সামনে ঝুলিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৫৮
নোমস বলেছেন: কৈ মডু ম্যাডাম কৈ
৭| ২৪ শে মে, ২০১৩ ভোর ৪:০৮
কাজী মামুনহোসেন বলেছেন: চ্রম হইছে বস।
পিলাস রইল...
২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৫৮
নোমস বলেছেন: থ্যাংকসমামুন ভাই।
৮| ২৪ শে মে, ২০১৩ ভোর ৪:৫৩
বনলতা মুনিয়া বলেছেন: খাইস না মামা খাইস না
গরীবের এই স্ট্যাটাসখানা।
২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৫৯
নোমস বলেছেন:
৯| ২৪ শে মে, ২০১৩ ভোর ৫:৩২
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: হা হা যা বলেচেন ভাই
২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৫৯
নোমস বলেছেন: স্ট্যাটাস খাওয়া ভালো না। ভদ্রলোক স্ট্যাটাস খায় না্
১০| ২৪ শে মে, ২০১৩ ভোর ৬:০০
বাংলার হাসান বলেছেন: স্ট্যাটাসটা খেয়ে দিলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনও যে হিট হওয়া শিখিনি
২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৫৯
নোমস বলেছেন: শিখিনি এখনও
১১| ২৪ শে মে, ২০১৩ ভোর ৬:০২
বাংলাদেশী দালাল বলেছেন:
এত খায় যায় কোই??
২৪ শে মে, ২০১৩ সকাল ১০:০০
নোমস বলেছেন: ওদের পয়নিস্কাশন ব্যবস্থা ভালো।
১২| ২৪ শে মে, ২০১৩ সকাল ৭:৩৮
চারকল বলেছেন: //স্ট্যাটাস দে হারামজাদা নহলে প্রোফাইল চিবিয়ে খাব//
ভালা পাইলাম নুমান ভাই…
২৪ শে মে, ২০১৩ সকাল ১০:০১
নোমস বলেছেন: এই লাইনটা ভালো হইছে
১৩| ২৪ শে মে, ২০১৩ সকাল ৭:৫৭
মাসুম আহমদ ১৪ বলেছেন:
২৪ শে মে, ২০১৩ সকাল ১০:০১
নোমস বলেছেন:
১৪| ২৪ শে মে, ২০১৩ সকাল ৯:০৬
এহসান সাবির বলেছেন: হা হা হা... দারুন...
২৪ শে মে, ২০১৩ সকাল ১০:০১
নোমস বলেছেন:
১৫| ২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৪১
আশিকুর রহমান অমিত বলেছেন: আর নয় ফেসবুকে চইলা আসেন ব্লগে ব্লগে স্ট্যাটাস দিয়ে ফেবুতে লিঙ্ক দিব
খায়া দে মামা খায়া দে
২৪ শে মে, ২০১৩ সকাল ১০:০১
নোমস বলেছেন: খায়া দে মামা খায়া দে
১৬| ২৪ শে মে, ২০১৩ সকাল ১০:০৬
মামুন রশিদ বলেছেন: রঞ্জনা আমি আর স্ট্যাটাস দিবো না!!
এইবার যেনো লোকজন একটু ব্লগমুখী হয়, হে হে
২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩২
নোমস বলেছেন: খোচা বুঝি নাই
১৭| ২৪ শে মে, ২০১৩ সকাল ১১:৩৩
বোহেমিয়ান বলেছেন: স্ট্যাটাস খাওয়ার মহামারিতে পর্ছে যাতি :-& জোস হইসে !
২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩২
নোমস বলেছেন: কদিন পরেই বাজারে প্যাকেটে করে বিক্রি হবে স্ট্যাটাস!
১৮| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৮
আ্যাগোনেক্সট বলেছেন: ব্যাপক বিনোদন যুক্ত গান আর কোবতে।
২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩২
নোমস বলেছেন: ধন্যবাদ!
১৯| ২৪ শে মে, ২০১৩ দুপুর ২:২৫
রাজন আল মাসুদ বলেছেন:
২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩৩
নোমস বলেছেন:
২০| ২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৩৯
এরিস বলেছেন: সময়োপযোগী প্যারোডি। দেশে খাবারের আকাল পড়েছে। মানুষ নাকি এখন স্ট্যাটাস ও খায়। কবিতায় আশেপাশেএকটু নিমের রস ছিটিয়ে রাখুন। শেষে না আপনার কবিতা খেয়ে দেয়। মারাত্মক লিখেছেন। অনুসরণ করলাম। +++++
২৫ শে মে, ২০১৩ রাত ৩:৪২
নোমস বলেছেন: ফেবু থেকে খেয়ে দিয়েছে অলরেডি!
নোমান নমি এটাসহ অনুসরন করবেন
ওইটাই আমার আসল নিক!
২১| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:২১
আবুল মোকারম বলেছেন: কবিতা খেয়ে যারা অন্যত্র হাগে
তাদের লাগি মায়া জাগে-মায়া জাগে!
২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩৩
নোমস বলেছেন: হা হা হা
২২| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:২৫
অদ্বিতীয়া আমি বলেছেন: হা হা অনেক মজার হয়েছে । অনেকক্ষন হাসলাম ।
২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩৮
নোমস বলেছেন: হাসি খেতে পারবে না অবশ্যই
২৩| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৫
মাহী ফ্লোরা বলেছেন: ha ha ha haste haste ses amire!
২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩৫
নোমস বলেছেন: ইন্নালিল্লাহ!
২৪| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১০
হুমায়ুন তোরাব বলেছেন: নমিদা পুরাই পিনিক
পুরাই উরাধুরা
খিদিবিদি .
২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩৫
নোমস বলেছেন: এত পিনিক আসে কইত্তে
২৫| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমার এমনিতেই তেমন কোন স্ট্যাটাস নেই, তাই কেউ খায়ও না !!!
২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩৫
নোমস বলেছেন: সেটাই সবচে ভালো।
২৬| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ফারিয়া বলেছেন: কি কবিতারে!
২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩৬
নোমস বলেছেন:
২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩৬
নোমস বলেছেন:
২৭| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:২৪
অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! মজার তো !
২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩৬
নোমস বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৩ রাত ৩:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহা!! জটিল!!!!!!!!!! রঞ্জনা আমি আর স্ট্যাটাস দিবো না!!
কুল ম্যান!!