নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ

জলের অহং

নম্রতা

ফোঁটা ফোঁটা জলে সবুজ হবে না জেনেও খরা রোদে তবু দাড়িয়ে থাকে কেউ !

নম্রতা › বিস্তারিত পোস্টঃ

ফুরুত

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৩



দেখা গ্যালো ঐ টাক্কু লোকটা হেয়ারড্রায়ার টুকরিতে নিয়া ফেরি করতেসে। সেলবাজারের সার্ভার ডাউন!

এতো রাইতে বেসুরা গান!কি আর করবেন, কানে তুলা দেন।

দ্যাখেন হাইটেক পোলাপাইন কানে পাসওয়ার্ড বসায়া রাখসে।

আপনের আর টক্কুর দেখি কাহিনি এক। না আছে মিষ্টিপান না পাসওয়ার্ড!

ঘরে চক্কর দ্যান, দ্যাখেন আর কি কি জিনিষ গড়াগড়ি খাইতাসে!



আইজকাইল কতকিছু নিলামে উঠে ফুরুত ফুরুত! ইজিচেয়ার,দা,খুনতি,বেবিকড,দেরাজ,বালিশ,মশারি,আলনা,দোলনা,মই,বই,বইঠা,সুঁই!



সেলবাজারের গুষ্টিকিলাই বইলা কোন লাভ নাই!



কই যাইবেন?লেট্রিন অনেক দুর? সমস্যা কি! "এখন চাঁদনিরাত। আপনার হারিকেনটা বেচে ফেলুন।"



হাতে হারিকেন ধরায়া ছাইরা দিসে রে মামু! কই যাইবেন?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮

অদৃশ্য বলেছেন:





হায় হায়, এইটা কি লিখলেন... সামুর সারভার ডাউন হইলে আমরা যামু কই? খামু কি?

আমার ভাবনায় এই নিলাম সিস্টেমটা এক সময় অন্য এক পর্যায়ে চলে যাবে... কেমন? তার কিছুটাতো আপনি বললেন আর পরেরগুলো স্টেপ বাই স্টেপ আসতেসে... অপেক্ষা...

অনেকদিনবাদে আপনাকে এখানে দেখে খুবই ভালো লাগলো... ইদানিং দেখছি লিখা তেমন একটা দেন না... বললাম সামুতে নিয়মিত হন্‌ তাও হন্‌না...

যাক তবুওতো মাঝে মাঝে দেখা পাওয়া যায় আপনার লিখাগুলোর... এই বেশ... তবুও নাহোক শেষ...

শুভকামনা কবি...

২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩১

নম্রতা বলেছেন: সামুর না সেলবাজারের সার্ভার ডাউন বলসি! ( ফান করে লেখা)
ভাল থেকেন কবি।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

অদৃশ্য বলেছেন:




কবি

সবকিছু সিরিয়াসলি নিতে নেই... পৃথিবীতে ফান শব্দটা খুবই আনন্দদায়ক... সেলবাজারের জায়গায় সামুকে বসিয়েছি মাত্র... কিন্তু ভুল দেখিনি...


ভালো থাকুন
শুভকামনা...

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২

অদৃশ্য বলেছেন:





একটি গল্পের শেষ ছিলো এমন_____

'' তারপর কি হলো ''
'' ফুড়ুৎ''
'' তারপর কি হলো ''
'' ফুড়ুৎ''

শ্রোতার জানবার আগ্রহ শেষ হয়না__ ওদিকে গল্পের কথকের ''ফুড়ুৎ''ও শেষ হয়না__

আপনার অবস্থা দেখে গল্পটা মনে পড়ে গেলো___ আপনিও আমাদের অনেক আগ্রহের সমাপ্তি কি এক ফুড়ুতেই করতে চান !!

অনুরোধ থাকলো কবির প্রতি___ আপনার নিয়মিত পাঠকদের এভাবে হতাশ/আশাহত করবেন না___ নতুন কবিতা বা গল্পের অপেক্ষায় রইলাম___


কবির জন্য
শুভকামনা___

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.