![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙুল ছুঁয়ে উড়ছে লাল
দিবসটি ক্যাটালগে ঝুলে আছে
ফুল আসবে
পুরোনো ঘ্রাণে
সম্বোধন কিংবা
ভূমিকা রেখে পোস্টম্যান বলবে
স্বাক্ষর এখানটায়।
আর দেয়ালিকা ভেবে
শহরটি যাবে ঘুড়ি ওড়াতে
আলুথালু ভাবনায় কেটে যাবে সুতো
আকাশসমেত!
যেনো সবকিছুরই একটা অজুহাত চাই
যেমন বৃষ্টিতে বাতিল হওয়া ম্যাচ
সেইসব কোলাহল রেখে
নিশ্চুপ কুড়োলেই শুরু পাতানো খেলা
আর সাজঘরে সুখি হওয়ার ভান!
ম্যাপলপাতারা বেশ জানে
সম্ভাব্য ঘ্রাণ আর ফিরবে না
কোন রুলটানা খাতায়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৫
নম্রতা বলেছেন: ধন্যবাদ সেলিম।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৫
নম্রতা বলেছেন: অভি এক ছিলো গল্পের পাতায় !
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ম্যাপলপাতারা বেশ জানে
সম্ভাব্য ঘ্রাণ আর ফিরবে না
কোন রুলটানা খাতায়।
অসাধারণ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬
নম্রতা বলেছেন: ধন্যবাদ ।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫
অদৃশ্য বলেছেন:
''ফুল আসবে
পুরোনো ঘ্রাণে''
লিখাটিকে অনুভব করছি...
কবির জন্য
শুভকামনা...
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬
নম্রতা বলেছেন: আমিও !
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০
অদৃশ্য বলেছেন:
সামুর পছন্দের বোতামটা আমাকে অপছন্দ করে তাই অনেক চাপলেও কোন সাড়া দেয় না...
যারা ফেসবুকে লাইক পেয়ে অভ্যস্থ তারা এইসময় সামুতে এলে শোকে কাঠপাথর হয়ে যাবে বলেই আমার বিশ্বাস...
শুভকামনা নিরন্তর...
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ম্যাপলপাতারা বেশ জানে
সম্ভাব্য ঘ্রাণ আর ফিরবে না
কোন রুলটানা খাতায়।
সুন্দর ।