নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ

জলের অহং

নম্রতা

ফোঁটা ফোঁটা জলে সবুজ হবে না জেনেও খরা রোদে তবু দাড়িয়ে থাকে কেউ !

নম্রতা › বিস্তারিত পোস্টঃ

এখানে লাইটার কিছুটা অপ্রাসঙ্গিক

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪০

ম্যাজেন্ডা এসে গেলো
আচমকা
ভেজাপাতায় অঢেল বিষ দেখি
বর্ষা শুরুর এই কি সময় ?

ডালপালায় ফোসকা রেখে
বৃষ্টিপোড়া দিনের কাঁটা
একটু একটু পিছিয়ে যায়

এখানে লাইটার কিছুটা অপ্রাসঙ্গিক হলেও
ঘুড়িটা দপ করে জ্বলে ওঠে

কি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো
তুমি আর করমচা ফল!

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:০১

বেলা শেষে বলেছেন: এখানে লাইটার কিছুটা অপ্রাসঙ্গিক
...beautiful, i like it , i enjoy it.

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

নম্রতা বলেছেন: ধন্যবাদ বেলা শেষে।

২| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:১৭

একলা ফড়িং বলেছেন: কবিতাটা পড়তে অনেক ভালো লাগছিল, যদিও ভালো বুঝতে পারিনি :| :|


ফোঁটা ফোঁটা জলে সবুজ হবে না জেনেও
খরা রোদে তবু দাড়িয়ে থাকে কেউ!

এই কথাটা অনেক সুন্দর!!

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০০

নম্রতা বলেছেন: অনেকদিন আগে লিখেছিলাম কথাটা ...ফোঁটা ফোঁটা জলে সবুজ.।!

৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৫২

বৃষ্টিধারা বলেছেন: আমি কিছুই বুঝি নাই,তা ও ভালো লাগলো । :)

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

নম্রতা বলেছেন: কেন? খুব কি কঠিন ? :(

৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:২৮

হাসান মাহমুদ তানভীর বলেছেন: ++++++++++

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

নম্রতা বলেছেন: ধন্যবাদ।

৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৩৭

হাসান মাহবুব বলেছেন: দারুণ।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

নম্রতা বলেছেন: ধন্যবাদ হামা। :)

৬| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার। ++++।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২

নম্রতা বলেছেন: আপনার কবিতা কিস করি। আজকাল লেখেন যা তেমন?

৭| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪

অদৃশ্য বলেছেন:






ভালো লেগেছে...



শুভকামনা কবি...

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২

নম্রতা বলেছেন: ধন্যবাদ !

৮| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বৃষ্টিপোড়া দিনের কাঁটা
বৃষ্টিপোড়া দিনের কাঁটা
বৃষ্টিপোড়া দিনের কাঁটা
বৃষ্টিপোড়া দিনের কাঁটা


অদ্ভুত সুন্দর।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩

নম্রতা বলেছেন: ধন্যবাদ আহমেদ।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩

নম্রতা বলেছেন: ধন্যবাদ আহমেদ।

৯| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩

নম্রতা বলেছেন: ধন্যবাদ অভি।

১০| ২৮ শে মে, ২০২৩ রাত ১:০৭

জাতির আব্বা বলেছেন: সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.