নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ

জলের অহং

নম্রতা

ফোঁটা ফোঁটা জলে সবুজ হবে না জেনেও খরা রোদে তবু দাড়িয়ে থাকে কেউ !

নম্রতা › বিস্তারিত পোস্টঃ

লিফটে তুলে দিচ্ছি মেঘ

২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৬











লিফটে তুলে দিচ্ছি মেঘ। কয়েকছত্র। আর কাঙ্খিত শষ্যদানা।

বেপরোয়া বৃষ্টি বুঝে নিও। বিনিময়ে উপচে পড়া রোদ।

নয়তো কারুশিল্পীর নোনাচোখ।

আহা সেইসব ছাদের উড়াল। দৃশ্যগুলো আর লুকোনো গেলোনা কোথাও।

কার্নিশ কিংবা পাখির ঠোঁটে। যেন এক বর্ষণসিক্ত সন্ধ্যা নামে ডায়রি পাতায়।

দীর্ঘছুটির মানচিত্রে হারিয়ে গেছে মাটির ঘ্রাণ। সবুজদেহ।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

শায়মা বলেছেন: নম্রতামনি অনেক সুন্দর!:)

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫১

নম্রতা বলেছেন: অপসরা না ?

২| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫২

নম্রতা বলেছেন: ধন্যবাদ হামা!

৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৯

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: দারুন.............!



প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫২

নম্রতা বলেছেন: ধন্যবাদ নাহিদ।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৭

ভিজামন বলেছেন: সুস্রব্য পংতিমালা..

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৩

নম্রতা বলেছেন: ধন্যবাদ ভেজা ভেজা মন। :)

৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: কারুশিল্পীর নোনাচোখ...

দারুণ কিছু শব্দ।

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৩

নম্রতা বলেছেন: প্রফেসর সাহেব ধন্যবাদ।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অসাধারণ।

আহা সেইসব ছাদের উড়াল। দৃশ্যগুলো আর লুকোনো গেলোনা কোথাও।
কার্নিশ কিংবা পাখির ঠোঁটে। যেন এক বর্ষণসিক্ত সন্ধ্যা নামে ডায়রি পাতায়।
--- এই দুই লাইনে মাঝে দাঁড়ি বসিয়ে গতিটা কমিয়ে দিলেন না। আমার তো দাঁড়ি ছাড়া পড়তে ভাল্লাগছে :)

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪

নম্রতা বলেছেন: তাইতো ! ভেবে দেখা যেতে পারে ! অনেক শুভেচ্ছা।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৮

উধাও ভাবুক বলেছেন: দীর্ঘছুটির মানচিত্রে হারিয়ে গেছে মাটির ঘ্রাণ। সবুজদেহ।
আসলেই .....
শুভকামনা।

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩০

নম্রতা বলেছেন: ধন্যবাদ ভাবুক।

৮| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৫৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
সুন্দর ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.