![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরিবিলি কোন কাসকেট
তোমায় পুতুল পুতুল ঘরে
একা রেখে আসে ?
সেদিনের শোকবই
হারিয়ে যাওয়া কলম খুঁজতে
আমি যিশুকে পাঠিয়েছিলাম
এখনো কাত হয়ে আছে জুনমাস
ছুটির শেষ হয়না ঘুম
ভাঁজ খোলো এ্যপ্রোন
তোমার অপেক্ষায়
হেয়ারড্রেসার
কারমেন লোপেজ
সেলুনে ভেজা বাতাস নামাও
ট্যাক্সি নেমে যাচ্ছে
রাতের পোশাক
আজ সন্ধ্যায় তৈরি হচ্ছে যারা
টানাচোখ, খোলাপিঠ
তুমিতো দিতে পারো যুবতীর প্রমনাইট ।
Todos te echamos Carmen López
২| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: দুখিনি বর্ণমালা
৩| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫১
লেখোয়াড় বলেছেন:
ভাল লিখেছেন।
++++++++++++++
৪| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷
৫| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর
৬| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
সায়েম মুন বলেছেন: ভাললাগা রইলো।
৭| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩২
হাসান মাহবুব বলেছেন: এই কারমেন লোপেজটা কে তা না জানা পর্যন্ত কবিতায় ঢুকতে পারছি না।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১
বিজন রয় বলেছেন: তিনি কে?
ভাল লেখাটি।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১
আনজির বলেছেন: ভাল লাগল......