![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেলিঙটা ভিজে
আলগোছে এসে দাড়ালে
দরজায় নিদারুণ পাহারা বসায় হাওয়া
এমন বিহ্বল রাতে
মইসুর সিল্কের লতাপাতা
গহীন অরণ্যে লুটিয়ে পড়ে
বেনুনি খুলে বসে আছে ছাদ
লেবুপাতা ঘ্রাণ ভোরের স্পর্শে
অরণ্য খনন যুগলছায়ায়।
২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১
নম্রতা বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৩
আরজু পনি বলেছেন:
বাহ্ লেবুপাতা ঘ্রাণ ভোরের স্পর্শে...সতেজতার ঘ্রাণ পেলাম ।
২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১২
নম্রতা বলেছেন: আমিও ! ভাল থাকুন।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬
শায়মা বলেছেন: এটা নিশ্চয় সকাল বেলা লিখেছিলে নম্রতামনি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫
নম্রতা বলেছেন: ঠিক তাই!
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭
শায়মা বলেছেন: আর সেটা ছিলো বর্ষার সকাল তাইনা????
৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩১
নম্রতা বলেছেন: তাই তাই ........।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: সাদামাটায় জীবনের রঙ।
++
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অরণ্য খনন যুগলছায়ায়।
অসাধারণ।